পোশাক কারখানাগুলোতে স্বস্তি ফিরছে

সকাল থেকে কাজে যোগ দেন শ্রমিকরা

পোশাক কারখানাগুলোতে স্বস্তি ফিরছে

গাজীপুর প্রতিনিধি

শিল্প অধ্যুষিত গাজীপুরে পোশাক কারখানাগুলোতে স্বস্তি ফিরতে শুরু করেছে। শিল্প নগরী গাজীপুরে অধিকাংশ কারখানায় উৎপাদন কার্যক্রম স্বাভাবিক হয়েছে।

বুধবার সকাল থেকে শ্রমিকরা দলে দলে কাজে যোগদান করেছেন। তবে শ্রম আইনের ১৩(১ ধারা) এর নো ওয়ার্ক, নো পে অনুযায়ী ৪টি পোশাক কারখানা পুরোপুরি বন্ধ রয়েছে।

অন্যদিকে সাধারণ ছুটি রয়েছে ৯টি কারখানায়। তবে সেসব প্রতিষ্ঠানে শ্রমিকদের কাজে ফেরাতে মালিক পক্ষের সঙ্গে আলোচনা হচ্ছে শ্রমিকদের।

এর আগে মঙ্গলবার এক সভায় পোশাক শ্রমিকদের দেয়া ১৮ দফা দাবি মেনে নেয় সরকার। যেসব দাবি বেশি প্রয়োজন সেগুলো অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়ন করা হবে বলে জানান শ্রম উপদেষ্টা আসিফ মাহমুদ।

news24bd.tv/FA

এই রকম আরও টপিক