মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক হিসেবে আওয়ামী স্বৈরাচারী দোসর পটুয়াখালী সরকারি কলেজের সাবেক অধ্যাপক এহতেশাম উল হককে নিয়োগ দেওয়ার প্রতিবাদ করেছে জুলাই-আগস্ট গণবিপ্লব কমান্ড কাউন্সিল। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে তারা এ প্রতিবাদ জানায়। ওই বিবৃতিতে বলা হয়েছে, বিভিন্ন পত্র-পত্রিকায় প্রকাশিত খবরে জানা যায়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে (মাউশি) আওয়ামী স্বৈরাচারী দোসর পটুয়াখালী সরকারী কলেজের সাবেক অধ্যাপক এহতেশাম উল হককে মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এহেতেসাম উল হক ছিলেন বরিশালের সাবেক মেয়র স্বৈরাচারী হাসিনার ভাতিজা সাদিক আব্দুল্লাহর খায়ের খা। সাদিক আব্দুল্লাহ-এতেশাম জুটি ক্ষমতার অপব্যবহার করে অনিয়ম, লুটপাট, দুর্নীতি, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে দুর্ব্যবহারসহ হেন কোন অপকর্ম নেই যা তারা করেননি।...
‘আওয়ামী দোসর’ হওয়ায় মাউশি ও নায়েম মহাপরিচালকের নিয়োগ বাতিলের দাবি
নিজস্ব প্রতিবেদক
![‘আওয়ামী দোসর’ হওয়ায় মাউশি ও নায়েম মহাপরিচালকের নিয়োগ বাতিলের দাবি](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/04/1738682315-d792b8b490aef953d009f0fbd3211c80.jpg?w=1920&q=100)
১৫ বছরের জঞ্জাল পরিষ্কার করেই হতে হবে নির্বাচন: গোলাম পরওয়ার
নিজস্ব প্রতিবেদক
![১৫ বছরের জঞ্জাল পরিষ্কার করেই হতে হবে নির্বাচন: গোলাম পরওয়ার](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/04/1738681184-e75c915217a9b316e8fc7f6256d5c39d.jpg?w=1920&q=100)
বিগত বছরের মতো জালিয়াতির নির্বাচন জনগণ আর দেখতে চায় না, মন্তব্য করে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার যে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে সে নির্বাচন হতে হবে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য। পুলিশ ও সিভিল প্রশাসনসহ সংশ্লিষ্ট সকল রাষ্ট্রীয় অর্গানগুলোর সংস্কার ও বিগত ১৫ বছরের জঞ্জাল পরিষ্কার করে আগামী নির্বাচন হতে হবে বলে দাবি করেন জামায়াত সেক্রেটারি। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে খুলনা মহানগরীর হরিণটানা থানাধীন আরাফাত নগর ইউনিট জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।যারা বিগত দেড় দশকে লুটপাট, খুন, দুর্নীতি, অনিয়ম করেছে তাদেরকে ট্রাইব্যুনালে বিচার করতে হবে। মিয়া গোলাম পরওয়ার বলেন, আগামী নির্বাচন হতে হবে ৫ আগস্টের চেতনায় উদ্বুদ্ধ হয়ে একটি জাতীয় ঐক্যের...
আ. লীগের শত বাধা সত্ত্বেও জামায়াত লক্ষ্যে এগিয়ে গেছে: মোহাম্মদ সেলিম
নিজস্ব প্রতিবেদক
![আ. লীগের শত বাধা সত্ত্বেও জামায়াত লক্ষ্যে এগিয়ে গেছে: মোহাম্মদ সেলিম](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/04/1738667654-eea0440b264d22ee8960184fa08c7088.jpg?w=1920&q=100)
স্বাধীনতা পরবর্তী সময়ে জামায়াতকে নিয়ে নানাবিধ ষড়যন্ত্র ও চক্রান্ত করা হলেও সেসব কখনোই সফল হয়নি বরং সকল বাধা-প্রতিবন্ধকতা মোকাবেলা করেই জনগণের সমর্থন নিয়ে আমরা লক্ষ্যের দিকে আপোষহীনভাবে এগিয়ে চলছি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন। গতকাল সোমবার (৩ ফেব্রুয়ারি) রাতে স্থানীয় একটি মিলনায়তনে বিমানবন্দর থানা জামায়াতের বার্ষিক রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। থানা আমীর অধ্যক্ষ মাওলানা এনামুল হক শিপনের সভাপতিত্বে ও সেক্রেটারি সুজারুল হক সুজনের সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য মোহাম্মদ জামাল উদ্দিন ও শ্রমিক কল্যাণ ফেডারেশন ঢাকা মহানগরী উত্তরের সভাপতি মাওলানা মহিব্বুল্লাহ। আরও উপস্থিত ছিলেন...
সংস্কারের কথা বলে ধোঁয়াশা তৈরি করবেন না: রিজভী
নিজস্ব প্রতিবেদক
![সংস্কারের কথা বলে ধোঁয়াশা তৈরি করবেন না: রিজভী](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/04/1738663585-55ca0227ec7bbf41bf9632b62a8b00b4.jpg?w=1920&q=100)
সংস্কারের কথা বলে ধোঁয়াশা তৈরি না করার আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। তিনি বলেছেন, অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নির্বাচনের পরিবেশ তৈরি করে দ্রুত সুষ্ঠু ভোট দেয়া। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে মানিকগঞ্জ জেলা বিএনপির নবগঠিত আহবায়ক কমিটির নেতাদের সাথে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। রুহুল কবির রিজভী বলেন, দ্রুততম সময়ে নির্বাচন দিতে হবে, না হলে জনমনে আতঙ্ক তৈরি হবে। গণতন্ত্রের যাত্রা পথ যেন বাঁধার মুখে না পড়ে সেদিকেও খেয়াল রাখা উচিত। বিএনপির এ নেতা জানান, গ্যাসের দাম বৃদ্ধির সিদ্ধান্ত গণবিরোধী। মানুষ কষ্ট পাচ্ছে। গ্যাস, পণ্যের দর বাড়তে থাকলে মানুষের নাভিশ্বাস উঠে যাবে। আওয়ামী লীগ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে বিএনপির এই নেতা বলেন, আওয়ামী লীগ...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর