বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণতান্ত্রিক নীতি অনুযায়ী আওয়ামী লীগকে নিষিদ্ধ বা আসন্ন নির্বাচনে একেবারে নিষিদ্ধ করা হবে কি না, সে সিদ্ধান্ত নেবে দেশের জনগণ। তিনি বলেন, আমি আগেও বলেছি, জনগণ সিদ্ধান্ত নেবে। আমরা বারবার বলেছি, আমরা উদার গণতান্ত্রিক দল। আমরা গণতন্ত্রে বিশ্বাস করি, গণতন্ত্রের নীতি ও অনুশীলনে বিশ্বাস করি এবং সেগুলো মেনে চলি। অতীতেও আমরা তা-ই করেছি। বৃহস্পতিবার(১৩ ফেব্রুয়ারি) বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন। এর আগে ঢাকায় নিযুক্ত ভারপ্রাপ্ত ব্রিটিশ হাইকমিশনার জেমস গোল্ডম্যানের সঙ্গে বৈঠক বৈঠক করেন বিএনপি নেতারা। তিনি বলেন, তাদের দল বিশ্বাস করে কোন দলকে নিষিদ্ধ করা হবে, কে কাজ করতে পারবে বা কে পারবে না, তা ঠিক করার দায়িত্ব তাদের নয়। জনগণই সিদ্ধান্ত নেবে। জনগণই...
আওয়ামী লীগ নিষিদ্ধ প্রশ্নে যা বললেন মির্জা ফখরুল
অনলাইন ডেস্ক
![আওয়ামী লীগ নিষিদ্ধ প্রশ্নে যা বললেন মির্জা ফখরুল](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/13/1739457144-df639528f3be79dc46a9cc1c563acf44.jpg?w=1920&q=100)
রিজভীর মন্তব্যের কড়া জবাব দিল জামায়াত
নিজস্ব প্রতিবেদক
![রিজভীর মন্তব্যের কড়া জবাব দিল জামায়াত](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/13/1739456874-ef7eb1e32819594c56f154371b1923d7.jpg?w=1920&q=100)
জামায়াতে ইসলামী মোনাফেক বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর এমন মন্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ এ ব্যাপারে আজ বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বিবৃতি দিয়েছেন। বিবৃতিতে তিনি বলেন, ১২ ফেব্রুয়ারি রাজশাহীর বাগমারা উপজেলার এক স্মরণ সভায় বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আমরা জামায়াতকে সমর্থন করিনি। বিএনপির উদারতার কারণে তারা বাংলাদেশে প্রথম রাজনীতি করার সুযোগ পায়। কিন্তু সব সময় এই দলটি মুনাফেকি করেছে। মুনাফেকি ছাড়া তারা কিছু করেনি। মর্মে যেসব মন্তব্য করেছেন, তা আপত্তিকর, ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। আমরা তার এই বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। বিবৃতিতে তিনি আরও বলেন, জনাব...
বইমেলা পরিদর্শনে জামায়াত আমির
অনলাইন ডেস্ক
![বইমেলা পরিদর্শনে জামায়াত আমির](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/13/1739454115-3a723432b297d03199eda48ebc4187b8.jpg?w=1920&q=100)
অমর একুশে বইমেলা পরিদর্শন করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে তিনি দলের কেন্দ্রীয় ও ঢাকা মহানগর কমিটির নেতাদের সঙ্গে বইমেলায় যান। সেখানে বিভিন্ন স্টল ঘুরে দেখার পাশাপাশি সাংবাদিকদের সঙ্গেও কথা বলেন। জামায়াতের পক্ষ থেকে আগেই জানানো হয়েছিল যে, দলীয় নেতাদের নিয়ে বইমেলায় যাবেন ডা. শফিকুর রহমান। news24bd.tv/DHL
ফেব্রুয়ারি আমাদের ভাষা-সংস্কৃতি ও ঐতিহ্যের স্মৃতি জাগিয়ে তোলে: জামায়াত আমির
নিজস্ব প্রতিবেদক
![ফেব্রুয়ারি আমাদের ভাষা-সংস্কৃতি ও ঐতিহ্যের স্মৃতি জাগিয়ে তোলে: জামায়াত আমির](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/13/1739453177-ff06ed8cb595dfb144d00657a5bcce21.jpg?w=1920&q=100)
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ফেব্রুয়ারির এই মাস আমাদের ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্যের স্মৃতি জাগিয়ে তোলে। জাতি যত বেশি তার ইতিহাস ও ঐতিহ্য ধারণ করবে, তত বেশি এগিয়ে যাবে। তিনি বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বইমেলা পরিদর্শনে গিয়ে এ কথা বলেন। জামায়াত আমির বলেন, বায়ান্নোর ভাষা আন্দোলন ও একাত্তরের মুক্তিযুদ্ধের ধারাবাহিকতায়ই চব্বিশের গণঅভ্যুত্থান হয়েছে। এর মাধ্যমে আমরা ফ্যাসিবাদ থেকে মুক্তি পেয়েছি। এ সময় বইমেলার পরিবেশ সুষ্ঠু ও স্বাভাবিক রাখতে সবার প্রতি আহ্বান জানান তিনি। ডা. শফিকুর বলেন, উৎসবমুখর পরিবেশে বইমেলা হচ্ছে। শিশুরাও খুব আনন্দের সাথে বইমেলা উপভোগ করছে। এর আগে, জামায়াতে ইসলামীর আইসিএস পাবলিকেশনে যান তিনি। এছাড়া মেলার কয়েকটি স্টলও ঘুরে দেখেন তিনি।...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর