খুলনা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে প্রকাশ্যে কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। তার নাম অর্ণব কুমার সরকার। শুক্রবার (২৪ জানুয়ারি) রাত ৯টার দিকে খুলনার তেঁতুলতলা মোড় এলাকায় এ ঘটনা ঘটে।অর্ণব খুলনা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিনের (বিভাগ) মাস্টার্সের ছাত্র। নিহত অর্ণব নগরীর সোনাডাঙ্গা এলাকার ঠিকাদার নীতিশ চন্দ্র সরকারের ছেলে। পুলিশ জানায়, রাত ৯টার দিকে তেঁতুলতলা মোড়ে মোটরসাইকেলের ওপর বসে চা খাচ্ছিলেন অর্ণব। ওই সময় ৪ থেকে ৫ জনের একদল সন্ত্রাসী অতর্কিত হামলা চালিয়ে তাকে কুপিয়ে ও গুলি করে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত বেসরকারি সিটি মেডিকেল কলেজ হাসপাতালে নিলে পরীক্ষা-নিরীক্ষার পর কর্তব্যরত চিকিৎসক অর্ণবকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে ২ রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায়...
খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে কুপিয়ে গুলি করে হত্যা
অনলাইন ডেস্ক
৯৯৯-এ কল করে আত্মসমর্পণ করলেন ছাত্রলীগ নেতা
অনলাইন ডেস্ক
৯৯৯-এ কল দিয়ে আত্মসমর্পণ করলেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) নেতা শরিফুল ইসলাম। পরে পুলিশ তাকে আটক করে একটি মামলায় আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠায়। গত বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) রাত ১০টার দিকে শরিফুল নিজেই জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল দিয়ে আত্মসমর্পণ করেন। শরিফুল ইসলাম ওরফে শরিফের বিরুদ্ধে বরিশাল বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী আন্দোলনে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগ রয়েছে। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল কোতওয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান। তবে শরিফুলকে কোন মামলায় আটক রাখা হয়েছে তা তিনি নিশ্চিত করেননি। শরিফুল ইসলাম বরিশাল বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সূত্রে জানা যায়, বরিশাল...
জাকসু নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ
প্রেস বিজ্ঞপ্তি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। শনিবার (২৩ জানুয়ারি) জাকসুর নির্বাচন কমিশন বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে এ তালিকা প্রকাশ করে। প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মনিরুজ্জামান ও সদস্যসচিব অধ্যাপক এ কে এম রাশিদুল আলমসহ কমিশনের অন্যান্য সদস্যদের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বর্তমানে যে সব শিক্ষার্থী স্নাতক (সম্মান) শ্রেণিতে ৬ বছর অথবা স্নাতকোত্তর শ্রেণিতে ২ বছর অধ্যয়নরত রয়েছেন শুধুমাত্র তাদের নাম জাকসু ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। যে সব বিভাগে স্নাতক (সম্মান) কোর্সের মেয়াদ ৫ বছর হওয়ায় শিক্ষার্থীদের স্নাতক (সম্মান) শ্রেণিতে ৭ বছর ধরে অধ্যয়ন করার অনুমতি রয়েছে সেসব বিভাগের শিক্ষার্থীরা...
পুলিশের ভ্যানে যমুনায় যাচ্ছেন ১০ প্রাথমিকের শিক্ষক
নিজস্ব প্রতিবেদক
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের দশম গ্রেডের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় যাচ্ছেন শিক্ষকদের ১০ সদস্যের প্রতিনিধি দল।শুক্রবার (২৫ জানুয়ারি) বিকেল ৫টায় শাহবাগ থানার ভেতর থেকে একটি পুলিশ ভ্যানে তাদের নিয়ে যাওয়া হয়েছে। ১০ সদস্যের প্রতিনিধি দলে রয়েছেন- মো. মাহবুবুর রহমান, মো. লুৎফর রহমান, মনিবুল হক বসুনিয়া, মো. মোয়াজ্জেম হোসেন শাহীন, আব্দুল মান্নান, জুয়েল, বিজয় কর্মকার, শামীমা নাসরিন, সিরাজুল ইসলাম ও খায়রুন নাহার লিপি। এর আগে, বিকাল ৩টা ৪০মিনিটের দিকে কেন্দ্রীয় শহিদ মিনারের সামনে থেকে যমুনা অভিমুখে পদযাত্রা শুরু করেন এসব শিক্ষকরা। পরে পদযাত্রাটি শাহবাগ থানার সামনে আসলে ব্যারিকেড দিয়ে আটকে দেয় পুলিশ। বাঁধা পেয়ে শিক্ষকরা রাস্তার উপরে বসে পড়েন। পরে পুলিশ কর্মকর্তারা তাদের আলোচনার প্রস্তাব দেন। এসময় শিক্ষকরা এতে রাজি হয়ে ১০...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর