জুলাই ঘোষণাপত্র সরকারের জন্যই রেখে দিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ। আগামীকাল পূর্বঘোষিত কর্মসূচি অনুষ্ঠিত হলেও জুলাই ঘোষণাপত্র প্রকাশ হবে না বলে জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ। মঙ্গলবার রাত সাড়ে ১২টায় এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, আগামীকাল আমাদের কর্মসূচি যথাসময়েই অনুষ্ঠিত হবে। তবে জুলাই ঘোষণাপত্র আগামীকাল ঘোষণা করা হবে না। জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র তৈরির যে উদ্যোগ বর্তমান অন্তর্বর্তী সরকার নিয়েছে সেটির পক্ষে অবস্থান নিয়ে ঘোষণাপত্রটি কেমন হবে তা জানানো হবে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ বলেন, আগের ঘোষিত সময়েই কর্মসূচি অনুষ্ঠিত হবে। তবে কর্মসূচি স্থগিত করার কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি। কর্মসূচি সময়মতো এবং পরিকল্পনা অনুযায়ী হবে, এ ব্যাপারে আমরা দৃঢ় প্রতিজ্ঞ।...
‘জুলাই ঘোষণাপত্র’ সরকারের জন্য রেখে দিলো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
নিজস্ব প্রতিবেদক
যথাসময়েই হবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জানিয়েছে, মঙ্গলবার পূর্বঘোষিত কর্মসূচি যথাসময়েই অনু্ষ্ঠিত হবে। সোমবার (৩০ ডিসেম্বর) রাত ১২টায় এক সংবাদ সম্মেলনে এসব জানান আন্দোলনের একাধিক নেতৃবৃন্দ। তারা বলেন, আগের ঘোষিত সময়েই কর্মসূচি অনুষ্ঠিত হবে। তবে কর্মসূচি স্থগিত করার কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি। কর্মসূচি সময়মতো এবং পরিকল্পনা অনুযায়ী হবে, এ ব্যাপারে আমরা দৃঢ় প্রতিজ্ঞ। এর আগে সামাজিক মাধ্যমে কর্মসূচি স্থগিত হওয়ার একটি প্রেস বিজ্ঞপ্তি ছড়িয়ে পড়ে। তবে এটিকে ভুয়া বলে ফেসবুক পেজে নিশ্চিত করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এখন পর্যন্ত কর্মসূচি স্থগিত হওয়ার কোনো ঘোষণা আসেনি বলেও জানিয়েছেন আন্দোলনের নেতৃবৃন্দ। এদিকে, গত ২৯ ডিসেম্বর সংবাদ সম্মেলন করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জানায়, তারা ৩১ ডিসেম্বর ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র...
স্বৈরাচার পতনের ৪ মাস হলেও দেশ-বিদেশি ষড়যন্ত্র থেমে নেই : ডা. রফিক
নিজস্ব প্রতিবেদক
বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম বলেছেন, যে বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠার উদ্দেশে নতুন বাংলাদেশের স্বপ্ন আমরা দেখেছিলাম তা কী আজ বাস্তবায়িত হয়েছে? স্বৈরাচার ফ্যাসিস্ট পতনের আজ প্রায় ৪ মাস হয়ে যাচ্ছে অথচ দেশ নিয়ে দেশি বিদেশি ষড়যন্ত্র থেমে নেই। সোমবার সন্ধ্যায় জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান, নিটোর এর আর. জে গাস্ট মিলনায়তনে বৈষম্যহীন প্রথম বিজয় উৎযাপন ও ক্রীড়া সপ্তাহ, ২০২৪-এর সমাপনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ডা. রফিক বলেন, এখনও আমরা দেখতে পাই মন্ত্রণালয় ও অধিদপ্তরে একটি বিশেষ গোষ্ঠীকে খুশি করার জন্য নানান ধরনের আদেশ জারি হচ্ছে। অথচ ভোল পাল্টানো এই গোষ্ঠীর অতি নিকট অতীত পর্যালোচনা করলে দেখা যায় ছাত্র রাজনীতি ও পেশাজীবী রাজনীতিতে তারা ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোষর ছিলো। তারা সেসময়ে পূর্ণ সুযোগ সুবিধা নিয়েছে...
৪৩ বিসিএসের নতুন প্রজ্ঞাপনে বাদ পড়লেন আরও ১৬৮ জন
অনলাইন ডেস্ক
জনপ্রশাসন মন্ত্রণালয় ৪৩তম বিসিএসে নিয়োগের জন্য গত ১৫ অক্টোবরের প্রজ্ঞাপন বাতিল করে নতুন প্রজ্ঞাপন জারি করেছে। সোমবার (৩০ ডিসেম্বর) জারিকৃত এই প্রজ্ঞাপনে দেখা গেছে, পূর্বের তালিকায় অন্তর্ভুক্ত হওয়া ২ হাজার ৬৪ জনের মধ্যে আরও ১৬৮ জন প্রার্থী বাদ পড়েছেন। জনপ্রশাসন মন্ত্রণালয়ের নতুন প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সুপারিশপ্রাপ্ত ১ হাজার ৮৯৬ জন প্রার্থীকে বাংলাদেশ সিভিল সার্ভিসের বিভিন্ন ক্যাডারে প্রবেশ পদে নিয়োগ দেওয়া হয়েছে। এসব প্রার্থীকে আগামী ১৫ জানুয়ারির মধ্যে যোগদান করতে হবে। প্রথমে ১৫ অক্টোবর প্রকাশিত প্রজ্ঞাপনে ৪৩তম বিসিএসের ২ হাজার ৬৪ জন প্রার্থীকে নিয়োগ দেওয়া হয়েছিল। তবে নতুন প্রজ্ঞাপনে ১৬৮ জন প্রার্থী বাদ পড়েছেন। বাদ পড়া প্রার্থীদের মধ্যে প্রশাসন ক্যাডারে ২৬ জন, পররাষ্ট্র ক্যাডারে ৩ জন এবং পুলিশ ক্যাডারে ৮ জন...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর