আগে বাংলাদেশে ৪৯ হাজার ২২৬ জন অবৈধ বিদেশি থাকলেও এখন সংখ্যাটা ৩৩ হাজার ৬৪৮ জন। তারা ৩১ জানুয়ারির পর আর বাংলাদেশে অবৈধভাবে থাকতে পারবেন না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ সোমবার (২০ জানুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত কমিটির সভা শেষে সাংবাদিকদের এই তথ্য জানান তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আমরা তাদের (অবৈধভাবে বসবাসকারীদের) সময়সীমা বেঁধে দিয়েছিলাম। নির্ধারিত সময় অতিবাহিত হলে আমরা তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেব। এসব অবৈধ বিদেশিদের যারা কর্মসংস্থান করে দিচ্ছে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া ১৪ জানুয়ারি পর্যন্ত অবৈধভাবে বাস করা নাগরিকদের থেকে ১০ কোটি ৫৩ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।...
জানুয়ারির পর অবৈধ বিদেশিরা বাংলাদেশে থাকতে পারবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক
বেশি তোষামোদ করলেই হাসিনা দিতেন প্লট
অনলাইন ডেস্ক
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার তার অনুগত ও তোষামোদকারীদের ৮৩০টি প্লট দিয়েছেন। এ তালিকায় রয়েছেন- সাবেক মন্ত্রী, সাবেক এমপি, আমলা, সাংবাদিক, শিল্পী এবং শেখ হাসিনা ও আওয়ামী লীগের ঘনিষ্ঠজনরা। মন্ত্রী, সচিবদের সন্তানরাও আছেন এ তালিকায়। আওয়ামী লীগ সরকারের সাড়ে ১৫ বছরে সরকারি চাকরি, জনসেবা ও সমজাতীয় খাতে জাতীয়ভাবে অসামান্য অবদানের নামে প্লটগুলো দেওয়া হয়। অসামান্য অবদানের নামে নির্বাচন কমিশনের ও স্থানীয় সরকার বিভাগের সাবেক সচিব হেলালুদ্দীন আহমদও প্লট পেয়েছেন। রাতের ভোট নামে পরিচিতি পাওয়া ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনের সময় তিনি নির্বাচন কমিশন সচিব ছিলেন। এ আমলা ওই নির্বাচনের ৫ মাস আগে পূর্বাচলে রাজউকের সাড়ে ৭ কাঠার প্লট বরাদ্দ পান। বর্তমানে তিনি কারাগারে আছেন। ২০১৪ সালে নবম জাতীয় সংসদের একতরফা নির্বাচনের পর সংরক্ষিত নারী আসনে আওয়ামী...
বদলে গেল পুলিশ-র্যাব-আনসারের পোশাক
নিজস্ব প্রতিবেদক
অবশেষে বদলে গেল পুলিশ, র্যাব ও আনসারের পোশাক। বিষয়টি নিশ্চিত করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জে. (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেছেন, পুলিশের জন্য, র্যাবের জন্য এবং আনসারের জন্য তিনটা পোশাক চূড়ান্ত করা হয়েছে। আজ সোমবার (২০ জানুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয় উপদেষ্টা পরিষদের বৈঠকে আইনশৃঙ্খলা বাহিনীর নতুন পোশাকের অনুমোদন মেলে। পরে স্বরাষ্ট্র উপদেষ্টা গণমাধ্যমকে ব্রিফিংইয়ে এ তথ্য নিশ্চিত করেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পোশাকের সঙ্গে তাদের মন-মানসিকতার পরিবর্তন হতে হবে। জানা গেছে, ১৮টি পোশাক পরিহিত পুলিশ আনসার ও র্যাবের প্রতিনিধি দল বৈঠকে প্রবেশ করে। পরে সেখান থেকে তিনটি পোশাক নির্বাচন করা হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানা গেছে, পুলিশের পোশাকের রঙ হবে আয়রন, র্যাবের পোশাকের রঙ অলিভ এবং আনসারের পোশাকের রঙ গোল্ডেন হুইট। আরও পড়ুন...
পুলিশ-র্যাব-আনসারের পোশাক পরিবর্তন নিয়ে নতুন করে যা জানা গেল
অনলাইন ডেস্ক
ফ্যাসিবাদী সরকারের পতনের পর পুলিশ বাহিনীর সংস্কারসহ তাদের পোশাক পরিবর্তনের দাবি উঠেছিল। সেসময় সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড.এম সাখাওয়াত হোসেন পুলিশের পোশাক-লোগো পরিবর্তন নিয়ে বেশ এগিয়েও যান। তবে এরপর আর কোনো অগ্রগতি পরিলক্ষিত হয়নি। অবশেষে জানা গেল, পুলিশ, র্যাব ও আনসার বাহিনীর পোশাক পরিবর্তন হচ্ছে। এমনটি নিশ্চিত করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বশীল একটি সূত্র। আজ সোমবার (২০ জানুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয় উপদেষ্টা পরিষদের বৈঠকে আইনশৃঙ্খলা বাহিনীর নতুন পোশাকের অনুমোদন মিলতে পারে।স্বরাষ্ট্র উপদেষ্টার সভাপতিত্বে বৈঠকে যুব ও ক্রীড়া, পরিবেশ, বিদ্যুৎ জ্বালানি, শিল্পসহ অন্যান্য উপদেষ্টারা উপস্থিত আছেন। জানা গেছে, এরইমধ্যে ১৮টি পোশাক পরিহিত পুলিশ আনসার ও র্যাবের প্রতিনিধি দল বৈঠকে প্রবেশ করেছে। সেখান থেকে...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর