রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ১৬৯৫টি মামলা করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস্ বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান সোমবার (৩০ ডিসেম্বর) এ তথ্য নিশ্চিত করেন। তালেবুর রহমান বলেন, ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে। রোববার ডিএমপির ট্রাফিক বিভাগ অভিযান পরিচালনা করে এসব মামলা করেছে। তিনি আরও বলেন, রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ১৬৯৫টি মামলা করে ডিএমপির ট্রাফিক বিভাগ। এছাড়াও অভিযানকালে ৫১টি গাড়ি ডাম্পিং ও ৫৫টি গাড়ি রেকার করা হয়েছে।...
রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ১৬৯৫ মামলা
অনলাইন ডেস্ক
‘অজ্ঞানপার্টির’ খপ্পরে পড়ে উপসচিব হাসপাতালে
নিজস্ব প্রতিবেদক
দিলীপ কুমার দেবনাথ । মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব । সোমবার ভোররাতে বাসের ভেতর থেকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি চিকিৎসাধীন রয়েছেন। পুলিশ ও বাস সুপারভাইজারের ধারণা, তিনি অজ্ঞানপার্টির খপ্পরে পড়েছিলেন। তেজগাঁও থানা পুলিশ বিষয়টি নিশ্চিত করেছেন। উপ-পরিদর্শক শুকহরি মধু গণমাধ্যমকে জানান, রাত দেড়টার দিকে তেজগাঁও শাহীন স্কুলের সামনের চেকপোস্টে কর্তব্যরত ছিলেন তিনি। তখন হামজা এক্সপ্রেসের একটি বাস সেখানে এসে থামে এবং স্টাফরা তাকে জানান যে বাসের মধ্যে এক ব্যক্তি অচেতন হয়ে আছেন। বাসের স্টাফদের কাছ থেকে শুকহরি জানতে পারেন ওই ব্যক্তি চট্টগ্রাম থেকে ঢাকায় আসছিলেন। সায়েদাবাদে তার নামার কথা ছিল। সেখানে বাসের সুপারভাইজার তাকে নামার জন্য ডাকাডাকি করলে তিনি সাড়া দেননি। চট্টগ্রাম থেকে আসার পথে দিলীপ...
সচিবালয়ে নিরাপত্তার দায়িত্বে থাকা ডিসিকে প্রত্যাহার
অনলাইন ডেস্ক
বাংলাদেশ সচিবালয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর নিরাপত্তা বিভাগের দায়িত্বে থাকা উপ-পুলিশ কমিশনার (ডিসি) এম তানভীর আহমেদকে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) বদলি করেছে। তাকে পিওএম-দক্ষিণ বিভাগের ডিসি হিসেবে স্থানান্তর করা হয়েছে। রোববার (২৯ ডিসেম্বর) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত একটি অফিস আদেশের মাধ্যমে এই বদলি করা হয়। আদেশে সচিবালয় নিরাপত্তা বিভাগের নতুন ডিসি হিসেবে পিওএম-দক্ষিণ বিভাগের ডিসি মোহাম্মদ বিল্লাল হোসেনকে নিয়োগ দেওয়া হয়েছে এবং এটি অবিলম্বে কার্যকর বলে উল্লেখ করা হয়। এদিকে, ২৫ ডিসেম্বর রাত ১টা ৫২ মিনিটে বাংলাদেশ সচিবালয়ের ৭ নম্বর ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ১০ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। অগ্নিকাণ্ডের ফলে ভবনটির ষষ্ঠ থেকে নবম তলা পর্যন্ত পাঁচটি মন্ত্রণালয়ের নথিপত্র,...
সচিবালয় থেকে সেনা সদস্যদের প্রত্যাহার, চলবে টহল কার্যক্রম
অনলাইন ডেস্ক
বাংলাদেশ সচিবালয়ে নিরাপত্তার দায়িত্বে থাকা সেনাবাহিনীর সদস্যদের নিয়মিত ডিউটি থেকে প্রত্যাহার করা হয়েছে। এখন থেকে তারা সচিবালয়ের ভেতরে নিয়মিত দায়িত্ব পালন করবেন না, বরং নির্দিষ্ট সময়ের জন্য টহল কার্যক্রম পরিচালনা করবেন। সোমবার (৩০ ডিসেম্বর) সচিবালয়ের দায়িত্বশীল সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। সূত্র জানিয়েছে, রোববার সন্ধ্যায় সেনা সদস্যদের সচিবালয়ের ভেতর থেকে প্রত্যাহার করা হয়েছে। তবে এ সিদ্ধান্তের কারণ সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। নতুন পরিকল্পনা অনুযায়ী, প্রতিদিন সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত সেনাবাহিনীর একটি দল সচিবালয় এলাকায় টহল দেবে। এরপর তাদের পরবর্তী টহলের সময়সূচি নির্ধারণ করবেন ঊর্ধ্বতন কর্মকর্তারা। সচিবালয়ের নিরাপত্তা ব্যবস্থায় এই পরিবর্তন কীভাবে প্রভাব ফেলবে, তা নিয়ে সংশ্লিষ্ট মহলে আলোচনা চলছে।...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর