বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মুনসুর বলেছেন, ব্যাংক খাতে অর্জনের পাশাপাশি ব্যর্থতাও রয়েছে এবং এই ব্যর্থতার দায় কোনো একক গোষ্ঠীর নয়, বরং সবার। আজ রোববার (২৯ ডিসেম্বর) বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের (বিআইবিএম) গোল্ডেন জুবিলি উপলক্ষে আয়োজিত এক সভায় তিনি এ কথা বলেন। গভর্নর ড. মুনসুর বলেন, প্রথম দিকে মনে হয়েছিল কিছু ব্যাংক দেউলিয়া হয়ে পড়তে পারে। কিন্তু সেগুলো এখন ঘুরে দাঁড়িয়েছে। ব্যাংকিং খাতের ধস নিয়ে যে শঙ্কা ছিল, তা কাটিয়ে ওঠা সম্ভব হয়েছে। এখন আর কোনো ব্যাংক পতনের শঙ্কা নেই। তিনি আরও বলেন, অর্থনীতির অগ্রগতির জন্য ব্যাংক খাতকে পুনর্গঠন করতে হবে। আমাদের অর্থনীতিতে বৈশ্বিক বাণিজ্যের ঘাটতি ও রিজার্ভের পতনের মতো বড় সংকট ছিল। তবে এই সংকট থেকে আমরা অনেকটা উত্তরণ করেছি। আগস্টের পর থেকে বাংলাদেশ ব্যাংক ডলার বিক্রি করেনি, ফলে রিজার্ভ...
ব্যাংকিং খাত নিয়ে শঙ্কা ছিল, এখন নেই: গভর্নর
অনলাইন ডেস্ক
ব্যাংকগুলো এখন ঘুরে দাঁড়িয়েছে, ইসলামী ব্যাংক শীর্ষে: গভর্নর
অনলাইন ডেস্ক
বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেছেন, দেশে বর্তমানে ২০ বিলিয়নের উপরে রিজার্ভ রয়েছে এবং গত পাঁচ মাসে রেমিট্যান্স এসেছে ৩ বিলিয়ন ডলার। তিনি আরও জানান, একসময় ১০টি ব্যাংক দেউলিয়া হওয়ার পথে ছিল, তবে সেগুলো এখন ঘুরে দাঁড়িয়েছে এবং আর কোনো ব্যাংক পড়বে না। শনিবার দুপুরে ঘাটাইল উপজেলা অডিটোরিয়ামে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির ৪০০ তম শাখার উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। গভর্নর বলেন, ব্যাংকগুলোর ঘুরে দাঁড়ানোই সবচেয়ে বড় বিষয়। বর্তমানে ইসলামী ব্যাংক শীর্ষে অবস্থান করছে এবং আন্তর্জাতিক মানে প্রতিষ্ঠিত হতে চলেছে। আরও পড়ুন ৩১ ডিসেম্বর কী হতে যাচ্ছে! ২৮ ডিসেম্বর, ২০২৪ এছাড়া, ইসলামী ব্যাংক বোর্ড অব ডাইরেক্টরের চেয়ারম্যান ওবায়েদ উল্লাহ আল মাসুদ সভাপতিত্বে এই অনুষ্ঠানে বক্তব্য রাখেন ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ মনিরুল মওলা,...
জমকালো আয়োজনে রিহ্যাব ফেয়ার চলছে
অনলাইন ডেস্ক
ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে রিহ্যাব ফেয়ার-২০২৪ উদ্বোধন হয়েছে। সোমবার (২৩ ডিসেম্বর) জমকালো আয়োজনে এ মেলার উদ্বোধন করা হয়। এবারের মেলায় অংশ নিয়েছে ২২০টি স্টল, যেখানে উপস্থিত রয়েছে দেশের শীর্ষস্থানীয় আবাসন কোম্পানি, বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান, ব্যাংক, নির্মাণসামগ্রী সরবরাহকারী প্রতিষ্ঠান। মেলায় সোয়ান প্রোপার্টিজ অংশগ্রহণ করে আবাসন খাতে নতুন মাত্রা যোগ করেছে। সোয়ান গ্রুপের চেয়ারম্যান মো. খবির উদ্দিন খান বলেন, আমরা রিহাব ফেয়ারে অংশগ্রহণ করে অত্যন্ত আনন্দিত। এই মেলা আমাদের জন্য একটি দুর্দান্ত প্ল্যাটফর্ম যেখানে আমরা আমাদের গ্রাহকদের সাথে আরও ঘনিষ্ঠভাবে যোগাযোগ করতে পেরেছি। এ সময় উপস্থিত ছিলেন সোয়ান গ্রুপ এবং সোয়ান প্রপার্টিজ এর অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।...
পাঁচ দিন বন্ধ থাকবে যে ব্যাংকের লেনদেন
অনলাইন ডেস্ক
কিছুদিন আগে ডাচ-বাংলা ব্যাংক পাঁচ দিন বন্ধ থাকবে বলে জানানো হয়। গত ৪ ডিসেম্বর বাংলাদেশ ব্যাংক এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছিল যে আগামী বছরের শুরুতে পাঁচ দিন ডাচ-বাংলা ব্যাংকের লেনদেনও সম্পূর্ণভাবে বন্ধ থাকবে। এবার জানা গেছে ন্যাশনাল ব্যাংকের লেনদেনও আগামী ৩১ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত বন্ধ থাকবে। কোর ব্যাংকিং সফটওয়্যার হালনাগাদ করার উদ্দেশ্যে ন্যাশনাল ব্যাংক বন্ধ রাখা হবে বলে জানা গেছে। গত ১৯ ডিসেম্বরই বাংলাদেশ ব্যাংক থেকে প্রজ্ঞাপন জারির মাধ্যমে জানানো হয়, ওই ৫ দিন ন্যাশনাল ব্যাংক লিমিটেডের সব ধরনের ব্যাংকিং কার্যক্রম বন্ধ থাকবে। এর আগে এ সময়ে ব্যাংকের শাখা ও এটিএম বুথ থেকে কোনো সেবা পাবেন না ব্যাংকটির গ্রাহকরা। তবে ক্রেডিট কার্ড ও মোবাইল ব্যাংকিং সেবা রকেটের লেনদেন চালু থাকবে। আরও পড়ুন প্রথম আলো ও ডেইলি স্টারের মালিক...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর