যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় মাইক্রোবাসে ডাকাতির ঘটনায় জড়িত চার ডাকাতকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। এসময় দেশীয় অস্ত্র, লুন্ঠিত মোবাইল ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১১ মার্চ) দিবাগত রাতে বিভিন্ন স্থানে এ অভিযান চালানো হয়। গ্রেপ্তারদের আদালতে হাজির করা হলে তিনজন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এর আগে ৯ মার্চ রাতে মহাসড়কের কোনাবাড়ি এলাকায় এ ডাকাতির ঘটনা ঘটে। গ্রেপ্তাররা হলো, সিরাজগঞ্জ শহরের মাহমুদপুর মহল্লার ৩নং গলির হামিদুল ইসলামের ছেলে তুষার হোসেন (৩০), রায়পুর উত্তরপাড়ার ১নং মিলগেট এলাকার আব্দুল লতিফ খানের ছেলে তুষার আহম্মেদ অন্তর খান (২৯), কামারখন্দ উপজেলার কোনাবাড়ি গ্রামের সোলায়মান মন্ডলের ছেলে রাশেদুল ইসলাম ওরফে কেতু (৩৫) ও একই এলাকার মানিক মন্ডলের ছেলে আব্দুর রহিম মন্ডল (৩৬)। সিরাজগঞ্জ...
সিরাজগঞ্জে মহাসড়কে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ৪
সিরাজগঞ্জ প্রতিনিধি

নেতাকে আগে ফুল দেওয়া নিয়ে দুগ্রুপের সংঘর্ষে বিএনপি কর্মী নিহত
অনলাইন ডেস্ক

রাজশাহীর তানোরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত গানিউল ইসলাম নামের এক কর্মী মারা গেছেন। বুধবার (১২ মার্চ) দুপুর ৩টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মুখপাত্র চিকিৎসক শংকর কে বিশ্বাস জানান, মস্তিষ্কের রক্তক্ষরণের কারণে তিনি মারা গেছেন। তার মাথায় আঘাত ছিল। স্থানীয়রা জানান, গত মঙ্গলবার তানোর উপজেলার পাঁচন্দর ইউনিয়ন বিএনপি কৃষ্ণপুর মহিলা কলেজ মাঠে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করে। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শরিফ উদ্দিন। ইফতারির আগ মুহূর্তে প্রধান অতিথিকে বরণ করতে সড়কের দুধারে পাঁচন্দর ইউনিয়ন বিএনপির সাবেক চেয়ারম্যান মমিনুল হক মমিন ও বর্তমান সভাপতি মজিবুর রহমানের সমর্থকরা অপেক্ষা করছিলেন। একপর্যায়ে কারা আগে ফুলেল শুভেচ্ছা দেবেন, এ নিয়ে...
যশোরে পানিতে ডুবে প্রাণ গেল ২ শিশুর
অনলাইন ডেস্ক

যশোরের অভয়নগরে পৃথক স্থানে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১২ মার্চ) দুপুর ৩টার দিকে উপজেলার বুইকারা গ্রামে এবং বেলা ১১টার দিকে উপজেলার প্রেমবাগ ইউনিয়নের মাগুরা গ্রামে ডুবে তারা মারা যায়। রুকসানা (১০) উপজেলার বুইকারা গ্রামের জাহাঙ্গীর হোসেনের মেয়ে এবং আরিয়ান হোসেন (দেড় বছর) মাগুরা জেলার মাগুরা সদর উপজেলার মিঠাপুকুর গ্রামের মেহেদী হাসানের ছেলে। রুকসানার বাবা জাহাঙ্গীর হোসেন বলেন, দুপুরে রুকসানা কয়েক বন্ধুর সঙ্গে বাড়ির পাশের পুকুরে গোসল করছিল। এক পর্যায়ে পুকুরের গভীর অংশে রুকসানা তলিয়ে গেলে সহপাঠীরা আমাদের খবর দেয়। দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রায় ৩০ মিনিট পর জরুরি বিভাগে আসেন এবং রুকসানাকে মৃত বলে ঘোষণা করেন। সঠিক সময় চিকিৎসক উপস্থিত হলে আমার মেয়ের মৃত্যু হত না। চিকিৎসকের কারণে আমার...
ময়মনসিংহে যুবলীগ নেতা গ্রেপ্তার
অনলাইন ডেস্ক

ময়মনসিংহে যুবলীগ নেতা অ্যাডভোকেট মো. ছলিম উল্লাহ রসুলকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার (১২ মার্চ) দুপুর ২টার দিকে শহরের কাচারিঘাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মো. ছলিম উল্লাহ রসুল ময়মনসিংহ মহানগর যুবলীগের সদস্য। তিনি ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও সিটি করপোরেশনের ৩২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এমদাদুল হক মণ্ডলের ছেলে। ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল হোসেন বলেন, মো. ছলিম উল্লাহ রসুল আলোচিত যুবলীগ নেতা। তার বিরুদ্ধে মাদক কারবারের অভিযোগ রয়েছে। তার সঙ্গে শীর্ষ মাদক কারবারিদের সখ্যতা রয়েছে বলেও অভিযোগ পাওয়া পাওয়া গেছে। দুপুরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ চলছে। যে কোনো একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হবে।...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর