দেশের শিক্ষা নিয়ে এত সংকট চলছে যে আমার মাথা হ্যাং করেছে এমন মন্তব্য করেছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ। মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকালে একটি গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এমন মন্তব্য করেন। একইসঙ্গে সরকারি সাত কলেজ নিয়ে নতুন একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় করা হবে বলেও জানান তিনি।
শিক্ষা উপদেষ্টা বলেন, একটি সরকার বিবেচনাহীনভাবে এই কলেজগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত করে জটিল সমস্যা সৃষ্টি করেছিল। এখন নতুন একটি বিশ্ববিদ্যালয় করতে সময়ের প্রয়োজন। এটা তিন দিনের মধ্যে করা সম্ভব নয়। এটার কাঠামোগত ব্যাপার রয়েছে। এটার মডেল কী হবে সেটা নিয়ে কাজ চলছে। কারণ এটি একটি জটিল প্রক্রিয়া।
শিক্ষা উপদেষ্টা আরও বলেন, একটা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হলে অনেক বছর থাকবে। এখানে বহুবছরের শিক্ষার্থীদের স্বার্থের ব্যাপার রয়েছে। সে জন্য আমরা তাড়াহুড়ো করে অবিবেচনামূলক সিদ্ধান্ত নিলে হবে না। ভেবেচিন্তে সব কিছু করা হবে।
ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, একটি বিশ্ববিদ্যালয় করতে হলে সেখানে শিক্ষক নিয়োগ করা ছাড়াও অনেক কিছু বিষয় রয়েছে। আইন ও অর্থের বিষয় রয়েছে, পাশাপাশি সনদের প্রয়োজন হয়। এগুলো রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে দেওয়া হয়। তারপর বিশ্ববিদ্যালয় হয়।