ঢাকা-বরিশাল মহাসড়কে চলন্ত বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গ্রিন লাইন পরিবহনের ওই বাসটিতে ২০ জন যাত্রী থাকলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। বৃহস্পতিবার (৬ মার্চ) সকাল ১০টা ৪৫ মিনিটে ঢাকা-বরিশাল মহাসড়কে দক্ষিণ বামরাইল বাসস্ট্যান্ডের পাশে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন গৌরনদী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশন কর্মকর্তা বিপুল হোসেন। এ কর্মকর্তা জানান, ঢাকা থেকে ২৩ জন যাত্রী নিয়ে বরিশালের উদ্দেশে ছেড়ে আসে বাসটি। পথে তিন যাত্রী নেমে যান। ঢাকা-বরিশাল মহাসড়কে দক্ষিণ বামরাইল এলাকায় পৌঁছালে বাসটিতে আগুন দেখা যায়। ওই সময় বাসে চালক, সহকারী ও সুপারভাইজারসহ ২০ জন আরোহী ছিলেন। আগুন ছড়িয়ে পড়ার আগেই তারা গাড়ি থেকে নেমে পড়েন। তাৎক্ষণিকভাবে আগুনের কারণ এখন পর্যন্ত জানা যায়নি। তবে এতে কোনো হতাহতের ঘটনা...
বরিশালে চলন্ত বাসে আগুন
অনলাইন ডেস্ক

নিভেছে আগুন, ততক্ষণে সব শেষ
অনলাইন ডেস্ক

পটুয়াখালী শহরের জুবিলী স্কুল সড়কে মনসা মন্দির সংলগ্ন এলাকায় ভয়াবহ আগুনে পাঁচটি ঘর ও দুটি ব্যবসা প্রতিষ্ঠান সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। আজ বৃহস্পতিবার (৬ মার্চ) ভোর পৌনে ৫টার দিকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে রয়েছেন জয়ন্তু রায় (৩০), নির্মল কর্মকার (৬০), রিপন কর্মকার (৪৬), ধিমান কর্মকার (৫১), বাবুল চন্দ্র শীল (৫০), বিকাশ চন্দ্র দাস (৪৫)। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তাদের সঙ্গে সহায়তা করেন সদর থানা পুলিশ, আনসার ভিডিপি, রেড ক্রিসেন্ট, ফায়ার সার্ভিসের কমিটি ভলান্টিয়ার, জেলা ছাত্রদলের নেতাকর্মী ও স্থানীয় স্বেচ্ছাসেবকরা। স্থানীয় বাসিন্দা সুজন কুমার দাস বলেন, এমন ভয়াবহ অগ্নিকাণ্ড আগে দেখিনি। মুহূর্তের মধ্যেই আগুন সবকিছু পুড়িয়ে দেয়।...
থানায় ফিল্মি কায়দায় মাফিয়া গ্যাং স্টাইলে ছবি তুলে যুবক ভাইরাল
নরসিংদী প্রতিনিধি

নরসিংদীর রায়পুরা থানার মূল ফটকের সামনে ফিল্মি কায়দায় মাফিয়া গ্যাং স্টাইলের কিছু যুবকের বেপরোয়া আচরণের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ছবিগুলোতে দেখা যায়- কয়েকজন যুবক রাতে একটি মাইক্রোবাসের সামনে ও ছাঁদে উঠে বিভিন্ন অঙ্গভঙ্গি দিয়ে ছবি তুলছেন। তাদের মধ্যে কেউ কেউ মাইক্রোবাসের দরজা খুলে, কেউবা ছাঁদে দাঁড়িয়ে, আবার কেউ গুণ্ডা-বখাটে ধাঁচের ভঙ্গিতে পোজ দিচ্ছেন। এমন সব ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। অনেকে বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। মন্তব্য করেছেন- রায়পুরা থানা কি কিশোর গ্যাংয়ের দখলে? আবার কেউ কেউ এটিকে চরম বেপরোয়া মনোভাবের প্রতিফলন বলেও উল্লেখ করেছেন। জানা গেছে, রমজানের প্রথম দিন গত রবিবার (২ মার্চ) সন্ধ্যায় রায়পুরা উপজেলার মরজাল ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো. আরমান...
৫৬ বাংলাদেশি জেলেকে তুলে নিয়ে গেছে ‘আরাকান আর্মি’
অনলাইন ডেস্ক

বঙ্গোপসাগরে মাছ শিকারের সময় কক্সবাজারের টেকনাফের ছয়টি মাছ ধরার ট্রলারসহ ৫৬ জেলেকে অস্ত্রের মুখে ধরে নিয়ে গেছে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। গতকাল বুধবার দুপুরে এসব জেলেকে ধরে নিয়ে যাওয়া হয়। বুধবার রাত ১২টা পর্যন্ত তাদের ছেড়ে দেয়নি বলে জানা গেছে। জেলে ও ট্রলার মালিক সমিতি বলেছে, যে ছয়টি ট্রলার নিয়ে গেছে তার মধ্যে মোহাম্মদ শফিকের দুটি, বশির আহমদ, মোহাম্মদ আমিন, নুরুল আমিন ও আবদুর রহিমের একটি ট্রলার রয়েছে। এসব ট্রলারে ৫৬ জেলে রয়েছেন। আরাকান আর্মি তাদের ধরে নিয়ে গেছে। আরও পড়ুন হামলাকারীদের উদ্দেশ্যে করা সারজিসের পোস্ট ভাইরাল ০৬ মার্চ, ২০২৫ সাবরাং ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য আবদুল মান্নান বলেন, সেন্টমার্টিনের দক্ষিণে ১০ থেকে ১৫ কিলোমিটার দূরে বঙ্গোপসাগর থেকে শাহপরীর দ্বীপ দক্ষিণ পাড়া ও মিস্ত্রি পাড়ার...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর