গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চাপাইর ইউনিয়নের চেয়ারম্যানবাড়ি এলাকায় আজ মঙ্গলবার বিকালে ব্যাটারিচালিত অটোরিকশা ও ইট ভর্তি ট্রাকের মুখোমুখি সংর্ঘষে অটোরিকশা চালকসহ তিনজন নিহত হয়েছেন। নিহতরা হলেন- উপজেলার চাপাইর ইউনিয়নের বড় গোবিন্দপুর গ্রামের রিয়াজুল ইসলামের ছেলে করিম মিয়া (৪২), সুত্রাপুর নয়ানগর গ্রামের গোপাল চন্দ্র রায়ের ছেলে অয়ন রায় (৩৫), টান সূত্রাপুর গ্রামের মৃত বাসুদেব দাসের ছেলে সুদিপ দাস (৩৭)। এ ঘটনায় আহত হয়েছেন রিপন মিয়া (৩৩) নামের আরেক যাত্রী। পুলিশ জানায়, মঙ্গলবার বিকাল সাড়ে চারটার দিকে কালিয়াকৈর বাজার থেকে ইট ভর্তি একটি ট্রাক মাওনার দিকে যচ্ছিল। ট্রাকটি চাপাইর ইউনিয়নের চেয়ারম্যানবাড়ি বাজার এলাকায় পৌঁছালে কালিয়াকৈরগামী যাত্রী ভর্তি ব্যাটাররিচালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। পরে ঘটনাস্থলে চালক করিম মিয়া নিহত হন।...
গাজীপুরে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩
গাজীপুর প্রতিনিধি:
১ মাস ৩ দিন পর আগরতলায় ফিরলেন সহকারী হাইকমিশনার
অনলাইন ডেস্ক
ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় এক মাস তিন দিন পর ফিরে গেছেন সেখানে নিযুক্ত বাংলাদেশের সহকারী হাইকমিশনার আরিফ মোহাম্মদ। আজ মঙ্গলবার (৭ জানুয়ারি) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে তিনি আগরতলায় প্রবেশ করেন। গত ২ ডিসেম্বর ত্রিপুরার আগরতলায় অবস্থিত বাংলাদেশের সহকারী হাইকমিশনারের কার্যালয়ে উগ্রবাদী গোষ্ঠীর হামলার ঘটনা ঘটে। এই ঘটনার পর জরুরি ভিত্তিতে আরিফ মোহাম্মদকে বাংলাদেশে ফিরিয়ে আনা হয় এবং ভিসাসহ সব ধরনের কনস্যুলার সেবা সাময়িকভাবে বন্ধ রাখা হয়। আখাউড়া স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, দুপুর ১২টা ৩০ থেকে ১টা ৩০ মিনিটের মধ্যে সহকারী হাইকমিশনার আগরতলায় পৌঁছান। তিনি একাই ছিলেন। এসময় স্থানীয় সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় আরিফ মোহাম্মদ তার আগরতলায় যাত্রার বিষয়টি নিশ্চিত করেন। তবে কবে থেকে...
নাটোরে থ্রি-হুইলার-ভ্যান-রিকশার ত্রিমুখী সংঘর্ষে নিহত ১
নাটোর প্রতিনিধ
নাটোরে সাড়ে বারোটার দিকে সিএনজি চালিত থ্রি হুইলারের সাথে অটো চার্জার রিকশা ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে অজ্ঞাত পরিচয় (৪৬) এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত ৬ জন। আজ মঙ্গলবার (৭ জানুয়ারি) সকালে সদর উপজেলার নাটোর-তাহেরপুর সড়কের ছাতনী মাদ্রাসা ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে মাঝদিঘা থেকে ব্যাটারিচালিত ভ্যান ও রিকশা নাটোর শহরের দিকে আসছিলো। নাটোরের তাহেরপুর সড়কের ছাতনী মাদ্রাসা ঘাট এলাকায় বিপরীত দিক থেকে আসা সিএনজির সাথে ভ্যান ও রিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ওই তিন যানবাহনের অন্তত সাত জন যাত্রী আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করেন। এদের মধ্যে অজ্ঞাত পরিচয় একজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। নাটোর সদর থানার...
সাড়ে ৩ কোটি টাকার ১১ হারভেস্টার মেশিন নিখোঁজ
নিজস্ব প্রতিবেদক
বাগেরহাটের মোরেলগঞ্জে সরকারের ভর্তুকি মূল্যে বিতরণ করা ১৪টি আধুনিক কম্বাইন হারভেস্টার মেশিনের মধ্যে ১১টি মেশিন নিখোঁজ থাকার ঘটনা তদন্তে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদক বাগেরহাটের সহকারী পরিচালক মো. সাইদুর রহমানের নেতৃত্বে একটি দল আজ মঙ্গলবার (৭ জানুয়ারি) কম্বাইন হারভেস্টার মেশিনগুলোর সন্ধান জানতে বেলা ১২টার দিকে মোরেলগঞ্জ উপজেলা কৃষি অফিসে পৌঁছান। দুদকের দলটি তাদের প্রাথমিক তদন্তে ১৪টি মেশিনের মধ্যে ১১টি অনিয়মের আশ্রয়ে নিখোঁজ থাকার প্রমাণ পেয়েছে। যার প্রতিটির বর্তমান মূল্য প্রায় ৩২ লাখ টাকা করে। মোট মূল্য প্রায় সাড়ে ৩ কোটি টাকা। এর মধ্যে সরকার দিয়েছে ২ কোটি ১০ লাখ টাকা। দরিদ্র কৃষকদের সুবিধার্থে সরকার এ টাকার শতকরা ৭০ ভাগ ভর্তুকি দিয়ে কৃষকদের মাঝে বিতরণ করেছে কৃষি অফিসের মাধ্যমে। সর্বশেষ ২০২৪ সালের এপ্রিল মাসে বিতরণ করা হয় ৫টি...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর