আগামী ১১ এপ্রিল রাজধানীসহ দেশের চারটি শহরে স্বাধীনতা কনসার্ট করবে সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশন। সংগঠনটির ব্যানারে ঢাকা ও চট্টগ্রাম, খুলনা ও বগুড়া শহরে একযোগে এই কনসার্ট অনুষ্ঠিত হবে। ওই দিন বেলা ৩টা থেকে কনসার্ট শুরু হয়ে রাত ১১টায় শেষ হওয়ার কথা রয়েছে। বৃহস্পতিবার রাজধানীর গুলশানে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমন ঘোষণা দেন সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশনের সভাপতি ও বিএনপির যুগ্ম মহাসচিব শহিদ উদ্দীন চৌধুরী এ্যানি। সংবাদ সম্মেলনে বলা হয়, ঢাকার কনসার্টটি হবে জাতীয় সংসদ ভবনের সামনের মানিক মিয়া অ্যাভিনিউতে। কনসার্টে অংশ নেবেন জেমস, নীলা, পড়শী, জেফার, অনিমেষ রায়, মাহাথিম সাকিব, আলেয়া বেগম, মিফতা জামানসহ জনপ্রিয় শিল্পীরা। এছাড়া কনসার্টে থাকছে ফিডব্যাক, শিরোনামহীন, অ্যাফিক ব্যান্ড। চট্টগ্রামের কনসার্টটি হবে নগরীর এম এ আজীজ স্টেডিয়ামে। কনসার্টে অংশ নেবে...
ঢাকাসহ চার বিভাগীয় শহরে ‘স্বাধীনতা কনসার্ট’
অনলাইন ডেস্ক

কমছে না রোহিঙ্গাদের খাদ্য সহায়তা, ১২ ডলারই বহাল থাকছে
অনলাইন ডেস্ক

বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গা শরণার্থীদের জন্য খাদ্য সহায়তা কমানোর সিদ্ধান্ত থেকে সরে এসেছে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)। বৃহস্পতিবার রাতে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) মোহাম্মদ মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, তহবিল সংকট সত্ত্বেও ডব্লিউএফপি খাদ্য সহায়তা বজায় রাখার সিদ্ধান্ত নিয়েছে। এটি রোহিঙ্গাদের খাদ্য নিরাপত্তা ও পুষ্টি রক্ষা করতে সহায়তা করবে। তিনি জানান, কক্সবাজারে অবস্থানরত রোহিঙ্গাদের জন্য মাসিক ১২ ডলার ও ভাসানচরে অবস্থানরতদের জন্য ১৩ ডলার বরাদ্দ দেওয়া হচ্ছে। ডব্লিউএফপি এক চিঠিতে এ সিদ্ধান্তের কথা জানিয়েছে। চলতি মাসের শুরুর দিকে ডব্লিউএফপি তহবিল সংকটের কারণে রোহিঙ্গাদের মাসিক বরাদ্দ ১২ দশমিক ৫০ ডলার থেকে কমিয়ে ৬ ডলার করার পরিকল্পনার কথা জানায়। জরুরি তহবিল না পেলে এই সিদ্ধান্ত...
বেইজিং পৌঁছেছেন প্রধান উপদেষ্টা, কাল জিনপিংয়ের সঙ্গে বৈঠক
অনলাইন ডেস্ক

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এরই মধ্যে বেইজিং পৌঁছেছেন। আজ বৃহস্পতিবার (২৭ মার্চ) স্থানীয় সময় রাত ১০টা ২০ মিনিটে হাইনান থেকে তার ফ্লাইট বেইজিং ক্যাপিটাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। এ সময় বিমানবন্দরে প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান চীনের উপমন্ত্রী সান ওয়েইডং। উল্লেখ্য, অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস গত ২৬ মার্চ চারদিনের রাষ্ট্রীয় সফরে চীন পৌঁছান। সফরের দ্বিতীয় দিন আজ তিনি বোআও ফোরাম ফর এশিয়ার বার্ষিক সম্মেলনে ভাষণ দেন। এবার তিনি অন্তত আটটি অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। যার মধ্যে দ্বিপাক্ষিক বৈঠকও অন্তর্ভুক্ত ছিল। আরও পড়ুন ঈদের আগেই সুখবর পেল মিরপুর-উত্তরাবাসী ২৭ মার্চ, ২০২৫ স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় হাইনান থেকে বেইজিংয়ের উদ্দেশ্যে রওনা হন। আগামীকাল শুক্রবার (২৮ মার্চ) তিনি চীনা প্রেসিডেন্ট শি...
নিবন্ধন: রাষ্ট্র সংস্কার আন্দোলন ছাড়া অন্যদের আবেদনে বাধা দেখছে না ইসি
নিজস্ব প্রতিবেদক

রাষ্ট্র সংস্কার আন্দোলনে করা রিট আবেদনে রুল জারি হওয়ার বিষয়টি তুলে ধরে তিনি বলেন, এ দলটি ছাড়া অন্য রাজনৈতিক দলের নিবন্ধন আবেদনে কোনো বাধা নেই। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দল নিবন্ধনে গণবিজ্ঞপ্তির কার্যকারিতা স্থগিত করে হাই কোর্টের রুলের কপি হাতে পেয়েছেন বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার। বৃহস্পতিবার (২৭ মার্চ) আদালতের আদেশ হাতে পাওয়ার পর এ কথা জানান ইসি আনোয়ারুল। চার সপ্তাহের মধ্যে নির্বাচন কমিশন, প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশন সচিবালয়ের সচিবকে রুলের জবাব দিতে বলা হয়েছে বলেও জানান তিনি। তিনি বলেন, রাষ্ট্র সংস্কার আন্দোলনের বাইরে অন্য যারা আছে তাদের ক্ষেত্রে (নিবন্ধন আবেদন) কোনো বাধা নিষেধ নেই। সব দলের জন্য এ গণবিজ্ঞপ্তি স্থগিত করা হয়নি। আর আদালতের রুলের জবাবও দেওয়া হবে। এখন রাষ্ট্র...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর