ইসরায়েলি হামলায় লেবাননে নিহত ৭০০

ফাইল ছবি

ইসরায়েলি হামলায় লেবাননে নিহত ৭০০

অনলাইন ডেস্ক

হিজবুল্লাহর সাথে যুদ্ধবিরতির আহ্বান প্রত্যাখ্যান করে লেবাননে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। সোমবার (২৩ সেপ্টেম্বর) থেকে চলা এ ইসরায়েলি আগ্রাসনে এখন পর্যন্ত ৭০০ জন মারা গেছেন।  

লেবাননে যুদ্ধ বিরতির প্রস্তাব দিয়েছিল যুক্তরাষ্ট্র, ফ্রান্সসহ কয়েকটি দেশ। কিন্তু লেবাননে যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইসরায়েল।

বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে এ কথা জানায় দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কার্টজ।

লেবাননে চলমান এই সংকট নিয়ে কঠোর প্রতিক্রিয়া জানিয়েছিলেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। তিনি বলেছিলেন, লেবানন আরেকটি গাজা হতে পারে না। একইসঙ্গে লেবাননে হত্যা ও ধ্বংস বন্ধ করতেও আহ্বান জানিয়েছিলেন তিনি।

 

কিন্তু সব আলোচনা পাশ কাটিয়ে লেবাননে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। সূত্র: আল জাজিরা 

news24bd.tv/এসএম

এই রকম আরও টপিক