রাজধানীর আদাবর এলাকায় সড়ক পার হওয়ার সময় নিখোঁজ হয়েছে ১১ বছরের এক শিশু। রোববার সন্ধ্যায় নিখোঁজ হওয়ার পর সোমবার সন্ধ্যায় আদাবর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন শিশুটির বাবা ইমরান রাজিব। নিখোঁজ শিশুর নাম আরাবি ইসলাম সুবা। বরিশালের একটি স্কুলে ষষ্ঠ শ্রেণিতে পড়াশোনা করে সে। পরিবারের সঙ্গে মায়ের চিকিৎসার জন্য দুই মাস আগে ঢাকায় আসে সুবা। তার মা ক্যানসারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন। তারা বর্তমানে আদাবর এলাকায় এক আত্মীয়ের বাসায় থাকছেন। শিশুটির বাবা ইমরান রাজিব জানান, রোববার সন্ধ্যায় ফুফাতো ভাইয়ের সঙ্গে বাসা থেকে বের হয় সুবা। সড়ক পার হওয়ার সময় ফুফাতো ভাই কিছুটা এগিয়ে গেলে সে পেছনে ফিরে দেখে সুবা আর নেই। এরপর থেকেই তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। নিখোঁজের বিষয়ে জানতে চাইলে আদাবর থানার ওসি এস এম জাকারিয়া বলেন, নিখোঁজের অভিযোগে থানায় সাধারণ ডায়েরি...
রাজধানীতে সড়ক পার হতে গিয়ে ১১ বছরের শিশু নিখোঁজ, থানায় জিডি
অনলাইন ডেস্ক
মহাখালীতে ৪ প্লাটুন বিজিবি মোতায়েন
নিজস্ব প্রতিবেদক
মহাখালী রেলগেট এলাকায় ৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। সোমবার (৩ ফেব্রুয়ারি) বিকেল ৪টা ১৫ মিনিটের দিকে বিজিবি সদস্যরা ঘটনাস্থলে আসেন। বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। শরীফুল ইসলাম বলেন, রাজধানীর মহাখালীতে তিতুমীর কলেজের শিক্ষার্থীরা রেললাইন অবরোধ করেছেন। সেখানে পরিস্থিতি স্বাভাবিক রাখতে ৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। আন্দোলনরত শিক্ষার্থীরা জানিয়েছেন, দাবি না মানা পর্যন্ত এখান থেকে তারা সরবেন না। যেকোনো মূল্যেই হোক রাষ্ট্রীয়ভাবে আজকেই বিশ্ববিদ্যালয়ের ঘোষণা দিতে হবে। এর আগে সোমবার বিকেল ৩টা ৪০ মিনিটে রেললাইন অবরোধ করেন তিতুমীরের শিক্ষার্থীরা। এতে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। একপর্যায়ে মহাখালী থেকে উল্টোপথে ফিরে যায় ট্রেন। শিক্ষার্থীদের অবরোধে বর্তমানে মহাখালী থেকে জাহাঙ্গীর গেট...
তিতুমীর শিক্ষার্থীদের অবরোধ, জলকামান এগিয়ে সামনে আনলো পুলিশ
নিজস্ব প্রতিবেদক
মহাখালী রেলগেট এলাকায় তিতুমীর কলেজের শিক্ষার্থীরা রেলপথ অবরোধ করলে তাদের চারপাশ থেকে ঘিরে রেখেছে পুলিশ সদস্যরা। এছাড়া মহাখালীর আমতলী মোড়ে দাঁড় করিয়ে রাখা জলকামানটিও সামনে এনে রাখা হয়েছে। সোমবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে তিতুমীরের শিক্ষার্থীদের অবরোধের মুখে বন্ধ হয়ে গেছে ট্রেন চলাচল। অবরোধের মুখে নোয়াখালী অভিমুখের উপকূল এক্সপ্রেস ঢাকা রেলওয়ে স্টেশনের দিকে ফেরত গেছে। এসময় দেখা যায়, রেল লাইনের উপর বসে আছেন ২০-৩০ জন শিক্ষার্থী। কেউবা হুইলচেয়ারে। এর পাশে দাঁড়িয়ে আছেন আরও শতাধিক শিক্ষার্থী। আর শিক্ষার্থীদের চারপাশ ঘিরে পুলিশ, ডিবি, বিজিবি এবং এবিবিএন সদস্যরা অবস্থান নিয়েছেন। এর পেছনে দাঁড় করিয়ে রাখা হয়েছে জল কামান। এর আগে বিকেলে তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় ঘোষণার দাবিতে বিক্ষোভ মিছিল নিয়ে মহাখালী রেলপথ অবরোধ করে শিক্ষার্থীরা।...
নিজের ও পরিবারের নিরাপত্তা চাইলেন ড. মালা খান
অন্তর্বর্তীকালীন সরকারের কাছে নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়েছেন বাংলাদেশ রেফারেন্স ইনস্টিটিউট ফর কেমিক্যাল মেজারমেন্টের (বিআরআইসিএম) প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মালা খান। সোমবার (৩ জানুয়ারি) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়নে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, তদন্তের আগেই আমাকে দোষী সাব্যস্ত করে শাস্তি দেওয়া মোটেও আইনি কাঠামোয় পড়ে না। মালা খান অভিযোগ করেন, বিআরআইসিএম-এর মহাপরিচালকের পদ থেকে পদত্যাগে বাধ্য করানোর পর এখন প্রতিষ্ঠানের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তার পদ থেকেও পদত্যাগের জন্য চাপ দিচ্ছে একটি মহল। একই সঙ্গে বরখাস্তেরও দাবি তোলা হচ্ছে। এসবের ফলে পারিবারিকভাবে নিরাপত্তাহীনতায় রয়েছেন বলে উল্লেখ করেন তিনি। তিনি অভিযোগ করেন, যারা তার বরখাস্তের দাবি তুলছেন, তারা ষড়যন্ত্রকারী এবং বিআরআইসিএমকে ধ্বংস করাই তাদের লক্ষ্য। তার...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর