বাড়ি ফেরার পথে টাঙ্গাইলের কালিহাতীতে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ২ বন্ধু নিহত হয়েছে। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮ টার দিকে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের উপজেলার ৫নং ব্রিজের ধলাটেংগুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, রাকিব (২৬) ও রিজভী (২৮)। তারা টাঙ্গাইলের নগর জৈলফে এলাকার বাসিন্দা বলে তাৎক্ষণিক জানা যায়। পুলিশ ও স্থানীয়রা জানায়, যমুনা সেতু এলাকা থেকে তারা মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে মহাসড়কের উপজেলার ৫নং বিজ্রের ধলাটেংগুর এলাকায় পৌঁছলে উত্তরবঙ্গগামী একটি বাস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলে দুই মোটরসাইকেল আরোহী নিহত হন। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার উপ-পরিদর্শক (এসআই) রাইজ উদ্দিন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে...
টাঙ্গাইলে বাড়ি ফেরার পথে সড়কে প্রাণ গেল ২ বন্ধুর
টাঙ্গাইল প্রতিনিধি
![টাঙ্গাইলে বাড়ি ফেরার পথে সড়কে প্রাণ গেল ২ বন্ধুর](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/07/1738951032-81b6980cb0b84f7455a943d63b0aed8c.jpg?w=1920&q=100)
কুড়িগ্রামে ৩ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ঘোষণা
অনলাইন ডেস্ক
![কুড়িগ্রামে ৩ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ঘোষণা](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/07/1738949766-341f64050cf60ae799681f8b784f315a.jpg?w=1920&q=100)
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের জন্য কুড়িগ্রামে ৩ আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে জামায়াতে ইসলামী।শুক্রবার (৭ ফেব্রুয়ারি) কুড়িগ্রাম জেলা শুরা বৈঠকে এই প্রার্থীদের নামের তালিকা ঘোষণা করা হয়। এ বিষয়টি নিশ্চিত করেছেন জেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল মতিন ফারুকী। প্রার্থীরা হলেন, (কুড়িগ্রাম সদর, রাজারহাট ও ফুলবাড়ী উপজেলা) নিয়ে কুড়িগ্রাম-২ আসনেরপ্রার্থী অ্যাডভোকেট ইয়াছিন আলী সরকার, উলিপুর উপজেলা নিয়ে কুড়িগ্রাম-৩ আসনের প্রার্থী বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় অফিস সম্পাদক ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি ব্যারিস্টার মাহবুব আলম সালেহী। অপরদিকে, কুড়িগ্রাম- ৪ (চিলমারী, রৌমারী, রাজিবপুর) আসনের প্রার্থীমোস্তাফিজুর রহমান মোস্তাক। কুড়িগ্রাম জেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল মতিন ফারুকী বলেন, কুড়িগ্রাম জেলা শুরা বৈঠকে...
চট্টগ্রামে ২৪ ঘণ্টায় আ.লীগ-নিষিদ্ধ ছাত্রলীগের ১৬ নেতাকর্মী গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক
![চট্টগ্রামে ২৪ ঘণ্টায় আ.লীগ-নিষিদ্ধ ছাত্রলীগের ১৬ নেতাকর্মী গ্রেপ্তার](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/07/1738944179-aab311188b4cfc678fb5f645f2a09e93.jpg?w=1920&q=100)
চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ১৬ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৭ জানুয়ারি) চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) মাহমুদা বেগম এ তথ্য নিশ্চিত করেছেন। এডিসি বলেন, বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দুপুর ২টা থেকে শুক্রবার দুপুর ২টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- মো. আকতার হোসেন প্রকাশ আকতার কোম্পানি (৪৮), বিজয় দে (২৫), মো. ছিদ্দিক মুন্সি (৪১), জাবেদ উদ্দিন চৌধুরী প্রকাশ সাজু (৩৯), শেখ রাসেল (৪০), রতন ঘোষ (৪৮), ডা. কথক দাশ (৪০), মো. নাজমুল হাসান (১৯), সুশান্ত দাশ দেবু (২৫), সৌরভ কুমার দে প্রকাশ বাসু (৪৫), মো. হিরন মিয়া (৬৮), মো. পারভেজ খান প্রিন্স (৩৪), মো. সফি আলম সওদাগর (৪০), শেখ আব্দুল শুক্কুর (৫৮), মো. রিয়াজুল ইসলাম (২১) ও গোলাম...
কক্সবাজার উপকূলে লুটকরা মাছসহ ১৮ জলদস্যু আটক
অনলাইন ডেস্ক
![কক্সবাজার উপকূলে লুটকরা মাছসহ ১৮ জলদস্যু আটক](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/07/1738941980-a1c3db42e81c060cd4e7de330a0a6c40.jpg?w=1920&q=100)
কক্সবাজারের উপকূলবর্তী সোনাদিয়া দ্বীপ সংলগ্ন সাগরে অভিযান চালিয়ে ১৮ জলদস্যুকে আটক করেছে কোস্টগার্ড। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সকালে এ অভিযানে লুট করা বিপুল পরিমাণ মাছসহ এফবি মায়ের দোয়া ১৭৯ নামের একটি মাছ ধরার ট্রলার জব্দ করা হয়। কোস্টগার্ড ও পুলিশ সূত্রে জানা গেছে, গত বুধবার রাতে মহেশখালীর সোনাদিয়া দ্বীপের কাছে সাগরে মাছ ধরার সময় একদল জলদস্যু একটি ট্রলারে হামলা চালায়। তারা ধারালো অস্ত্র দিয়ে জেলে বেলালকে আঘাত করে এবং অন্যান্য জেলেদের হত্যার হুমকি দিয়ে ট্রলার থেকে মাছ, মোবাইল ও নগদ টাকা লুট করে। পরে ট্রলারের ইঞ্জিন ভেঙে দিয়ে পালিয়ে যায়। আক্রান্ত জেলেরা ৯৯৯-এ কল করলে অন্য একটি ট্রলার গিয়ে তাদের উদ্ধার করে। ঘটনার পরপরই কোস্টগার্ড অভিযান চালিয়ে জলদস্যুদের আটক করে। জব্দকৃত মাছগুলো কক্সবাজার সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা সুজয় পালের...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর