সিলেটের কোর্ট পয়েন্টে ছাত্র-জনতার আন্দোলনের সময় পুলিশের গুলিতে নিহত সাংবাদিক এটিএম তুরাব হত্যা মামলায় অভিযুক্ত পুলিশ কনস্টেবল উজ্জ্বল সিংহকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১৭ নভেম্বর) রাতে ঢাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
পরদিন সোমবার (১৮ নভেম্বর) সিলেটের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক আব্দুল মোমেন শুনানি শেষে উজ্জ্বল সিংহের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এসব তথ্য নিশ্চিত করেছেন পিবিআই-এর তদন্ত কর্মকর্তা মোহাম্মদ মুরসালিন। তিনি বলেন, ‘আমরা দায়িত্ব পাওয়ার পরপরই কাজ শুরু করেছি। একজনকে আটক করতে সক্ষম হয়েছি। এ ঘটনার সঙ্গে জড়িত প্রত্যেককেই খুঁজে বের করে আইনের আওতায় নিয়ে আসার জোর প্রচেষ্টা চালাচ্ছে পিবিআই।’
ছাত্র-জনতার আন্দোলনের সময় গত ১৯ জুলাই শুক্রবার বাদ জুমা নগরের বন্দরবাজার কালেক্টরেট মসজিদের সামনে থেকে মিছিল বের করে বিএনপি ও অঙ্গসংগঠনগুলো। সেখানে দায়িত্ব পালন করছিলেন নয়া দিগন্তের সাংবাদিক এটিএম তুরাব। এসময় পুলিশের গুলিতে তিনি গুরুতর আহত হন। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় ওইদিন সন্ধ্যায় তিনি মারা যান। তার শরীরে ৯৬টি ছররা গুলি লেগেছিল।