আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের বিষয়ে নির্বাচন সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদারের মন্তব্য প্রত্যাখ্যান করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সংগঠনটি তার বক্তব্য প্রত্যাহারের দাবি জানিয়েছে। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা এক বার্তায় এই মন্তব্য জানান। বার্তায় বলা হয়, বদিউল আলম মজুমদার বলেছেন, আগামী নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণে কোনো বাধা নেই। এ বক্তব্যকে তারা স্পষ্টভাবে প্রত্যাখ্যান করে। এছাড়া, বার্তায় উল্লেখ করা হয় যে, আওয়ামী লীগ অতীতে একাধিক গণহত্যা, গুম, খুন, বিচারবহির্ভূত হত্যা ও মানবাধিকার লঙ্ঘনের সাথে জড়িত। সংগঠনটি দাবি করে, গত ১৬ বছর ধরে এই দল বিভিন্ন মানবাধিকার লঙ্ঘন কর্মকাণ্ডে জড়িত ছিল, এবং জুলাই মাসে গণহত্যায় প্রায় দুই হাজার মানুষ নিহত এবং ৩০ হাজারেরও বেশি মানুষ...
নির্বাচনে আ.লীগের অংশগ্রহণ নিয়ে বদিউল আলমের দেওয়া বক্তব্য প্রত্যাহারের দাবি
অনলাইন ডেস্ক
তিন তাবলিগকর্মীর মৃত্যুতে মামলা করবে জুবায়েরপন্থিরা
নিজস্ব প্রতিবেদক
সরকার নির্ধারিত তারিখে আগামী ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি বিশ্ব ইজতেমা করার ঘোষণা দিয়েছেন তাবলিগ জামাতের জুবায়েরপন্থিরা। সাদপন্থিরা ইজতেমা করতে চাইলে কঠোরভাবে প্রতিহত করা হবে বলেও হুঁশিয়ারি দেন তারা। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকালে গুলশানে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে জুবায়েরপন্থিদের মিডিয়া সমন্বয়ক হাবিবউল্লাহ রায়হান একথা জানান। সংবাদ সম্মেলনে তিনি বলেন, বুধবারের (১৮ ডিসেম্বর) সংঘর্ষে তাদের তিনজন সাথী মারা গেছেন। এ ঘটনায় হত্যা মামলা করা হবে। হাবিবউল্লাহ রায়হান বলেন, মাওলানা সাদের অনুসারীরা প্রশাসনের আদেশ অমান্য করেছে। সাদপন্থিরা যদি ইজতেমা মাঠ দখলের চেষ্টা করে, তাহলে সাধারণ মুসল্লিরা তাদের প্রতিহত করবে। এই বিভক্তি ইজতেমার সাধারণ মুসল্লিদের মধ্যে কোনো প্রভাব ফেলবে না। বুধবার সচিবালয়ে বৈঠক শেষে জুবায়েরপন্থি মাওলানা মামুনুল হক...
ব্যাংকের ১১০০ কোটি টাকা আত্মসাৎ: এস আলমের দুই ভাই ও ছেলেসহ ৫৮ জনের নামে মামলা
নিজস্ব প্রতিবেদক
জালিয়াতির মাধ্যমে ঋণ নিয়ে প্রায় ১১০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ইসলামী ব্যাংকের সাবেক এমডি এস আলমের দুই ভাই ও ছেলেসহ ৫৮ জনের নামে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুদকের সমন্বিত জেলা কার্যালয়-১ এ বাদি হয়ে মামলা করেন সংস্থাটির উপপরিচালক ইয়াছিন আরাফাত। এ কথা নিশ্চিত করেছেন দুদক মহাপরিচালক মো. আক্তার হোসেন। এদিকে ১৩৭ বাস কেনা প্রকল্পে দুর্নীতির অভিযোগে সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, আইএফআইসি ব্যাংকের সাবেক চেয়ারম্যান সালমান এফ রহমানের বিরুদ্ধে পাওয়া অভিযোগের পরিপ্রেক্ষিতে অনুসন্ধানের সিদ্ধান্ত হয়েছে। এছাড়া সাবেক স্বাস্থ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের বিরুদ্ধে ২৫ কোটি টাকার অবৈধ সম্পদ এবং ব্যাংক হিসাবে ৪৩ কোটি টাকা অস্বাভাবিক লেনদেনের অভিযোগে মামলা করেছে দুদক।...
নির্বাচনে আওয়ামী লীগের অংশ নিতে কোনো বাধা নেই : বদিউল আলম
নিজস্ব প্রতিবেদক
আগামী জাতীয় নির্বাচনকে উৎসবমুখর করতে সকল রাজনৈতিক দল অংশ নিতে পারবে। সেক্ষেত্রে আওয়ামী লীগের অংশগ্রহণেও কোনো বাধা দেখছেন না নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ও সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সাধারণ সম্পাদক বদিউল আলম মজুমদার। তিনি বলেন, নির্বাচনে অংশগ্রহণে আমরা কোনো দলকে বাধা দিচ্ছি না। নির্বাচনকে সুষ্ঠু ও উৎসবমুখর করতে রাজনৈতিক দলগুলোকে কোনো ধরনের বাধা দেওয়া হবে না। বৃহস্পতিবার দুপুরে রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ে নির্বাচনব্যবস্থার সংস্কার নিয়ে আলোচনা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। বদিউল আলম মজুমদার বলেন, অতীতে দলীয় সরকারের অধীনে নির্বাচন হওয়ায় নির্বাচন কমিশন নিরপেক্ষভাবে কাজ করতে পারেনি। এবারের নির্বাচনে নির্বাচনী কর্মকর্তারা সব ধরনের প্রভাবমুক্ত থাকবেন। তাই অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব হবে। নির্বাচন...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর