গত ১৭ বছরে যারা একটি বালুর ট্রাক সরাতে পারেনি, তারা নাকি ক্ষমতায় গিয়ে দেশ পরিবর্তন করে ফেলবে! এটা পসিবল না। আওয়ামী লীগের বড় লিডাররা পালিয়েছে। চ্যালারা কার বগলের নিচে আশ্রয় নিয়েছে দেশের জনগণ তা জানে। সোমবার (৩০ ডিসেম্বর) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে কুমিল্লা বড়দৈলের একটি মিলনায়তনে সাপ্তাহিক গোমেতি সংবাদের যুগপূর্তি উপলক্ষে আয়োজিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় বক্তারা এ কথা বলেন। সভায় বক্তারা আরও বলেন, যারা ১৭ বছর দেশে লুটপাট করেছে, ৫ আগস্টের পর আপনারাও তাদের মতো শুরু করেছেন। ৫ আগস্টের আগে আপনারা আমাদের সামনে ঠেলে দিয়েছেন। আর এখন বলছেন, আমাদের ঘরে চলে যেতে। এটা দুঃসাহস! মনে রাখবেন, ছাত্ররা কখনো টেবিলের নিচে হাত দিয়ে টাকা নিয়ে কাউকে সীমান্ত পার হতে সাহায্য করেনি। আপনারা করেছেন। আপনারা এত বড় দল, অথচ আওয়ামী লীগের বড় নেতা...
‘যারা একটি বালুর ট্রাক সরাতে পারেনি, তারা দেশ পরিবর্তন করবে?’
অনলাইন ডেস্ক
কুড়িগ্রামে ইসলাম ধর্ম নিয়ে কটূক্তি, যুবক শ্রীঘরে
হুমায়ুন কবির সূর্য, কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের রাজারহাটে ইসলাম ধর্ম নিয়ে কটূক্তির মামলায় এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুরে গ্রেপ্তারকৃতকে জেল হাজতে পাঠিয়েছে পুলিশ। এর আগে একইদিন রংপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানান, সম্প্রতি ইমাম হোসেন নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইসলাম ধর্ম নিয়ে কটূক্তি করা একটি লেখা প্রচার হচ্ছিল। ওই মাধ্যম থেকেই উপজেলার উমরমজিদ ইউনিয়নের বালাকান্দি দাসপাড়া গ্রামের চিনিরাম দাসের ছেলে বিষাদু চন্দ্র দাস (২৭) তার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিষয়টি শেয়ার করে। ঘটনাটি জানাজানি হলে এলাকার ধর্মপ্রাণ বিক্ষুব্ধ মুসল্লিগণ বিষাদু চন্দ্র দাসকে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ করেন। পরে পুলিশের পক্ষ থেকে বিক্ষুব্ধ মুসল্লিদের অভিযুক্ত বিষাদু চন্দ্রকে আইনের আওতায় আনার আশ্বাস দিলে অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা। এরই...
মাদারীপুরে টার্মিনালে থাকা বাসে আগুন, নাশকতা কিনা খতিয়ে দেখছে পুলিশ
মাদারীপুর প্রতিনিধি:
মাদারীপুর শিবচরের পৌর বাস টার্মিনালে সার্ভিসিংয়ের জন্য রাখা একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুলিশ জানায়, জাজিরা ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের যাতায়াতের জন্য মনির হোসেনের মালিকানাধীন একটি বাস জেলার শিবচর পৌর বাস টার্মিনালে সার্ভিসিংয়ের জন্য রাখা ছিল। রোববার গভীররাতে বাসটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ সময় রাস্তা দিয়ে যাওয়ার সময় একটি মালবাহী পিকআপের চালক বাসে আগুন দেখে চিৎকার দিলে স্থানীয়রা ছুটে এসে ফায়ার সার্ভিসে খবর দেয়। পরে ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে এসে প্রায় এক ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে বাসটির ভেতরের বেশিরভাগ অংশ পুড়ে যায়। সোমবার সকালে শিবচর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। শিবচর থানার ওসি মো. মোখতার...
মঙ্গলবার দেশের তাপমাত্রা ২ ডিগ্রী কমার পূর্বাভাস
অনলাইন ডেস্ক
আগামী মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। পূর্বাভাসে বলা হয়েছে, মঙ্গলবার সারা দেশের আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে এবং আবহাওয়া শুষ্ক থাকবে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের উত্তরাঞ্চলে মাঝারি থেকে ঘন কুয়াশা এবং অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। বুধবারও একই ধরনের আবহাওয়া বিরাজ করবে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে। সেদিন রাত এবং দিনের তাপমাত্রা আরও ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ সোমবার দেশের আবহাওয়া শুষ্ক থাকবে। দেশের উত্তরাঞ্চলে মাঝারি থেকে ঘন কুয়াশা এবং অন্যত্র হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে। বর্ধিত পাঁচ দিনের...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর