রাজধানীর কামরাঙ্গীরচরের ঝাউলাহাটির শহীদ কাউসার রোড এলাকার একটি বাসায় পারিবারিক কলহের জেরেশাহিনুর আক্তার (২৬) নামে এক গৃহবধূর আত্মহত্যার ঘটনা ঘটেছে। শনিবার (১৫ মার্চ) ভোরে পুলিশ মরদেহ উদ্ধার করে। কামরাঙ্গীরচর থানার পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রব জানান, আমরা খবর পেয়ে রাত ১২টার দিকে কামরাঙ্গীরচরের ঝাউলাহাটি শহীদ কাউছার রোড এলাকার একটি বাসার পঞ্চম তলা থেকে শাহিনুর নামে এক নারীর মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠানো হয়। তিনি আরও জানান, নিহতের আত্মীয়র মুখে জানতে পারি পারিবারিক কলহের জেরে স্বামীর ওপর অভিমান করে তার নিজ রুমে গিয়ে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস নেন। পরে আমাদেরকে খবর দিলে আমরা গিয়ে তার মরদেহ উদ্ধার করি। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে এলে মৃত্যুর সঠিক কারণ জানা...
কামরাঙ্গীরচরে গৃহবধূর মরদেহ উদ্ধার
অনলাইন ডেস্ক

আইসিসিবিতে পুরান ঢাকার বাহারি ইফতারের পসরা
নিজস্ব প্রতিবেদক

ইফতারের টেবিলে শুধু খাবার নয়, থাকে ঐতিহ্যের ছোঁয়া, স্মৃতির বাঁধন। পুরান ঢাকার ইফতার মানেই যেনো এক অনন্য আয়োজন। সেই পুরান ঢাকার শতবর্ষী স্বাদ এবার জায়গা করে নিয়েছে আইসিসিবির ইফতার বাজারে। কাচ্চির ঘ্রাণ, হালিমের মোলায়েম স্বাদ, বাহারি মিষ্টান্ন সব মিলিয়ে ভোজনরসিকদের জন্য এক নতুন ঠিকানা, যেখানে শহরের কোলাহল নয়, রাজত্ব করছে স্বাদ আর সুবাস। মাটনের নরম মাংস, বাসমতি চাল আর ঘিয়ের মিশেলে তৈরি আইসিসিবির কাচ্চি ইতোমধ্যে বেশ জনপ্রিয়। সঙ্গে রয়েছে পুরান ঢাকার ঐতিহ্যবাহী তেহারি, যা ঘন মসলা ও ঝরঝরে চালের মিশেলে এক অন্যরকম স্বাদ নিয়ে হাজির। বিশাল আকৃতির চিকেন জালি কাবাব, টার্কিশ নান ও মাটন লেগের স্বাদ ক্রেতাদের মন জয় করছে। আর এর সঙ্গে মসলাদার বোরহানি যেন ইফতারের স্বাদকে আরও বাড়িয়ে তুলেছে। গরু ও মাটনের মিশ্রণে তৈরি গাঢ়, মশলাদার হালিম ইফতারের অন্যতম আকর্ষণ। আর...
রাজধানীতে ট্রাফিক আইনে দুই দিনে ২৪৮৫ মামলা
অনলাইন ডেস্ক

রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইনে গত দুই দিনে ২ হাজার ৪৮৫ মামলা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। গত বৃহস্পতিবার (১৩ মার্চ) থেকে গতকাল শুক্রবার (১৪ মার্চ) পর্যন্ত ডিএমপির ট্রাফিক বিভাগের চলা অভিযানে ৩১৬টি গাড়ি ডাম্পিং এবং ১২৪টি গাড়ি রেকার করা হয়েছে। আজ শনিবার (১৫ মার্চ) ডিএমপির উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। মুহাম্মদ তালেবুর রহমান জানান, ট্রাফিক বিভাগ কর্তৃক অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়। তালেবুর রহমান আরও জানান, ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে। News24d.tv/কেআই
রাজধানীর যেসব এলাকায় রোববার গ্যাস থাকবে না
অনলাইন ডেস্ক

রাজধানীর কামারপাড়া ব্রিজ-সংলগ্ন এলাকা থেকে বলাকা ভবন পর্যন্ত তিতাস গ্যাসের বিদ্যমান লাইন স্থানান্তরের জন্য কয়েকটি এলাকায় ছয় ঘণ্টা সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। শনিবার (১৫ মার্চ) সংবাদ মাধ্যমে পাঠানো তিতাস গ্যাস কর্তৃপক্ষের জরুরি গ্যাস শাটডাউন বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) আওতাধীন এমআরটি লাইন-১ এর ভূগর্ভস্থ স্টেশনের (বিমানবন্দর ও খিলক্ষেত) অ্যালাইনমেন্ট থেকে তিতাস গ্যাসের বিদ্যমান লাইন স্থানান্তর করা হবে। এজন্য আগামীকাল রোববার (১৬ মার্চ) সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত মোট ছয় ঘণ্টা ঢাকা মহানগরীর কামারপাড়া ব্রিজ-সংলগ্ন এলাকা থেকে বলাকা ভবন পর্যন্ত সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এ ছাড়া উত্তরার সব সেক্টর, উত্তরখান, দক্ষিণখান ও...