চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্তের ওপারে ভারতের সুখদেবপুর এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কাঁটাতারের বেড়া নির্মাণ শুরু করায় স্থানীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছে। সোমবার (৫ জানুয়ারি) থেকে এ পরিস্থিতি চলছিল, তবে বুধবার (৮ জানুয়ারি) বেলা আড়াইটার দিকে চৌকা সীমান্তে বিজিবি ও বিএসএফের মধ্যে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া জানান, বিএসএফ তাদের আগাম সম্মতি বা সমঝোতা ছাড়াই কাঁটাতারের বেড়া নির্মাণের কাজ শুরু করেছিল, যা এলাকায় উত্তেজনা সৃষ্টি করে। পতাকা বৈঠকে উপস্থিত ছিলেন বিএসএফের ১৩৯ ব্যাটালিয়নের কমান্ডার। বৈঠকে সিদ্ধান্ত হয়েছে যে, কোনো ধরনের সমঝোতা না হওয়া পর্যন্ত কাঁটাতারের বেড়া নির্মাণের কাজ স্থগিত থাকবে। গত ৫ জানুয়ারি, ভারতীয়...
বৈঠকের পর সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ স্থগিত করল বিএসএফ
অনলাইন ডেস্ক
সলঙ্গায় বাসচাপায় মোটরসাইকেল চালক নিহত
সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জের সলঙ্গায় বাসচাপায় সুমন (২৫) নামে এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। আজ বুধবার (৮ জানুয়ারি) বিকেলে হাটিকুমরুল-ঢাকা মহাসড়কের ধোপাকান্দি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সুমন গাজীপুরের কালিয়াকৈর থানার সাহেবপাড়া গ্রামের নূর ইসলামের ছেলে। হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রউফ জানান, পাবনা থেকে ছেড়ে আসা সি-লাইনের একটি যাত্রীবাহী বাস ধোপাকান্দি এলাকায় পৌঁছালে ঢাকা থেকে ছেড়ে আসা মোটরসাইকেলটিকে সামনে থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক সুমনের মৃত্যু হয়। এসময় আহত হয় মোটরসাইকেলে থাকা আরেক আরোহী। তিনি আরও জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে লাশটি উদ্ধার করা হয়েছে, এবং বাসাটিকে থানা হেফাজতে রাখা হয়েছে। news24bd.tv/AH
কিশোরী মেয়েকে অপহরণের পর ধর্ষণের খবর শুনে বাবার মৃত্যু
অনলাইন ডেস্ক
মৌলভীবাজারের কমলগঞ্জে এক কিশোরীকে (১৭) অপহরণের পর ধর্ষণের অভিযোগ উঠেছে। খবরটি শুনে তার বাবা মারা গেছেন। এ বিষয়ে মামলা পর অভিযুক্ত দুজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার দুজন হলেন- মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার মুস্তফা মিয়া (৫৭) ও কুমিল্লার জয়নাল মিয়া (৫৮)। বুধবার (৮ জানুয়ারি) এ প্রসঙ্গে কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাইনউদ্দিন বলেন, কিশোরীকে (১৭) অপহরণের পর ধর্ষণের ঘটনায় দুই আসামিকে আমরা গ্রেপ্তার করেছি। অন্য আসামিদেরও গ্রেপ্তারে অভিযান চলছে। কিশোরীর পরিবার সূত্রে জানা গেছে, গত ৩১ ডিসেম্বর সন্ধ্যায় তাকে প্রাইভেটকারে তুলে সিলেটে নিয়ে যায় অভিযুক্তরা। সেখানে মুস্তফা, জয়নালসহ চার-পাঁচজন তাকে তিনদিন ধরে নির্যাতন করে একটি চক্রের কাছে তিন লাখ টাকায় বিক্রি করে দেয়। চক্রটি নিয়ে যাওয়ার সময় ওই কিশোরী গাড়ি থেকে কৌশলে পালিয়ে এক...
জ্বিনের মাধ্যমে গর্ভধারণের প্রলোভনকারী যুবক গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক
গর্ভধারণের আশ্বাস দিয়ে এক নারীর কাছ থেকে ৩০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের আলামিন মিয়া নামে এক যুবককে গ্রেপ্তার করেছে সিআইডি সাইবার পুলিশ সেন্টারের (সিপিসি) দল। বুধবার (৮ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। অভিযোগে বলা হয়েছে ভুক্তভোগী এক নারী দীর্ঘদিন সন্তান না হওয়ায় মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। এ অবস্থায়, তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ইমুতে একটি বিজ্ঞাপন দেখেন যেখানে বলা হয়েছিল, জ্বীনের মাধ্যমে কবিরাজি চিকিৎসা করে সন্তান ধারণ সম্ভব। এই বিজ্ঞাপন দেখে অসহায় নারীর সঙ্গে যোগাযোগ করেন আলামিন মিয়া ও তার সহযোগী চক্রের সদস্যরা। প্রতারক চক্রের কৌশল প্রথমে, তারা নারীর অবস্থা বুঝে তাকে বিভিন্ন চিকিৎসার নাম দিয়ে চাপ সৃষ্টি করতে থাকে, যেমন আসন বসানো, জ্বীনকে ভোগ দেওয়া, চিকিৎসা খরচ ইত্যাদি। এরপর, নানা অজুহাতে নারীর কাছ...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর