গুম কমিশনে অভিযোগ দায়েরের সময়সীমা বাড়ল

গুম কমিশনে অভিযোগ দায়েরের সময়সীমা বাড়ল

অনলাইন ডেস্ক

গুম সংক্রান্ত কমিশন অব ইনকোয়ারিতে অভিযোগ দায়েরের সময়সীমা বাড়িয়েছে আইন মন্ত্রণালয়। ৩০ সেপ্টেম্বর থেকে বাড়িয়ে সময়সীমা ১০ অক্টোবর করা হয়েছে।

গতকাল সোমবার (২৩ সেপ্টেম্বর) এ সংক্রান্ত একটি প্রেস বিজ্ঞপ্তি জারি করে গুম সংক্রান্ত কমিশন অব ইনকোয়ারি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গুম সংক্রান্ত কমিশন অব ইনকোয়ারিতে অভিযোগ দায়েরের সময়সীমা ৩০ সেপ্টেম্বর থেকে আগামী ১০ অক্টোবর পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।


এ সময়ের মধ্যে ২০০৯ সালের ৬ জানুয়ারি হতে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত সময়ের মধ্যে জোরপূর্বক গুমের ঘটনার ভিকটিম নিজে অথবা পরিবারের কোনো সদস্য বা আত্মীয়-স্বজন বা গুমের ঘটনার প্রত্যক্ষদর্শী যেকোনো ব্যক্তি সশরীরে কমিশনের কার্যালয়ে উপস্থিত হয়ে অথবা ডাকযোগে অথবা কমিশনের ই-মেইলে সর্বশেষ আগামী ১০ অক্টোবর পর্যন্ত সময়ের মধ্যে প্রতি কর্মদিবসে সকাল সাড়ে ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত লিখিতভাবে অভিযোগ দাখিল করতে পারবেন।

তবে এই সময়সূচি অনুযায়ী অভিযোগ দাখিলের ক্ষেত্রে হটলাইনের মাধ্যমে অ্যাপোয়েন্টমেন্ট নেয়ার অনুরোধ করা হয়েছে। হটলাইন নম্বর: ০১৭01 662120, ০২-৫৮৮১২১২১ ই-মেইল: edcommission.bd@gmail.com

news24bd.tv/SHS