ছাদেকুল্লাহ মহিম, চারবছর আগে এক বৃষ্টির দিনে যার বাবা চট্টগ্রাম নগরের খালে চিরতরে হারিয়ে গিয়েছিলেন। আজও খোঁজ মেলেনি তার বাবার। সোমবার (২১ এপ্রিল) সকালে ছাদেকুল্লাহ মহিম যখন সংবাদ মাধ্যমকে কথাগুলো বলছিলেন, তখন বাইরে অঝোর ধারায় বৃষ্টি ঝরছিল। আক্ষেপ নিয়ে তিনি বলছিলেন, আমি এক দুর্ভাগা সন্তান। যার বাবা ছিল। কিন্তু সেই বাবা নগরের খালে হারিয়ে গেল। লাশটিও খুঁজে পেলাম না। সব সন্তান তার বাবার কবরের পাশে দাঁড়াতে পারে। অথচ আমার বাবার কোনো কবর নেই। আমার দাঁড়ানোর কোনো জায়গাও নেই। চার বছর ধরে বাবার লাশের খোঁজে আছি। কিন্তু কেউ আমার বাবার খোঁজ দিতে পারেনি। ছাদেকুল্লাহ মহিম বলেন, আজকের মতো সেদিনও এমন বৃষ্টি ঝরছিল। বাবা মাইজভাণ্ডার জেয়ারতের মনস্থির করেছিলেন। চকবাজারের সবজির দোকানে আমাকে বসিয়ে বেরিয়ে যান। সেই যে বের হলেন, আর ফেরেননি। বাবাকে হারানোর দিনের...
চার বছর ধরে বাবার লাশের খোঁজে ছাদেকুল্লাহ মহিম

ওজনে কম দেওয়া ও ট্রেড লাইসেন্স না থাকায় ৭৬ হাজার টাকা জরিমানা
বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটে নোংরা পরিবেশে গরু জবাই ও বাটখারায় বিএসটিআইয়ের স্টিকার না থাকা, ওজনে কম দেওয়া ও দোকানের ট্রেড লাইসেন্স না অপরাধে সালাম কসাইয়ের ৩টি প্রতিষ্ঠানকে ২৬ হাজার টাকা ও ফতেপুর মৎস্য আড়তে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সোমবার সকালে শহরের প্রধান বাজারে অভিযান পরিচালনা করেন বাগেরহাট জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে সেনাবাহিনীর একটি টিম, গোয়েন্দা সংস্থা, চেম্বার অব কমার্স প্রতিনিধি ও বাগেরহাট পৌরসভার সহায়তা প্রদান করেন। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বাগেরহাটের সহকারি পরিচালক শরিফা সুলতানা জানান, ভোক্তা অধিকার ও সেনাবাহিনীর যৌথ অভিযানে জনসচেতনতা বৃদ্ধি ও ভোক্তা অধিকারবিরোধী কার্য হতে বিরত থাকার জন্য লিফলেট বিতরণ করা হয়। ভবিষ্যতেও জনস্বার্থে এ ধরনের অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান...
৫ শিক্ষার্থী উদ্ধারে খাগড়াছড়িতে ‘ইউপিডিএফের গোপন আস্তানা’র সন্ধান
খাগড়াছড়ি প্রতিনিধি

খাগড়াছড়িতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) অপহৃত পাঁচশিক্ষার্থী উদ্ধারে টানা অভিযানে ইউপিডিএফের একটি গোপন আস্তানার সন্ধান পেয়েছে যৌথবাহিনী।অপহরণের ছয় দিন পেরিয়ে গেলেও তাদের কোনো সন্ধান মেলেনি, তবে অপহৃতদের উদ্ধারে দিনরাত অভিযান পরিচালনা করছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সোমবার (২১ এপ্রিল) ভোরে খাগড়াছড়ি জেলা সদরের ভাই-বোনছড়ার পূর্ণ চন্দ্র কারবারিপাড়া এলাকার একটি তালাবন্ধ টিনসেটের ঘরে অভিযান চালায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এসময় কাউকে আটক করতে না পারলেও চাঁদা আদায়ের রশিদ, ল্যাপটপ, মোবাইল, সামরিক ইউনিফর্মসহ বিপুল পরিমাণ প্রশিক্ষণ সরঞ্জামাদি উদ্ধার করতে সক্ষম হয়। পুলিশ জানায়, সোমবার ভোর ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনী খাগড়াছড়ি জেলা সদরের ভাই-বোনছড়ার পূর্ণ চন্দ্র কারবারিপাড়া এলাকায় অভিযান চালিয়ে ইউপিডিএফের একটি গোপন...
দ্বিতীয় দিনের শেষটা রাঙালো বাংলাদেশ
অনলাইন ডেস্ক

প্রথম ইনিংসে বাংলাদেশকে ১৯১ রানে অলআউট করে সিলেট টেস্টের প্রথম দিনটা রাঙিয়ে ছিল সফরকারী জিম্বাবুয়ে। তবে দ্বিতীয় দিনের শুরুতে টাইগাররা আঘাত করলেও সেই ধাক্কা সামলে ওঠে রোডেশিয়ানরা। কিন্তু দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে দ্বিতীয় দিনের শেষটা নিজেদের করেছে শান্ত বাহিনী। মেহেদী হাসান মিরাজের ফাইফারে ভর করে প্রথম ইনিংসে ২৭৩ রানে অলআউট হয়েছে জিম্বাবুয়ে। এতে ৮২ রানের লিড পেয়েছিল রোডেশিয়ানরা। জবাবে দিনের শেষ সময়ে ১৩ ওভার ব্যাট করে ৫৭ রান তুলতে পেরেছে টাইগাররা। এতে জিম্বাবুয়ের থেকে ২৫ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে স্বাগতিকরা। সোমবার (২১ এপ্রিল) দিনের শেষ সময়ে ব্যাট করতে নেমে শুরুতেই হোঁচট খায় টাইগাররা। মাত্র ৪ রান করে সাজঘরে ফেরেন ওপেনার সাদমান ইসলাম। ব্যক্তিগত ৬ রানে আউট হতে পারতেন মাহমুদুল হাসান জয়ও। তবে জিম্বাবুয়ের উইকেটরক্ষক বল...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর