পুলিশ সদস্যদের নতুন উদ্যমে কাজ করার আহ্বান ডিএমপি কমিশনারের  

পুলিশ সদস্যদের নতুন উদ্যমে কাজ করার আহ্বান ডিএমপি কমিশনারের  

অনলাইন ডেস্ক

জনগণের প্রত্যাশা পূরণে পুলিশ সদস্যদের নতুন উদ্যমে কাজ করার আহ্বান জানিয়েছেন ডিএমপি কমিশনার মাইনুল হাসান। তিনি বলেন, `আইন ও বিধির মধ্য থেকে এমনভাবে কাজ করতে হবে, যেন জনগণের প্রত্যাশা পূরণ হয়। ‘ 

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) রাজারবাগ পুলিশ লাইন্সে ডিএমপির ওয়েলফেয়ার অ্যান্ড ফোর্স বিভাগ আয়োজিত বিশেষ কল্যাণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।  

ডিএমপি কমিশনার বলেন, `পুলিশ বাহিনী রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ অংশ।

রাষ্ট্র যে দায়িত্ব দেয়, তা যথাযথভাবে পালন করতে হবে। পুলিশের প্রতিটি কাজ আইন ও বিধি দ্বারা নিয়ন্ত্রিত। আইনের বাইরে পুলিশের কাজ করার সুযোগ নেই। আইনের মধ্যে থেকেই কাজ করতে হবে।
‘ 

কল্যাণ সভায় ডিএমপির বিভিন্ন পদমর্যাদার সদস্যরা তাদের সুনির্দিষ্ট কিছু সমস্যা ও চাহিদার কথা ডিএমপি কমিশনারের কাছে পেশ করেন। এ সময় কমিশনার সবার বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং প্রত্যেকটি সমস্যা সমাধানের ব্যাপারে আশ্বস্ত করেন।
news24bd.tv/আইএএম