রাজধানীর বিভিন্ন এলাকায় ঝটিকা মিছিলের মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টি ও রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে রাজধানীর বিভিন্ন স্থান থেকে একাধিক অভিযানে ৮ জনকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার (২৫ এপ্রিল) বিকেল থেকে শুরু করে শনিবার (২৬ এপ্রিল) রাত পর্যন্ত এসব অভিযান পরিচালিত হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- ১. কামরাঙ্গীরচর থানার ৫৭নং ওয়ার্ড যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শামীম আহমেদ শহিদ (৪১), ২. বংশাল থানা ৩৩নং ওয়ার্ড যুবলীগ সভাপতি মো. জিয়া মিয়া (৪৫), ৩. ২৮নং ওয়ার্ড শেরে বাংলা নগর থানা আওয়ামী লীগের সহসভাপতি মো. আব্দুর রব পাটোয়ারী (৫০), ৪. ২৮নং ওয়ার্ড যুবলীগ, শেরে বাংলা নগর থানার সহসভাপতি মো. কবির হোসেন ওরফে পানি কবির (৩৫), ৫. ৪৮নং ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি ও আওয়ামী লীগের ৪৮নং ওয়ার্ড সাধারণ সম্পাদক প্রার্থী এম কে আজিম, ৬. মহানগর উত্তর তুরাগ থানা...
কেন্দ্রীয় কৃষক লীগ নেতাসহ গ্রেপ্তার ৮
প্রেস বিজ্ঞপ্তি

অটোরিকশার ওয়ার্কশপ ও চার্জিং স্টেশন বন্ধে শিগগিরই অভিযান
নিজস্ব প্রতিবেদক

ঢাকা শহরের ভেতরে অটোরিকশা তৈরির ওয়ার্কশপ ও চার্জিং স্টেশন বন্ধে শিগগিরই অভিযান শুরু হবে বলে জানিয়েছেন ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ। শনিবার (২৬ এপ্রিল) দুপুরে রাজধানীর মিরপুরের পল্লবীতে রাস্তা, ফুটপাত নির্মাণ কাজের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, ডিএমপি ইতোমধ্যে অটোরিকশা তৈরির ওয়ার্কশপ ও চার্জিং স্টেশনের তালিকা করেছে। শিগগিরই রাতে অভিযান করে এগুলো বন্ধ করে দেব। এদিন ডিএনসিসির ৬, ৭ ও ৮ নম্বর ওয়ার্ডের আওতাধীন এলাকায় সাতটি প্যাকেজে মোট ২০ কিলোমিটার রাস্তা, ৩৪ কিলোমিটার নর্দমা ও ১৫ কিলোমিটার ফুটপাত নির্মাণ কাজের উদ্বোধন করেন ডিএনসিসি প্রশাসক। উদ্বোধন অনুষ্ঠানে ডিএনসিসি প্রশাসক বলেন, বিভিন্ন এলাকার বাড়ির মালিক সমিতিকে অনুরোধ করবো আপনারা আপনাদের এলাকায় অবৈধ অটোরিকশা ঢুকতে দেবেন না। আপনাদের আবাসিক এলাকাগুলো যে পরিকল্পনা করে করা...
পোস্তগোলা থেকে আ. লীগের কেন্দ্রীয় নেতা হাবিবুর গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগের কৃষিবিষয়ক কেন্দ্রীয় উপকমিটির সদস্য শেখ হাবিবুর রহমানকে রাজধানীর পোস্তগোলা থেকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার (২৬ এপ্রিল) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আওয়ামী লীগের কৃষি বিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য শেখ হাবিবুর রহমানকে রাজধানীর পোস্তগোলা থেকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি) news24bd.tv/আইএএম
কেরাণীগঞ্জে বস্তাবন্দি নারীর খণ্ডিত মরদেহ, খোঁজ নেই মাথার
অনলাইন ডেস্ক

ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জে মর্মান্তিক এক হত্যাকাণ্ডের চিত্র সামনে এসেছে। শুক্রবার (২৫ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে মাকসুদা গার্ডেন সিটি মার্কেটের সামনে থেকে উদ্ধার করা হয়েছে এক অজ্ঞাত নারীর (বয়স আনুমানিক ৩০) খণ্ডিত মরদেহ। মরদেহটি বস্তাবন্দি অবস্থায় ছিল, তবে মাথা ও শরীরের অন্যান্য অংশ পাওয়া যায়নি। ঘটনাস্থলে প্রথম উপস্থিত গার্মেন্টস ব্যবসায়ী রাকিব হোসেন জানান, রাস্তার পাশে পড়ে থাকা বস্তা থেকে পচা দুর্গন্ধ পেয়ে খুলে দেখলে একটি মানুষের শরীরের অংশ দেখতে পান। সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেওয়া হয়। দক্ষিণ কেরাণীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম সংবাদমাধ্যমকে জানান, মরদেহটি নৃশংসভাবে খণ্ডিত। প্রাথমিকভাবে আমাদের ধারণা, নারীটিকে ধর্ষণের পর হত্যা করে মরদেহ গুমের উদ্দেশ্যে খণ্ডিত করে বিভিন্ন স্থানে ফেলা হয়েছে। তিনি আরও জানান, মরদেহের...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর