যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের মাত্র এক সপ্তাহ বাকি। জনমত জরিপে ডেমোক্র্যাটিক প্রার্থী কমলা হ্যারিস এবং রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের মধ্যে কড়া প্রতিদ্বন্দ্বিতার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। এরইমধ্যে প্রায় চার কোটিরও বেশি আমেরিকান আগাম ভোট প্রদান করেছেন, যা আধুনিক সময়ে সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনের সম্ভাবনা তৈরি করছে।
প্রচারণার অংশ হিসেবে গত রোববার দোদুল্যমান রাজ্য পেনসিলভেনিয়ায় জনসাধারণের কাছে হাজির হয়েছিলেন কমলা। অন্যদিকে ট্রাম্প নিউইয়র্কে প্রচারণা চালিয়ে কমলার বিরুদ্ধে আক্রমণাত্মক বক্তব্য দেন, যেখানে ট্রাম্পের কিছু সমর্থকও বিদ্বেষপূর্ণ মন্তব্য করেন। ডেমোক্র্যাট দল এই বক্তব্যগুলোর মাধ্যমে জনমতকে প্রভাবিত করার চেষ্টা করছে।
রোববার নিউইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে ট্রাম্প সমাবেশে বলেন, 'আপনি আমাদের দেশকে ধ্বংস করেছেন। আমরা এটি আর বরদাস্ত করব না, কমলা।' ট্রাম্প আরও বলেন যে, নির্বাচিত হলে প্রথম দিন থেকেই অভিবাসী নির্বাসন কার্যক্রম চালু করবেন এবং দেশের দখলকৃত শহরগুলো পুনরুদ্ধার করবেন।
এসময় ট্রাম্প শিবিরের কিছু সদস্য কমলা এবং লাতিন জনগোষ্ঠীর বিরুদ্ধে আক্রমণাত্মক মন্তব্য করেন। কৌতুক অভিনেতা টনি হিঞ্চক্লিফ লাতিন জনগণের জন্মহার নিয়ে কটূক্তি করেন এবং পুয়ের্তো রিকোকে 'আবর্জনার দ্বীপ' আখ্যায়িত করেন। এই বক্তব্যটি ডেমোক্র্যাট ও রিপাবলিকান উভয় পক্ষের মাঝে বিতর্কের জন্ম দিয়েছে।