সাতক্ষীরার শ্যামনগরের গাবুরা থেকে দুটি একনলা পাইপ গান, দুটি তাজা ককটেল ও অস্ত্র তৈরীর সরঞ্জামসহ দুজনকে আটক করেছে কোস্টগার্ড। গতকাল মঙ্গলবার (২১ জানুয়ারি) রাত ১১টার দিকে গাবুরার গাংড়ামারি এলাকা থেকে তাদের অস্ত্রসহ আটক করা হয়। আটককৃতরা হলেন, সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের গাংড়ামারী এলাকার মৃত আসাদুল্লাহ আল গালিবের ছেলে মো. মাসুম বিল্লাহ (৪৫) ও একই এলাকার সাত্তার খাঁর ছেলে মো. শফিউল্লাহ খাঁ (৩০)। কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. সিয়ামউল হক এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (২১ জানুয়ারি) রাত ১১টার দিকে কোস্ট গার্ড পশ্চিম জোন অধীনস্থ বিসিজি স্টেশন কয়রা ও বাংলাদেশ পুলিশের সমন্বয়ে সাতক্ষীরার শ্যামনগর থানাধীন গাংড়ামারি এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান...
সাতক্ষীরায় অস্ত্র ও ককটেলসহ আটক ২
সাতক্ষীরা প্রতিনিধি:
কৃষি জমির উর্বর মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা
নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীর চাটখিলে অবৈধভাবে কৃষি জমির উপরিভাগের উর্বর মাটি কেটে বিক্রির অভিযোগে হারুন অর রশিদ নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একইভাবে কবিরহাট উপজেলা সদর ও সুবর্ণচর উপজেলার বিভিন্ন ইউনিয়নে কৃষি জমি নষ্ট করে বালু উত্তোলন ও মাটি বিক্রি করছে অসাধু ব্যবসায়ীরা। বুধবার (২২ জানুয়ারি) সকালে উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আকিব ওসমানের নেতৃত্বে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের শোল্যা গ্রামে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। অভিযানে ভেকু দিয়ে আবাদি কৃষি জমির মাটি কেটে ট্রাকে করে অন্যত্র বিক্রির প্রমাণ পেয়ে একই ইউনিয়নের পাল্লা গ্রামের আবুল হোসেনের ছেলে হারুন অর রশিদকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। চাটখিল সহকারী কমিশনার...
শাহীন চাকলাদারের ৪ বছরের সশ্রম কারাদণ্ড
যশোর প্রতিনিধি
যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য শাহীন চাকলাদারকে ৪ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন যশোরের বিশেষ জেলা ও দায়রা জজ আদালত। বুধবার (২২ জানুয়ারি) স্পেশাল জেলা ও দায়রা জজ এসএম নুরুল ইসলামের আদালত এ রায় ঘোষণা করেন। জেলা পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট সাবেরুল হক সাবু জানান, শাহীন চাকলাদারকে ২০ হাজার টাকা জরিমানা এবং ৩৮ লাখ ৩ হাজার ৬৮৫ টাকার সম্পদ বাজেয়াপ্ত করার আদেশ দিয়েছেন আদালাত। তিনি আরও জানান, ২০০৮ সালের ৩০ মার্চ দুদকের তৎকালীন উপ-পরিচালক মঞ্জুর মোর্শেদ শাহীন চাকলাদারের বিরুদ্ধে মামলা করেন। অভিযোগ ছিল, তিনি ৩৮ লাখ টাকার সম্পদ গোপন করেছেন। দুদকের তদন্তে প্রমাণিত হয়। তার ট্যাক্স ফাইলে দেখানো সম্পদের পরিমাণ ও দাখিল করা বিবরণীর মধ্যে অসামঞ্জস্য রয়েছে। শাহীন চাকলাদারের বিরুদ্ধে টেন্ডারবাজি, সন্ত্রাসী কার্যকলাপ, ক্ষমতার...
সুন্দরবনে যৌথ অভিযানে ২ আগ্নেয়াস্ত্রসহ দুই সন্ত্রাসী আটক
বাগেরহাট প্রতিনিধি
সুন্দরবনে কোস্টগার্ড ও পুলিশের যৌথ অভিযানে পাইপগান, ককটেল ও অস্ত্র তৈরির সরঞ্জামসহ দুই সন্ত্রাসীকে আটক করা হয়েছে। মঙ্গলবার দিবাগত গভীর রাতে সুন্দরবন সংলগ্ন শ্যামনগর উপজেলার ঘাগরামারি এলাকায় যৌথ অভিযানে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ২টি দেশীয় পাইপগান, ২টি ককটেল, একটি দা ও অস্ত্র তৈরির সরঞ্জাম জব্দ করা হয়। আটক দুই সন্ত্রাসী মাসুম বিল্লাহ (৪৫) ও শফিউল্লাহর (৩০) বাড়ী সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ঘাগরামারি গ্রামে। মোংলা কোস্টগার্ড পশ্চিম জোন সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার মুনতাসির ইবনে মহসিন বুধবার দুপুরে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত অস্ত্রসহ আটককৃত সন্ত্রাসীদের সাতক্ষীরার শ্যামনগর থানায় হস্তান্তর করা হয়েছে।...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর