পতিত আওয়ামী লীগ সরকারের সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে শুক্রবার রাতে হামলার শিকার হন বেশ কয়েকজন শিক্ষার্থী। যার প্রতিবাদে এবার গাজীপুরে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে সরকার পতনে নেতৃত্ব দেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি।
আজ শনিবার ( ৮ ফেব্রুয়ারি ) দুপুর ১ টায় রাজবাড়ি মাঠে বিক্ষোভ সমাবেশ হবে বলে জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এতে কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ অংশ নেবেন।
শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাত ২টায় নিজের ভেরিফায়েড সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকউন্ট থেকে এ প্রসঙ্গে একটি পোস্ট দেন সারজিস। পোস্টে তিনি লেখেন, “গাজীপুরে আজকেই (শনিবার) হবে আওয়ামী সন্ত্রাসীদের শেষ দিন। আমরা আসছি…”।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কমিটির ফেসবুক পোস্টে বলেছে, ‘‘গাজীপুরের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠকদের ওপর আওয়ামী সন্ত্রাসী মোজাম্মেল-জাহাঙ্গীরের চাপাতি বাহিনীর হামলার প্রতিবাদে শনিবার বিশাল বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশে উপস্থিত থাকবেন সারা দেশের আপামর ছাত্র-জনতা ও কেন্দ্রীয় নেতৃবৃন্দরা।’’

news24bd.tv/ডিডি