বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) নিজেদের দ্বিতীয় ম্যাচে সিলেট স্ট্রাইকার্সকে ১৫৬ রানের লক্ষ্য ছুড়ে দিয়েছে রংপুর রাইডার্স। আজ মঙ্গলবার (৩১ ডিসেম্বর) মিরপুরে টসে জিতে আগে ব্যাটিংয়ে নেমে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৫৫ রানের পুঁজি পায় রংপুর। শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাটিংয়ে নেমে রংপুর দলীয় ২২ রানে হারায় ওপেনার অ্যালেক্স হেলসকে (৬)। স্কোরবোর্ডে আর ৬ রান যোগ হতে ফিরে যান সাইফ হাসান (৪) এবং স্টেভেন টেইলরও (১২)। এরপর ৪১ রানের জুটি গড়েন দুই পাকিস্তানি ইফতিখার আহমেদ ও খুশদিল শাহ। খুশদিল ২১ রানে ফিরলে ভাঙে এ জুটি। এরপর নুরুল হাসান সোহান এবং শেখ মেহেদী হাসানকে নিয়ে বাকি সময়টা উইকেটে টিকে থাকেন ইফতিখার। যদিও শেষ সময়ে সেভাবে রান বাড়াতে পারেননি এই অভিজ্ঞ। ৪২ বলে ৪৭ রান করে অপরাজিত থাকেন তিনি। সোহান অবশ্য খেলেছেন হাত খুলে। ফেরার আগে ২৪ বলে...
সিলেটকে ১৫৬ রানের লক্ষ্য ছুড়ে দিলো রংপুর
অনলাইন ডেস্ক
টসে জিতে সিলেটের বিপক্ষে আগে ব্যাট করবে রংপুর
অনলাইন ডেস্ক
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলতি আসরের চতুর্থ ম্যাচে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন রংপুর রাইডার্স। রংপুর রাইডার্স একাদশ: স্টেভেন টেইলর, অ্যালেক্স হেলস, সাইফ হাসান, ইফতিখার আহমেদ, খুশদিল শাহ, নুরুল হাসান সোহান (অধিনায়ক, উইকেটকিপার), মোহাম্মদ সাইফউদ্দিন, মাহেদী হাসান, রাকিবুল হাসান, কামরুল ইসলাম, নাহিদ রানা। সিলেট স্ট্রাইকার্স একাদশ: জর্জ মুনশে, পল স্টার্লিং, জাকির হাসান, রনি তালুকদার, জাকের আলী, সামিউল্লাহ শিনওয়ারি, আরিফুল ইসলাম (অধিনায়ক), তানজিম হাসান সাকিব, নিহাদুজ্জামান, রিস টপলি, আল-আমিন হোসেন। news24bd.tv/SHS
বিপিএলে বিশ্বরেকর্ড, খুলনার কাছে চট্টগ্রামের হার
অনলাইন ডেস্ক
১ বলে ১৫ রান, প্রতিযোগিতামূলক টি২০-তে এর আগে ১ বলে এতো রান তোলার ঘটনা ঘটেনি কোথাও। যা ঘটলো বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলতি আসরের দ্বিতীয় দিনেই। মিরপুরে খুলনা টাইগার্স পেসার ওশান টমাস ইনিংসের প্রথম বলেই খরচ করেন ১৫ রান। এমন বিশ্বরেকর্ডের দিন অবশ্য হেরে গেছে চট্টগ্রাম কিংস। ২০৪ রান তাড়ায় নেমে প্রতিপক্ষ পেসার টমাসের কল্যাণে দারুণ শুরু পেলেও ১৬৬ রানেই গুটিয়ে যায় চট্টগ্রামেররানের চাকা। ৩৭ রানের বড় জয় পায় খুলনা। বিশ্বরেকর্ড ছাড়াও চট্টগ্রামের ব্যাটিং ইনিংসে ঘটেছে টাইমড আউটের আরেক ঘটনা। যদিও শুরুতে আবেদন করে পরে খেলোয়াড়সুলভ আচরণ করেন খুলনা অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। সেই ঘটনায় জীবন পেলেও পরে টম ও কননেল গোল্ডেন ডাক মারেন সেই মিরাজের বলেই। এর আগে, বিশাল লক্ষ্য তাড়ায় নেমে প্রথম ওভারেই নাঈম ইসলামের উইকেট হারায় চট্টগ্রাম। এরপর নিয়মিত বিরতিতে...
ঝোড়ো ব্যাটিংয়ে খুলনার পাহাড়সম স্কোর
অনলাইন ডেস্ক
আদর্শ উইকেটে প্রথম দিনে রানের পাহাড় দেখা গিয়েছিলো। উদ্বোধনী দিনের বিচারে বিপিএল ইতিহাসের সর্বোচ্চ রান উঠেছিলো গতকাল। বড় রানের সেই ধারা বজায় থাকলো দ্বিতীয় দিনের প্রথম ম্যাচেও। চিটাগাং কিংসের বোলারদের নাভিশ্বাস তুলেছেন খুলনার দুই ব্যাটার উইলিয়াম বোসিস্টো এবং মাহিদুল ইসলাম অঙ্কন। এই দুজনের ফিফটি পেরুনো ইনিংস খুলনা টাইগার্সকে দিয়েছে ২০৩ রানের বিশাল সংগ্রহ। খুলনার অস্ট্রেলিয়ান ওপেনার উইলিয়াম বোসিস্টো নিজের টি২০ ক্যারিয়ারের প্রথম ফিফটিই পেয়েছেন এদিন। ৫০ বলে ৭৫ রান করে ছিলেন অপরাজিত। আরেক ব্যাটার মাহিদুল অঙ্কনই বলতে গেলে দলের স্কোর টেনে নিয়েছেন অনেকটা দূর। ২২ বলে ১ চার ও ৬ ছক্কায় করেছেন ৫৯ রান। শুরুতেই ঝড়ের আভাস দিয়েছিলেন খুলনার ওপেনার মোহাম্মদ নাইম। ১ চার ও ৩ ছক্কায় ২৬ রানের ইনিংস সাজিয়েছেন তিনি। যদিও ইনিংসটা বড় করা হয়নি তার। খুব বেশি...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর