পতিত আওয়ামী লীগ সরকারের আমলে বঞ্চিত উপসচিব থেকে যুগ্ম সচিব পদে পদোন্নতি পাবেন। প্রশাসন ক্যাডার ছাড়াও বাকি ২৫ ক্যাডারের ১৩ থেকে ২২তম ব্যাচের বঞ্চিত উপসচিবরা পাচ্ছেন পদোন্নতি। একই সঙ্গে পদোন্নতি পাবেন প্রশাসনের ২২ ব্যাচের কয়েকজন বঞ্চিত উপসচিবও। আগামী ফেব্রুয়ারি মাসের তৃতীয় সপ্তাহের মধ্যে এসব কর্মকর্তা পদোন্নতি পাবেন বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিয়োগ, পদোন্নতি ও প্রেষণ (এপিডি) অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. ওবায়দুর রহমান। সোমবার (২০ জানুয়ারি) সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান তিনি। সব মিলিয়ে ২৫ ক্যাডারের উপসচিবরা, ২২তম ব্যাচের বঞ্চিত উপসচিবরা ও ২৪তম ব্যাচের উপসচিবরা একযোগে পদোন্নতি পাবেন বলে জানান অতিরিক্ত সচিব। মো. ওবায়দুর রহমান বলেন, ২৫ ক্যাডারের উপসচিবদের নিয়ে কাজ চলছে। ডিসেম্বরে তাদের...
ফেব্রুয়ারিতে সচিব পর্যায়ে বড় পদোন্নতি, পাচ্ছেন কারা?
নতুন মাত্রা যুক্ত হচ্ছে ঢাকা-বেইজিং সম্পর্কে
অনলাইন ডেস্ক
ঢাকা-বেইজিং সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার লক্ষ্যে প্রথম দ্বিপক্ষীয় রাষ্ট্রীয় সফরে চীনের উদ্দেশে ঢাকা ছেড়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। সোমবার (২০ জানুয়ারি) বিকেলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি ঢাকা ত্যাগ করেন। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইয়ের আমন্ত্রণে দেশটিতে সফরে যাচ্ছেন পররাষ্ট্র উপদেষ্টা। পাঁচ দিনের সফর শেষে ২৪ জানুয়ারি তার দেশে ফেরার কথা রয়েছে। বাসসের এক প্রতিবেদনে বলা হয়েছে, এই রাষ্ট্রীয় সফরে ঋণের সুদ হার কমানো, পানিবিদ্যুৎ সংক্রান্ত তথ্য বিনিময়, চিকিৎসা সহযোগিতার অগ্রগতি এবং মিয়ানমার পরিস্থিতি সমাধানে চীনের ভূমিকা বাড়ানোকে উৎসাহিত করা প্রভৃতি বিষয় গুরুত্ব পাবে। গত আগস্টে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর এই সফরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রথম...
তারেক রহমানের নির্দেশে আহত ছাত্র ও শ্রমজীবীদের চিকিৎসা
অনলাইন ডেস্ক
চব্বিশের ছাত্র-জনতার গন অভ্যুত্থানে মারাত্মক আহত মো. আনোয়ারুল আজিম ও সুমন হাওলাদারের চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। সোমবার (২০ জানুয়ারি) বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে চিকিৎসা সেবা দেয় ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)- এর সিনিয়র ডাক্তার ও বিশিষ্ট অর্থপেডিক সার্জন শাহ মুহাম্মদ আমান উল্লাহ। এসময় উপস্থিত ছিলেনআমরা বিএনপি পরিবার-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সম্পাদক মশিউর রহমান মহান প্রমুখ। আহত আনোয়ারুল আজিম ৪ আগস্ট রামপুরা ও গাড়ির ড্রাইভার সুমন হাওলাদার ১৯ জুলাই রামপুরায় ছাত্র-জনতার আন্দোলনে আইনশৃংখলা বাহিনীর গুলিতে আহত হয়ে রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ছিল। আজ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর পক্ষে বিশেষ চিকিৎসা সেবা প্রদান করা হয়...
৬ সংস্কার কমিশনের মেয়াদ বাড়লো
নিজস্ব প্রতিবেদক
সরকার পতনের পর প্রথম দফায় গঠিত ৬টি সংস্কার কমিশনের মেয়াদ ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। সোমবার (২০ জানুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত পৃথক ৬টি প্রজ্ঞাপন জারি করা হয়। কমিশনগুলোর মধ্যে রয়েছে: নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন, পুলিশ প্রশাসন সংস্কার কমিশন, বিচার বিভাগ সংস্কার কমিশন, দুর্নীতি দমন সংস্কার কমিশন, জনপ্রশাসন সংস্কার কমিশন এবং সংবিধান সংস্কার কমিশন। উল্লেখ্য, সরকার পতনের পর অন্তর্বর্তী সরকারের অধীনে প্রথম দফায় এই ৬টি কমিশন গঠন করা হয়েছিল। এরপর, নভেম্বরে বাকি ৫টি কমিশন গঠন করা হয়। যেগুলোর মধ্যে রয়েছে স্বাস্থ্যবিষয়ক সংস্কার কমিশন, গণমাধ্যম সংস্কার কমিশন, শ্রম অধিকারবিষয়ক সংস্কার কমিশন, নারীবিষয়ক সংস্কার কমিশন এবং স্থানীয় সরকার সংস্কার কমিশন।...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর