২০২৪-২৫ শিক্ষাবর্ষের গুচ্ছভুক্ত ১৯টি বিশ্ববিদ্যালয়ের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের সি ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। আজ সোমবার বিকেলে এ পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ বাসসকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সি ইউনিটের ভর্তি পরীক্ষায় পাস মার্কস অর্থাৎ ৩০ কিংবা তার চেয়ে বেশি নম্বর পেয়েছেন ১৩ হাজার ৬৬০ জন। শতকরা হিসাবে যা ৬৩ দশমিক ৩৫ শতাংশ। আর ফেল করেছেন ৭ হাজার ৮৯৮ জন। অধ্যাপক আনোয়ারুল আজীম আরও জানান, ছয়টি উত্তরপত্র বাতিল করা হয়েছে। সি ইউনিটে সর্বোচ্চ প্রাপ্ত নম্বর ৯০ দশমিক ২৫ । পরীক্ষায় উপস্থিতির হার ৯৩ দশমিক ৫০ শতাংশ। অনুপস্থিতির হার ৬ দশমিক ৫০ শতাংশ। গত ২৫...
গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে ‘সি’ ইউনিটের ফল প্রকাশ
প্রেস বিজ্ঞপ্তি

ইউআইইউ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
অনলাইন ডেস্ক

বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) শিক্ষা কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। রোববার (২৭ এপ্রিল) রাতে বিশ্ববিদ্যালয়ের ভেরিফায়েড ফেসবুকে পেজে দেয়া এক বার্তায় এ তথ্য জানান রেজিস্ট্রার ড. মো. জুলফিকার রহমান। এতে বলা হয়েছে, উপাচার্য, বিভাগীয় প্রধান ও ডিনসহ ১১ জনের পদত্যাগে বিশ্ববিদ্যালয় পরিচালনা কার্যক্রমে জটিলতার কারণে আজ সোমবার (২৮ এপ্রিল) থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে ইউআইইউ। কর্তৃপক্ষ জানায়, উপাচার্য, বিভাগীয় প্রধানসহ পদত্যাগকারী শিক্ষকদের পদে কেউ না আসা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল কার্যক্রম বন্ধ থাকবে। এর আগে উপাচার্যসহ ১১ জন বিভাগীয় প্রধানের পদত্যাগের বিষয়ে ক্যাম্পাসে ব্রিফিং করে শিক্ষার্থীরা। তারা জানায়, উপাচার্য ও সিএসই বিভাগের প্রধান ছাড়া বাকি...
বদলে গেলো ২০ শিক্ষাপ্রতিষ্ঠানের নাম
অনলাইন ডেস্ক

দেশের আরও ২০টি শিক্ষাপ্রতিষ্ঠানের নাম থেকে ছাত্র-জনতার আন্দোলনে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের নাম বাদ দেওয়া হয়েছে। আরেকটি শিক্ষাপ্রতিষ্ঠানের নাম থেকে জয় বাংলা বাদ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। রোববার (২৭ এপ্রিল) ১৬টি স্কুল, ৩টি স্কুল অ্যান্ড কলেজ ও ৩টি কলেজসহ মোট ২১টি শিক্ষাপ্রতিষ্ঠানের নাম পরিবর্তন করে আদেশ জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ। এতে স্বাক্ষর করে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব (বেসরকারি মাধ্যমিক শাখা) সাইয়েদ এ জেড মোরশেদ আলী। আদেশে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ বলেছে, বিগত ফ্যাসিস্ট সরকারের সঙ্গে জড়িত ব্যক্তিদের নামে রাষ্ট্রীয় সংস্থা, প্রতিষ্ঠান ও স্থাপনার নামকরণ বাতিলের বিষয়ে চলতি বছরের ১৬ জানুয়ারি উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী ২১টি...
জবিতে নিষিদ্ধ ছাত্রলীগের ২ নেতাকে পুলিশে সোপর্দ
অনলাইন ডেস্ক

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের দুই নেতাকে আটক করেছে ছাত্রদল। পরে ছাত্রদলের লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশে সোপর্দ করে প্রক্টরিয়াল বডি।তাদের একজন শাখা ছাত্রলীগের সহ-সভাপতি এবং বিশ্ববিদ্যালয়ে স্টোর শাখার কর্মরত আতাউল গণি টুটুল। অন্যজন পদার্থ বিজ্ঞানের ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থী আকরাম হোসেন। রোববার (২৭ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে তাদের আটক করা হয়। পরে রাত সাড়ে ৮টার দিকে পুলিশে সোপর্দ করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, টুটুল ছাত্রলীগের প্রভাব খাটিয়ে চাকরি নেওয়া এবং ছাত্রলীগের পদে থাকায় ছাত্রদলের নেতাকর্মীরা কাঁঠাল তলার সামনে মারধর করেন। পরবর্তীতে প্রক্টর অফিসে রেখে দেয়। অপর দিকে অভিযুক্ত আকরাম হোসেন মাস্টার্সের সার্টিফিকেট তুলতে ক্যাম্পাসে এলে ছাত্রদলের নেতাকর্মীরা মারধর করে প্রক্টর অফিসে নিয়ে যান। কোতোয়ালি...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর