গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকালে এই অভিযান চালান দুদকের উপ-পরিচালক মো. মশিউর রহমানের নেতৃত্বে একটি দল। হাসপাতালের ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পেয়ে এই অভিযান পরিচালনা করেন তারা। এসময় হাসপাতালে সরকারি ঔষধের হিসাবের অনিয়ম, সঠিক সময়ে ডাক্তার না আসা, দীর্ঘদিন হাসপাতালের এক্স-রে মেশিন, সিটিস্ক্যান মেশিন, এমআরআই মেশিন অচল, রোগীদের জন্য রান্না করা অস্বাস্থ্যকর খাবার, টিকিটের টাকা বেশি নেয়া, অর্থের বিনিময়ে সার্টিফিকেট বাণিজ্যের প্রমাণ সংগ্রহ করে এসব বিষয়ে তদন্ত করেন এবং বিষয়গুলোর প্রমাণও পান দলটি। এসব অনিয়মের বিষয়ে হাসপাতালের উপ-পরিচালক ডা. জীবিতেশ বিশ্বাস বলেন, আমরা এসব অভিযোগ খতিয়ে দেখে যথাযথ ব্যবস্থা নেবো। দুদক উপ-পরিচালক মো. মশিউর রহমান বলেন, আমরা...
গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে অভিযান
গোপালগঞ্জ প্রতিনিধি
নোয়াখালীতে সেনাবাহিনীর ভুয়া ক্যাপ্টেনসহ আটক ২
নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর সদর উপজেলা থেকে সেনাবাহিনীর ক্যাপ্টেন পরিচয়ে প্রতারণা করার সময় আকরাম হোসেন নামে এক ভুয়া সেনাবাহিনীর ক্যাপ্টেনকে আটক করেছে সেনাবাহিনী। একই সময়ে ভুয়া ক্যাপ্টেনের সহযোগী এক এডভোকেটকেও আটক করা হয়। বুধবার রাতে আটাক দুজনকে সুধারাম থানায় হস্তান্তর করেছে সেনাবাহিনীর সদস্যরা। দুজনকে ম্যাজিস্ট্রেট কোট এলাকা থেকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন- জেলার সুবর্ণচর উপজেলার পশ্চিম চরজুবলী গ্রামের শামসুল হকের ছেলে ভুয়া ক্যাপ্টেন আকরাম হোসেন (৩৮) ও তার সহযোগী সদর উপজেলার চুলডগী গ্রামের এডভোকেট.পরিচয়দানকারী কে। বুধবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চত্বর এলাকা থেকে তাদের আটক করা হয়। বিভিন্ন মানুষ থেকে প্রতারণার মাধ্যমে টাকা পয়সা ও জিনিসপত্র নেওয়ার অভিযোগ রয়েছে। তাদের কাছ থেকে নগদ টাকা...
রাতে স্বামীর সঙ্গে বের হয়ে ভোরে পাওয়া গেল স্ত্রীর রক্তাক্ত দেহ
নিজস্ব প্রতিবেদক
স্বামীর ছুরিকাঘাতে সুবর্ণা আক্তার মিম (২২) নামে এক নারীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। আজ বৃহস্পতিবার ভোররাতে বাড্ডার আফতাবনগরে এ ঘটনা ঘটে। নিহত সুবর্ণা শরীয়তপুর জেলার নওডোবা থানার হাজী অসিম উদ্দিন মাতবরকান্দি গ্রামের সোহরাব খানের মেয়ে। আফতাবনগর তিন নম্বর রোডের একটি বাসায় ভাড়া থাকতেন তিনি। নিহতের বোন তাহমিনা আক্তার জানান, দুই বছর আগে মিমের সঙ্গে বিয়ে হয় ব্যবসায়ী শেখ সোহেলের। তাদের দুজনেরই এটি ছিল দ্বিতীয় বিয়ে। তাদের সংসারে সাত মাসের একটি পুত্রসন্তান রয়েছে। তাহমিনা আরো জানান, সোহেল প্রথম স্ত্রীকে নিয়ে মোহাম্মদপুর এলাকায় থাকেন। মিমের সঙ্গে পরিচয় হওয়ার পর সে জানায়, তার আগের স্ত্রীর সঙ্গে ছাড়াছাড়ি হয়ে গেছে। পরে মিমের সঙ্গে বিয়ে হয় তার। তবে বিয়ের পর জানা যায়, আগের স্ত্রীর সঙ্গে ছাড়াছাড়ি হয়নি। বিয়ের পরেও মিম আফতাবনগরে আমাদের কাছেই থাকত। তার...
ডাম্প ট্রাক -অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারালেন পাঁচজন
অনলাইন ডেস্ক
কক্সবাজারের পেকুয়ায় ডাম্প ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন।বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকাল ৭টার দিকে পেকুয়া এবিসি আঞ্চলিক মহাসড়কের ধনিয়াকাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি। এ তথ্য নিশ্চিত করেছেন কক্সবাজার জেলা পুলিশের মুখপাত্র জসিমউদ্দিন। আরও পড়ুন কারাগার থেকে স্বজনদের চিঠিতে যা জানালেন ব্যারিস্টার সুমন ১৮ ডিসেম্বর, ২০২৪ তিনি জানান, সকাল ৭টার দিকে পেকুয়া এবিসি আঞ্চলিক মহাসড়কের ধনিয়াকাটা এলাকায় ডাম্প ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশা দুমড়ে-মুচড়ে ঘটনাস্থলেই চার যাত্রী নিহত এবং আহত হন দুজন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে আরও একজন মারা যান। দুর্ঘটনার পর ডাম্প ট্রাকটি পুলিশ হেফাজতে নিলেও এর চালক ও...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর