চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) গাঁজা সেবনের সময় দুই আবাসিক হল থেকে ১৩ শিক্ষার্থীকে আটক করা হয়েছে। গতকাল শুক্রবার (৭ মার্চ) মধ্যরাতে হলের প্রভোস্ট ও ছাত্রকল্যাণ অধিদপ্তরের পরিদর্শক দল অভিযান চালিয়ে তাদের আটক করেন। আটককৃতদের মধ্যে শেখ রাসেল হলের ১০ জন এবং শহীদ মোহাম্মদ শাহ হলের ৩ জন শিক্ষার্থী রয়েছে বলে জানা গেছে। চুয়েটের ছাত্রকল্যাণ উপপরিচালক মো. সাইফুল ইসলাম এক গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গত রাতে (শুক্রবার) ছাত্রকল্যাণ অধিদপ্তরের পরিদর্শক দল মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় কিছু শিক্ষার্থীকে মাদক সেবনের সময় হাতেনাতে আটক করা হয়েছে। সংখ্যায় কতজন ছিলো তা লিখিত আকারে এখনও আমাদের কাছে পৌঁছায়নি। আগামীকাল (রোববার) আড়াইটার দিকে স্টুডেন্ট ডিসিপ্লিন কমিটির জরুরি সভায় তাদের অপরাধ তদন্ত সাপেক্ষে তাদের...
গাঁজা খাওয়াই কাল হলো ১৩ চুয়েট শিক্ষার্থীর
নিজস্ব প্রতিবেদক

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার নতুন মানবণ্টন
অনলাইন ডেস্ক

২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষার শাখা ভিত্তিক নম্বর বণ্টনে সংশোধন এনেছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। একই সঙ্গে অনলাইনে প্রাথমিক আবেদনের সময় বাড়ানো হয়েছে আগামী ২০ মার্চ রাত ১২টা পর্যন্ত। স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষা আগামী ৩ মে অনুষ্ঠিত হবে। আগ্রহী প্রার্থীদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক www.nu.ac.bd/admission ওয়েবসাইট থেকে আবেদন ফরম পূরণ করতে হবে। প্রাথমিক আবেদন ফি ৭০০ টাকা। জাতীয় বিশ্ববিদ্যালয়ের এ সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংশোধিত নম্বর বণ্টনের ভিত্তিতে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি কার্যক্রমে উচ্চমাধ্যমিক পর্যায়ে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থীদের জন্য আলাদাভাবে ১০০ নম্বরের এমসিকিউ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেওয়া হবে। এমসিকিউ পদ্ধতিতে ১০০ নম্বরের ভর্তি...
পিইউবিতে আন্তর্জাতিক নারী দিবস পালিত
নিজস্ব প্রতিবেদক

দি পিপলস ইউনিভার্সিটি অব বাংলাদেশে (পিইউবি) সকল নারী ও কন্যার জন্য অধিকার, সমতা এবং ক্ষমতায় প্রতিপাদ্যকে সামনে রেখে সারা বিশ্বের মতো পালিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস। শনিবার (০৮ মার্চ) বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে এই দিবসটি পালন করা হয়। অনুষ্ঠানের শুরুতেই নারী মর্যাদা নিয়ে একটি ম্যাজিক শো উপস্থাপন হয়। পরবর্তীতে নারী দিবসের উপর নির্মিত ভিডিও দেখানো হয় ও বিশ্ববিদ্যালয়ে সকল নারীদের ফুল ও বিশেষ বার্তা দিয়ে শুভেচ্ছা দেওয়া হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বোর্ড অব ট্রাস্টিজের সদস্য সচিব মুহম্মদ নাজমুল হাসান। এসময় তিনি বলেন, আজকের দিনটি শুধু উদযাপনের নয়, বরং নারীদের সমান সুযোগ, ন্যায়বিচার ও উন্নয়নের পথে আরও একধাপ এগিয়ে যাওয়ার শপথ নেওয়ার দিন। আসুন, একসঙ্গে গড়ে তুলি একটি সমতা ও সম্মানের বিশ্ব! এছাড়া উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের...
পোশাক নিয়ে অপ্রীতিকর ঘটনার শিকার ছাত্রীকে দেখতে গেলেন ঢাবি উপাচার্য
নিজস্ব প্রতিবেদক

পোশাক সংক্রান্ত বিষয়ে অপ্রীতিকর ঘটনার শিকার ছাত্রীকে দেখে এসেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান। শনিবার (৮ মার্চ) তাকে দেখতে গেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা ও প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ তার সঙ্গে যান। ভুক্তভোগী ছাত্রীর সঙ্গে দেখা করে উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান তার শারীরিক ও মানসিক অবস্থার খোঁজখবর নেন। একইসঙ্গে তার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা হবে বলে জানান। এ ব্যাপারে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির রিপোর্টের ভিত্তিতে অভিযুক্তের বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি ওই ছাত্রীতে আশ্বস্ত করেন। উল্লেখ্য, অভিযুক্ত কর্মচারী মোস্তফা আসিফ অর্ণবকে ইতোমধ্যে সাময়িকভাবে অব্যাহতি প্রদান করা হয়েছে। news24bd.tv/আইএএম...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর