আজ মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকাল থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে চাকরিচ্যুত বিডিআর সদস্য ও তাদের পরিবারের সদস্যরা অবস্থান নিয়েছেন। সংগঠনটির সভাপতি ফয়জুল আলম বলেন, পিলখানা হত্যাকাণ্ডে প্রহসনমূলক মামলায় নিরপরাধ জেলবন্দিদের মুক্তি দিতে হবে। অন্যায়ভাবে যাদের চাকরিচ্যুত করা হয়েছে তাদের সরকারি সব ধরনের ক্ষতিপূরণসহ ৬ দফা অনতিবিলম্বে বাস্তবায়ন করতে হবে। সেজন্য ১১, ১২ ও ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত আমরা লাগাতার শহীদ মিনারে অবস্থান করবো। এর মধ্যে সুখবর না এলে আরও কঠোর কর্মসূচি ঘোষণাে হুঁশিয়ারিও দেন তিনি। চাকরিচ্যুত বিডিআর সদস্যদের ৬ দফা দাবিগুলো হলো ১. পিলখানার ভেতরে ও বাইরে ১৮টি বিশেষ আদালত ও অধিনায়কের সামারি কোর্ট গঠন করে যেসব বিডিআর সদস্যকে চাকরিচ্যুত করা হয়েছে তাদের চাকরিতে পুনর্বহাল করতে হবে। একইসঙ্গে তাদের ক্ষতিপূরণ ও রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা...
শহীদ মিনারে চাকরিচ্যুত বিডিআর সদস্যদের ৬ দাবি নিয়ে অবস্থান
নিজস্ব প্রতিবেদক
![শহীদ মিনারে চাকরিচ্যুত বিডিআর সদস্যদের ৬ দাবি নিয়ে অবস্থান](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/11/1739253152-b6b509c652511d9f159ae4a33ed714ad.jpg?w=1920&q=100)
ঘন কুয়াশায় আচ্ছন্ন রাজধানী, শীতের তীব্রতা কম
অনলাইন ডেস্ক
![ঘন কুয়াশায় আচ্ছন্ন রাজধানী, শীতের তীব্রতা কম](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/11/1739244936-dedc9b56e50bfb2dd0ab514bfe459dd8.jpg?w=1920&q=100)
রাজধানী ঢাকা আজ মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) ঘন কুয়াশায় আচ্ছন্ন হয়ে পড়েছে, যার সঙ্গে ঝিরিঝিরি বৃষ্টিও পড়তে দেখা গেছে। তবে তাপমাত্রা তুলনামূলক বেশি থাকায় শীতের তীব্রতা অন্যান্য দিনের তুলনায় কম অনুভূত হচ্ছে। সকাল ৯টা পর্যন্ত সূর্যের দেখা মেলেনি, এবং যানবাহনগুলো হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে। আবহাওয়া অধিদফতর সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুর পর্যন্ত ঢাকা শহর ঘন কুয়াশায় আচ্ছন্ন থাকতে পারে। গত কয়েকদিনে রংপুর বিভাগ ছাড়া দেশের অন্যান্য স্থানে দিন ও রাতের তাপমাত্রা বেড়েছে, ফলে শীতের অনুভূতি অনেকটাই কমেছে। সরেজমিনে দেখা গেছে, হালকা শীতের সঙ্গে ঘন কুয়াশায় রাজধানীবাসীর জীবনযাত্রাকে প্রভাবিত করছে। বিভিন্ন এলাকায় দেখা গেছে মাঝারি থেকে ঘন কুয়াশার উপস্থিতি। ভোর থেকে সকাল পর্যন্ত কুয়াশার ঘনত্ব এতটাই বেশি যে, দিনের আলোতে কিছুটা দূরবর্তী জিনিস স্পষ্টভাবে দেখা...
শ্যামপুরে জুতার কারখানায় আগুন
অনলাইন ডেস্ক
![শ্যামপুরে জুতার কারখানায় আগুন](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/11/1739243740-1495df9493c83d4750d2c0ab52bdb912.jpg?w=1920&q=100)
রাজধানীর শ্যামপুরে একটি জুতার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) ভোর ৫টার দিকে শ্যামপুরে একটি পুরাতন স্যান্ডেল রিসাইক্লিং কারখানায় আগুন লাগে। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন। তিনি জানান, ভোর ৫টা ৮ মিনিটে প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে, এরপর আরও ৬টি ইউনিট যুক্ত হয়। টানা দুই ঘণ্টার চেষ্টায় সকাল ৭টা ১৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। তবে অগ্নিকাণ্ডে কারখানার সব কাঁচামাল পুড়ে গেছে। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি, বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।...
রাজধানীতে বাসের ধাক্কায় আহত দুই মিসরীয় নারী
অনলাইন ডেস্ক
![রাজধানীতে বাসের ধাক্কায় আহত দুই মিসরীয় নারী](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/11/1739239600-0e5da6ef1a77699876e4dc4013891738.jpg?w=1920&q=100)
রাজধানীর ইন্টার কন্টিনেন্টাল হোটেলের পাশের সড়কে বাসের ধাক্কায় দুই মিসরীয় নারী আহত হয়েছেন। আহতরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়ে ফিরে গেছেন। হাসপাতাল সূত্রে জানা যায়, সোমবার (১০ ফেব্রুয়ারি) রাত সাড়ে আটটার দিকে ইন্টার কন্টিনেন্টালের পাশের সড়ক পার হওয়ার সময় শিকড় পরিবহনের একটি বাস তাদের ধাক্কা দেয়। তবে আঘাত গুরুতর না হওয়ায় চিকিৎসা শেষে তাদের ছেড়ে দেওয়া হয়। রমনা থানার পরিদর্শক (তদন্ত) তারেকুল ইসলাম জানান, হোটেল ইন্টার কন্টিনেন্টাল থেকে হাঁটতে বের হলে ওই দুই বিদেশি নাগরিক দুর্ঘটনার শিকার হন। পুলিশের একটি দল ঘটনাস্থলে গেলেও এখনো বিস্তারিত তথ্য নিশ্চিত করা যায়নি। news24bd.tv/DHL
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর