গাজীপুরে বাবাকে ফেলে ছেড়ে যাওয়া বাস থেকে ছেলেকে উদ্ধার করে দিল ৯৯৯ এর হেল্প লাইন। রোববার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় হারিয়ে যাওয়া এই ছেলের খোঁজে ৯৯৯ এ তার বাবা কল করলে তারা ছেলেকে খুঁজে দেন। ৯৯৯ কর্তৃপক্ষ জানায়, সেদিন সন্ধ্যায় গাজীপুর চৌরাস্তা থেকে একজন বাবা জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে জানান, শেরপুরগামী বাসে যাত্রা করছিলেন তিনি ও তার ছেলে(৬)। গাজীপুর চৌরাস্তায় বাসটি যাত্রী নিতে থামলে বাবা কিছু কেনার জন্য বাস থেকে নামেন। কেনাকাটা শেষ করে এসে দেখেন বাসটি নেই, ছেড়ে চলে গেছে। বাসে তার ছেলে ছিল। কী করবেন বুঝে উঠতে পারছিলেন না। পরে বাবা জাতীয় হেল্প লাইন ৯৯৯ নম্বরে সহযোগিতা চান। সে সময় কলটি রিসিভ করেছিলেন ৯৯৯ কলটেকার কনস্টেবল নাজমুল। কনস্টেবল নাজমুল ময়মনসিংহ জেলা পুলিশ নিয়ন্ত্রণ কক্ষে বিষয়টি জানায় এবং ছেলেশিশুটিকে উদ্ধারের ব্যবস্থা নিতে বলে।...
ছেলেকে নিয়ে ছেড়ে গেল বাস, ৯৯৯ এর সহযোগিতায় উদ্ধার
নিজস্ব প্রতিবেদক
নরসিংদীতে টেক্সটাইল মিলের আগুন নিয়ন্ত্রণে
নরসিংদী প্রতিনিধি
নরসিংদীর সদরে মেহেরপাড়া ইউনিয়নে একটি টেক্সটাইলে অগ্নিকাণ্ডের ঘটনার প্রায় ২ ঘন্টা চেষ্টার পর আগুন এখন নিয়ন্ত্রণে। সোমবার (৩ ফেব্রুয়ারি) দুপুর দেড় টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ৫টি ইউনিটের ২ ঘন্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি মালিকপক্ষের। তবে কি কারনে আগুনের সূত্রপাত সেটা বলতে পারেনি ফায়ার সার্ভিস। news24bd.tv/এআর
গরুচোর সন্দেহে গণপিটুনি নিহত ১
শেরপুর প্রতিনিধি
শেরপুরের নকলায় গরুচোর সন্দেহে জনসাধারণের গণপিটুনিতে মুসলিম উদ্দিন (৪৫) নামে এক ব্যক্তি নিহত এবং আরও ৫ জন গুরুতর আহত হয়েছেন।রোববার (২ ফেব্রুয়ারি) রাতে দক্ষিণ নকলা এলাকায় গণপিটুনির ঘটনা ঘটে। নিহত মুসলিম ঝিনাইগাতী উপজেলার নলকুড়া ইউনিয়নের গোমড়া এলাকার মৃত মইজ উদ্দিনের ছেলে। এ ঘটনায় আহতরা হচ্ছেন গোমড়া এলাকার মৃত্যু নূর মোহাম্মদের ছেলে আমির হোসেন (৩০), জয়নাল আবেদীনের ছেলে আজি রহমান (১৯), সুরুজ মিয়ার ছেলে রাজু মিয়া (২৫), আবুল হোসেনের ছেলে আয়নাল হক (৩৪) ও পার্শ্ববর্তী সন্ধ্যাকুড়া এলাকার মো. শাহজাদার ছেলে মো. সাদ্দাম (৩০)। পুলিশ ও স্থানীয়রা জানায়, রোববার রাত সাড়ে ১০টার দিকে দক্ষিণ নকলা এলাকার শেরপুর-ঢাকা মহাসড়কের পাশে এই ৬ জনকে দাঁড়িয়ে থাকতে দেখে গরুচোর বলে চিৎকার শুরু করেন স্থানীয়রা। পরে স্থানীয় কয়েকশ লোক জড়ো হয়ে গরুচোর সন্দেহে গণপিটুনি শুরু করলে গুরুতর আহত...
টুঙ্গিপাড়ায় পুলিশের ওপর হামলায় ৪৭৫ জনের নামে মামলা
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রসংগঠন ছাত্রলীগের সদস্য সন্দেহে আটক ব্যক্তিকে ছিনিয়ে নিতে পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় ৪৭৫ জনকে আসামি করে মামলা করা হয়েছে। আজ সোমবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে টুঙ্গিপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) রাব্বি মোরসালিন বাদী হয়ে মামলাটি করেন। এজাহারে ১৭৫ জনের নাম উল্লেখ এবং তিনশ জনকে অজ্ঞাত রাখা হয়েছে। গতকাল রোববার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাতটার দিকে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু সমাধির কাছেই খান সাহেব শেখ মোশাররফ হোসেন স্কুল অ্যান্ড কলেজের সামনে আওয়ামী লীগের লিফলেট বিতরণ নিয়ে পুলিশের সাথে স্থানীয় আওয়ামী লীগ কর্মীদের সাথে পুলিশের উপর হামলার ঘটনা ঘটে। হামলাকারী সবাই স্থানীয় আওয়ামী লীগ সমর্থক বলে জানা গেছে। টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর