ভারতের উত্তরপ্রদেশের ৩৪ বছরের অতুল সুভাষ আত্মহত্যা করেছেন। ২৪ পৃষ্ঠার সুইসাইড নোটে অতুল দাবি করেছেন- স্ত্রী ও তার পরিবারের হাতে হেনস্তার শিকার হয়ে এমন পদক্ষেপ নিয়েছেন তিনি। অতুল সুভাষের বিষয়টি নিয়ে চর্চা চলছে নেট দুনিয়ায়। এ বিষয় নিয়ে কথা বলেছেন বিজেপির সংসদ সদস্য ও অভিনেত্রী কঙ্গনা রাণৌত। ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইর সঙ্গে কথা বলতে গিয়ে বিতর্কের জন্ম দিয়েছেন এই অভিনেত্রী। আরও পড়ুন পুষ্পা টু নিয়ে জিতের পোস্ট, জবাব দিলেন আল্লু অর্জুন ১০ ডিসেম্বর, ২০২৪ কঙ্গনা রাণৌত বলেন, পুরো দেশই হতবাক। তার ভিডিওটি হৃদয়বিদারক। মিথ্যা নারীবাদ নিন্দনীয়। কোটি কোটি রুপি চাঁদাবাজি করা হয়। ৯৯ শতাংশ বিয়ে ভাঙার জন্য দায়ী পুরুষ। এজন্য এই ধরনের ঘটনা ঘটে। আইনের অপব্যবহার করে মিথ্যা নারীবাদকে হাতিয়ার করে যে সব নারী তার স্বামীর কাছ থেকে অর্থ হাতানোর...
বিবাহবিচ্ছেদের জন্য ৯৯ শতাংশ পুরুষ দায়ী: কঙ্গনা
অনলাইন ডেস্ক
দীর্ঘদিনের প্রেমিকের সঙ্গে গাঁটছড়া বাঁধলেন অনুরাগ কাশ্যপের কন্যা
নিজস্ব প্রতিবেদক
দীর্ঘদিনের প্রেমের পর অবশেষে গাঁটছড়া বাঁধলেন অনুরাগ কাশ্যপের কন্যা আলিয়া কাশ্যপ। বুধবার (১১ ডিসেম্বর) প্রেমিক শেন গ্রেগোয়ারের সঙ্গে নতুন জীবনে পা রাখলেন তিনি। গত বছর বালিতে আলিয়াকে প্রেম প্রস্তাব দিয়েছিলেন শেন। মেহেন্দি থেকে গায়ে হলুদ নানা মুহূর্তের পর বিয়ের দিনের একে অন্যকে আলিঙ্গন করা মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। এদিন অনুরাগকে কাশ্যপকেও দেখা গেল একেবারে অন্য মুডে। বরযাত্রীকে নাচের তালে আহ্বান জানালেন পরিচালক। ভিডিওতে, আলিয়া কাশ্যপকে ফুলের চাদোয়ার নীচে কনেবেশে বিয়ের মণ্ডপে প্রবেশ করতে দেখা যায়। একদিকে, হালকা গোলাপি লেহেঙ্গা পরিহিতা আলিয়া। অন্যদিকে, সোনালি রঙের শেরওয়ানি পরে শেন গ্রেগোয়ার। পাত্র বিয়ের মণ্ডপে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই তাঁর শ্বশুরবাড়ির লোকজন অর্থাৎ অনুরাগ কাশ্যপ এবং তাঁর স্ত্রী আরতি বাজাজ তাঁকে স্বাগত জানান...
নববধূ সাজে বিতর্কের মুখে বুবলী বললেন, 'আমরা সাকসেস'
নিজস্ব প্রতিবেদক
চিত্রনায়িকা শবনম বুবলীর বিয়ের সাজের কিছু ছবি ভেসে বেড়াচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যমে। ইতোমধ্যে ছবিগুলো দেখে শোরগোল পড়ে গেছে নেটিজেনদের মাঝে। আর সেসব ছবি ঘিরে রটে গেছে নতুন করে বিয়ের পিঁড়িতে বসেছেন বুবলী! কেউ আবার জানতে চেয়েছেন, অভিনেত্রীর সঙ্গে বরের সাজে থাকা অল্প বয়সী ছেলেটির নামও। এবার সেই বিয়ে বিতর্কে মুখ খুললেন বুবলী। সম্প্রতি এক ওয়েডিং ফটোশুটে অংশ নেন তিনি। সেখানেই তোলা কিছু ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। বউ সাজেন বুবলী। সঙ্গে ছিলেন তরুণ মডেল ওয়াসিফ খান। কিন্তু মডেলের সঙ্গে বুবলীর বয়সের পার্থক্যটা স্পষ্ট। যে কারণে তাদের ফটোশুট নিয়ে কৌতূহল সৃষ্টি হয়েছে ভক্তদের মাঝে। অনেকেই আবার নায়িকার সঙ্গে তরুণের যুগলবন্দীকে অসম জুটি হিসেবেও দেখছেন। এ বিষয়ে গণমাধ্যমে বুবলী বলেন, সবসময় কিছু ভিন্নতা না আনলে সেটা নিয়ে আলোচনা হয় না। আমরা ফটোশুটের...
শাকিব খানের সঙ্গে নিয়মিত দেখা, কী বলছেন পূজা চেরি?
নিজস্ব প্রতিবেদক
ঢালিউডের এই প্রজন্মের নায়িকা পূজা চেরি। উঠতি এই নায়িকা শাকিব খানের সঙ্গে গলুই সিনেমায় দারুণ অভিনয় করে হয়েছেন প্রশংসিত। সেই সঙ্গে নানান সময়ে নানান কারণে হয়েছেন আলোচিত-সমালোচিতও। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি কার্ড ভাইরাল হয়। সেখানে বাংলাদেশের একটি রাজনৈতিক সংগঠনের আইন ও মানবাধিকারবিষয়ক সম্পাদকের জায়গায় পূজা চেরির নাম রয়েছে। এ প্রসঙ্গে গণমাধ্যমে পূজা বলেন, আমিও দেখেছি। মানুষ এমন অবান্তর পোস্ট করে কেমন করে, আমার বোধগম্য নয়। সাধারণত কোনো গুজব নিয়ে আমি মাথা ঘামাই না। তারকাদের নিয়ে রিউমার ছড়াবে, এটাই স্বাভাবিক। কিন্তু এই গুজব নিয়ে কথা বলা জরুরি মনে করেছি। তাই কথা বলেছি। কেননা এখানে এখন ধর্মের বিষয় চলে আসছে, এসব করে সব ধর্মকে অপমান করা হচ্ছে। এমন কোনো রিউমার করা আসলে উচিত নয়, যে রিউমার জাতি, বর্ণ, ধর্ম সবকিছুর ওপর প্রভাব পড়ে। আমি আবারও বলে...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর