অমিত শাহর বক্তব্যের তীব্র প্রতিবাদ জানালো বাংলাদেশ

অমিত শাহর বক্তব্যের তীব্র প্রতিবাদ জানালো বাংলাদেশ

অনলাইন ডেস্ক

‘বাংলাদেশি অনুপ্রবেশকারীদের উল্টো করে ঝুলিয়ে সোজা করা হবে’- ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের এমন বক্তব্যের তীব্র সমালোচনা করেছে বাংলাদেশ। ওই বক্তব্যকে অত্যন্ত শোচনীয় মন্তব্য করে এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। গত শুক্রবার ঝাড়খন্ডের সাহেবগঞ্জ জেলায় ‘পরিবর্তন যাত্রা’র উদ্বোধন উপলক্ষে আয়োজিত সমাবেশে অমিত শাহ ওই বক্তব্য দেন।  

ওই বক্তব্যের প্রতিবাদে সোমবার (২৩ সেপ্টেম্বর) ঢাকায় ভারতের ডেপুটি হাইকমিশনারের কাছে এ সংক্রান্ত প্রতিবাদ নোট পাঠিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

ওই চিঠিতে চরম অসন্তোষ প্রকাশ করা হয়েছে। ভারত সরকারকে রাজনৈতিক নেতাদের এ ধরনের আপত্তিকর বক্তব্য থেকে বিরত থাকারও আহ্বান জানানো হয়েছে।  

মন্ত্রণালয় জানিয়েছে, একটা দায়িত্বশীল অবস্থানে থেকে প্রতিবেশী দেশের নাগরিকদের বিরুদ্ধে এ ধরনের বক্তব্য বা মনোভাব দুটি বন্ধুত্বপূর্ণ দেশের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ও বোঝাপড়ার মনোভাবকে ক্ষুণ্ন করে।
news24bd.tv/আইএএম

এই বিভাগের পাঠকপ্রিয়