সাবেক মন্ত্রী ও বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান মরহুম চৌধুরী কামাল ইবনে ইউসুফের সহধর্মিনী শায়লা কামাল মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ বুধবার (১২ মার্চ) ভোর সাড়ে ৫টার দিকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মরহুমার কন্যা জাতীয়তাবাদী মহিলা দলের যুগ্ম-সাধারণ সম্পাদক নায়াব ইউসুফ এ তথ্য জানান। তিনি বলেন, আমার শ্রদ্ধেয় আম্মা বেগম শায়লা কামাল, মরহুম চৌধুরী কামাল ইবনে ইউসুফের স্ত্রী, ভোর সাড়ে ৫টায় ইন্তেকাল করেছেন। তার আত্মার মাগফেরাত কামনা করছি। এদিন সকাল ১১টায় ঢাকার গুলশানে আজাদ মসজিদে মরহুমার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। বাদ আসর ফরিদপুর শহরের ময়েজউদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। দলের পক্ষ থেকে সবাই জানাজায় শরিক হওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।...
সাবেক মন্ত্রী চৌধুরী কামাল ইবনে ইউসুফের স্ত্রীর মৃত্যু
ফরিদপুর প্রতিনিধি

শ্রমিক বিক্ষোভ, ৪ ঘণ্টা পর ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল স্বাভাবিক
গাজিপুর প্রতিনিধি

গাজীপুরের সদর উপজেলার বাঘের বাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে গোল্ডেন রিফিট গার্মেন্টস্ লিমিটেড নামের কারখানার শ্রমিকরা। পরে দীর্ঘ ৪ ঘণ্টা পর ঢাকা ময়মনসিংহ মহাসড়ক স্বাভাবিক হয়। বুধবার (১২ মার্চ) সকাল ৮টার দিকে তারা আন্দোলন শুরু করে। এর কিছু সময় পর তারা মহাসড়ক অবরোধ শুরু করে। আন্দোলনরত শ্রমিকরা জানান, গোল্ডেন রিফিট গার্মেন্টস্ লিমিটেড কারখানার শ্রমিক জান্নাতুল ফেরদৌস তামান্না (৩২) এর বাচ্চা অসুস্থ থাকায় গতকাল রাত ৯টার দিকে এপিএম মতিউর রহমান কর্তৃপক্ষের কাছে ছুটি চেয়েছিল। কিন্তু তিনি ছুটি না দিয়ে তামান্নার কারখানার থেকে দেয়া পরিচয়পত্র রেখে বিদায় করে দিলে বাড়ি চলে যায়। বুধবার ভোরে ৫টা ৪০ মিনিটে কারখানায় আসার সময ৫.৪০ মিনিটে সড়ক দুর্ঘটনায় অটোরিকশা চাপায় মারা যায়। এর প্রতিবাদে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে তারা। পরে আইন শৃঙ্খলা...
পরিচয় মিলেছে নদীর পাড় থেকে উদ্ধার হওয়া নারী-শিশুর মরদেহের
শরীয়তপুর প্রতিনিধি

শরীয়তপুরের গোসাইরহাটে উদ্ধার হওয়া নারী ও শিশুর মরদেহের পরিচয় শনাক্ত হয়েছে। ওই নারীর নাম তানিয়া আক্তার ও শিশুটির নাম রাবেয়া। তারা দুজন সম্পর্কে মা ও মেয়ে। তাদের বাড়ি বরিশালের হিজলা থানায়। বুধবার (১২ মার্চ) বেলা ১১ টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন গোসাইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকসুদ আলম। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে উপজেলার মশুরগাঁও এলাকার মেঘনা নদীর শাখা জয়ন্তী নদীর পাড়ে এক নারী ও এক শিশুর মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। বিষয়টি পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধার করে। এদিকে মরদেহ দুটি উদ্ধারের খবর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে পরিবারের সদস্যরা থানায় এসে মরদেহ দুটির পরিচয় শনাক্ত করে। ময়নাতদন্ত শেষে বুধবার সকালে মরদেহ দুটি নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায়...
মুন্সিগঞ্জে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে একজনকে গণধোলাই
মুন্সিগঞ্জ প্রতিনিধি

মুন্সিগঞ্জের শ্রীনগরে ৫ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে সুজন দাস (৬০) নামে এক জেলেকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে দিয়েছেন স্থানীয়রা। তার বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা হয়েছে। স্থানীয়রা জানান, মঙ্গলবার রাত ১১টার দিকে উপজেলার কোলাপাড়া ইউনিয়নের ব্রাক্ষ্মণ পাইকসা গ্রামে ৫ বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টা করেন ওই ব্যক্তি। খবর পেয়ে উত্তেজিত জনতা অভিযুক্তকে গণধোলাই দেয়। পরে তাকে আটক করে নিয়ে যায় পুলিশ। আটক সুজন দাস ভ্রাম্যমাণ জেলে ও গাইবান্দা জেলার বাসিন্দা। মাছ ধরার পাশাপাশি তাবিজ ও তান্ত্রিকতার ব্যবসা করেন তিনি। ভুক্তভোগী শিশুর মা অভিযোগ করে জানান, চকোলেটের প্রলোভন দিয়ে বাসা থেকে তার শিশু মেয়েকে মাছ ধরা দেখতে নিয়ে যায় জেলে। এসময় পুকুরপাড়ে মাছ ধরার ডেরায় জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করলে দৌড়ে ছুটে আসে শিশুটি। শ্রীনগর থানার অফিসার ইনচার্জ...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর