ভারতীয় জনপ্রিয় গায়ক উদিত নারায়ণ। এই গায়কের চুম্বন বিতর্ক নিয়ে দিনকয়েক ধরেই চলছে নানান আলোচনা-সমালোচনা। বলা চলে, তিনি এখন চর্চার কেন্দ্রে। নারী অনুরাগীদের চুম্বনের সেই ভিডিও এখন রীতিমতো ভাইরাল। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওয় দেখা গিয়েছে টিপ টিপ বরসা পানি গানে মঞ্চ কাঁপাচ্ছেন শিল্পী। আর সেই সময় এক নারী ভক্ত ছবি তুলতে এগিয়ে আসেন তাঁর কাছে। সেখানেই ভক্তদের চুম্বনের পাল্টা একের পর এক চুম্বন করতে দেখা যায় উদিত নারায়ণকে। যে বিষয়টি একেবারেই ভালো লাগেনি অনেকের। হয়েছে সমালোচনাও। উদিতের চুম্বন বিতর্কে কী বললেন গায়ক অভিজিৎ ভট্টাচার্য? একটি সংবাদ মাধ্যমকে অভিজিৎ ভট্টাচার্য বলেন, উদিত একজন সুপারস্টার গায়ক। এরকম ঘটনা শিল্পীদের সঙ্গে হামেশাই ঘটে। আমাদের সঙ্গে যদি বাউন্সার কিংবা নিরাপত্তারক্ষী না থাকেন, লোকেরা আমাদের জামাকাপড়ও ছিঁড়ে ফেলেন।...
‘গালভর্তি লিপস্টিকের দাগ’, উদিতের চুম্বন বিতর্কে কী বললেন অভিজিৎ
অনলাইন ডেস্ক
দর্শকদের এবার সার্কাস দেখাতে আসছেন মিথিলা
অনলাইন ডেস্ক
এবার দর্শকদের সার্কাস দেখাতে আসছেন রাফিয়াত রশিদ মিথিলা। অরুণ চৌধুরীর জলে জ্বলে তারা সিনেমায় এমন ভূমিকায় দেখা যাবে তাকে। ভালোবাসা দিবস উপলক্ষে ১৪ ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি। জলে জ্বলে তারা সিনেমায় মিথিলার চরিত্রের নাম তারা। নদীর পাড়ে যার বাস, ঘুরে ঘুরে দেখিয়ে বেড়ায় নানা ধরনের সার্কাস। চরিত্রটি ধারণ করতে চ্যালেঞ্জের পাশাপাশি যথেষ্ট সাহসের প্রয়োজন ছিল বলে জানান মিথিলা। তারা চরিত্র নিয়ে মিথিলা বলেন, এমন চরিত্রে আগে কখনোই অভিনয় করা হয়নি। সার্কাসে আমাকে নাচতে হয়েছে, ছুরি খেলায় অংশ নিতে হয়েছে। চ্যালেঞ্জ তো অবশ্যই ছিল। চরিত্রটি ফুটিয়ে তোলার জন্য নিয়মিত অনুশীলন করতে হয়েছে। বিশেষ করে ছুরি খেলায় অংশ নিতে যথেষ্ট সাহসের দরকার ছিল। একটি দৃশ্য আছে, যেখানে আমার দিকে লক্ষ্য করে ছুরি মারা হয়। অল্পের জন্য সেটি আমার শরীরে লাগেনি। মিথিলা...
দুর্ঘটনার শিকার অভিষেক বচ্চন
অনলাইন ডেস্ক
ইংল্যান্ডের বিপক্ষে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টি ম্যাচে ভারত জয়ী হয়েছে। এদিকে বলিউডের কিংবদন্তী অভিনেতা অমিতাভ বচ্চন এবং অভিষেক বচ্চনকে দেখা যায় এ জয় উদযাপন করতে। এরপর বাবা-ছেলে দুজনেই মুম্বাইয়ের জনপ্রিয় খাবারের দোকান মাদ্রাজ ক্যাফেতে দক্ষিণ ভারতীয় সুস্বাদু খাবার দিয়ে ডিনার করেন। এরই মাঝে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। যেখানে দেখা যায়, অমিতাভ বচ্চন একটি সাদা হুডি এবং কালো প্যান্ট পরেছিলেন, আর অভিষেক জার্সি পরেছিলেন। মাদ্রাজ ক্যাফের বাইরে বেরিয়ে আসার সময় একটা ছোট্ট দুর্ঘটনার সম্মুখীন হন জুনিয়র বচ্চন। দরজার শাটার অর্ধেক বন্ধ রাখা হয়েছিল। সেটি তুলে তারা বেরিয়ে আসছিলেন। তখনই কোনোভাবে শাটারটি এসে মাথায় পড়ে জুনিয়র বচ্চনের। যদিও খুব বেশি আঘাত লাগেনি। প্রসঙ্গত, অমিতাভ বচ্চনকে শেষবার দেখা যায় পরিচালক নাগ অশ্বিনের ছবি কল্কি...
হাসপাতাল থেকে ফেরার ১৩ দিন পর সংবাদমাধ্যমকে যা বললেন সাইফ
অনলাইন ডেস্ক
গত ২১ জানুয়ারি হাসপাতাল থেকে বাড়িতে ফেরেন বলিউড অভিনেতা সাইফ আলী খান। এরপর মুম্বই পুলিশকে নিয়মমাফিক তদন্তে সাহায্য করে চলেছেন অভিনেতা। সোমবার মুম্বইয়ে তাঁর নতুন কাজের সূত্রে সাংবাদিকদের মুখোমুখি হন সাইফ। অভিনেতার পরনে ছিল ডেনিম শার্ট এবং জিন্স। চুল ব্যাকব্রাশ করা এবং পাতলা গোঁফ। তবে অভিনেতার বাঁ হাতে ব্যান্ডেজ সকলের দৃষ্টি আকর্ষণ করেছে। স্বাভাবিক ভাবেই সাংবাদিক সম্মেলনে সাইফের দিকে একাধিক প্রশ্ন আসে। অভিনেতা কেমন আছেন, জানতে চান অনেকেই। সাইফ তাঁর সংক্ষিপ্ত উত্তরে বলেন, এখানে আপনাদের সকলের সামনে দাঁড়িয়ে থাকতে পেরে ভালো লাগছে। আমি এই ছবিটা নিয়ে খুবই উত্তেজিত। সোমবার একটি প্রথম সারির ওটিটি তাদের পরবর্তী কাজের ঝলক প্রকাশ্যে আনে, যার মধ্যে রয়েছে সাইফ অভিনীত জুয়েল থিফ ছবিটি। একটি মূল্যবান হীরে চুরির ঘটনা ছবির প্রেক্ষাপট। সাইফ ছাড়াও অভিনয়...