পিরোজপুরের নেছারাবাদে জুমার নামাজের খুতবা পাঠ করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসিত হয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহিদুল ইসলাম। তার এ ব্যতিক্রমী উদ্যোগে মুগ্ধ হয়ে স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে নেটিজেনরাও তাকে নিয়ে প্রশংসায় ভাসাচ্ছেন। ঘটনাটি ঘটে গত শুক্রবার (২৫ এপ্রিল)। সেদিন নেছারাবাদ উপজেলার সোহাগদল ইউনিয়নের একতার হাটবাজার পরিদর্শনে যান ইউএনও। পরিদর্শন চলাকালে জুমার নামাজের সময় হলে তিনি দক্ষিণ সোহাগদল একতার হাটবাজার জামে মসজিদে নামাজ আদায় করতে যান। নামাজের আগে তিনি উপস্থিত মুসল্লিদের উদ্দেশ্যে সমাজে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখার জন্য ইসলামের শিক্ষা ও দেশের প্রচলিত আইনের গুরুত্ব তুলে ধরেন। এরপর খুতবা পাঠ করে তিনি নিজেই ইমামতি করেন এবং নামাজ শেষে মুসল্লিদের শান্তি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন। ইউএনও...
জুমার খুতবা দিয়ে প্রশংসায় ভাসছেন ইউএনও
অনলাইন ডেস্ক

দিনাজপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে র্যালি
দিনাজপুর প্রতিনিধি

দ্বন্দ্বে কোনো আনন্দ নাই, আপস করো ভাই। লিগ্যাল এইড আছে পাশে, কোনো চিন্তা নাই এই প্রতিপাদ্য নিয়ে দিনাজপুরে অনুষ্ঠিত হলো জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৫। সোমবার সকালে আদালত চত্ত্বরে জেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে বেলুন ও পায়রা উড়িয়ে দিবসটির উদ্বোধন করা হয়। পরে সেখান থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আদালত চত্ত্বরে গিয়ে শেষ হয়। র্যালি শেষে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ভবনের সম্মেলন কক্ষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। র্যালি এবং আলোচনা সভার সভাপতিত্ব করেন জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান সিনিয়র জেলা ও দায়রা জজ আলমগীর কবীর। এছাড়াও জেলা প্রশাসক রফিকুল ইসলাম, সিনিয়র সহকারী জজ ও জেলা লিগ্যাল এইড অফিসার ফাতিমা খাতুন, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জুলফিকার উল্লাহসহ অন্যরা উপস্থিত ছিলেন। news24bd.tv/তৌহিদ...
শোভার মরদেহ হাসপাতালে রেখে কোলের শিশুকে নিয়ে পালিয়েছেন আকবর
অনলাইন ডেস্ক

কক্সবাজারের উখিয়ায় স্ত্রী শোভা আক্তার সাদিয়াকে (২৫) হত্যার পর মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রেখে পালিয়েছেন আকবর হোসেন শান্ত (২৯)। রোববার (২৭ এপ্রিল) বিকেলে খবর পেয়ে মরদেহ উদ্ধার করেছে উখিয়া থানা পুলিশ। নিহত শোভা কুমিল্লা জেলার মনোহরগঞ্জ উপজেলার নাথেরপেটুয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বাসিন্দা মোহাম্মদ শফিকের মেয়ে। পলাতক আকবর একই এলাকার বাসিন্দা মমতাজুর রহমানের ছেলে এবং উখিয়ায় একটি ওষুধ কোম্পানির প্রতিনিধি হিসেবে কর্মরত। হাসপাতাল সূত্র বলছে, বিকাল ৫টার দিকে স্ত্রীকে জরুরি বিভাগে রেখে আকবর কোলে থাকা কন্যা সন্তানসহ চলে যান। এসময় কর্তব্যরত চিকিৎসক সাদিয়াকে পরীক্ষা-নিরীক্ষার পর মৃত ঘোষণা করেন এবং মরদেহের চোখে ও কপালে আঘাতের চিহ্ন আছে বলে জানা গেছে। নিহত সাদিয়ার বাবা শফিক মোবাইল ফোনে বলেন, ২০২২ সালে আকবর পরিবারের অমতে প্রেমের ফাঁদে ফেলে তার...
সিরাজগঞ্জে ডাকাতের ট্রাক চাপায় আহত পুলিশ সদস্যের মৃত্যু
সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জে গরু ডাকাতদের ধরতে গিয়ে ট্রাকের চাপায় আহত পুলিশ কনস্টেবলের মৃত্যু হয়েছে। রোববার (২৬ এপ্রিল) আহত কনস্টেবল রফিকুল ইসলাম (৫৫) চিকিৎসাধীন অবস্থায় ঢাকার ধানমন্ডি ইবনে সিনা হাসপাতালে মারা যান। তিনি যমুনা সেতু পশ্চিম থানায় কর্মরত ছিলেন। তার বাড়ি বগুড়া জেলার শেরপুরে। যমুনা সেতু পশ্চিম থানার অফিসার ইনচার্জ মো. আনারুল ইসলাম জানান, গত শনিবার (২৪ এপ্রিল) রাতে রাতে গরু চুরি করে একদল ডাকাত ট্রাকযোগে টাঙ্গাইল থেকে ফিরছিল। যখন তারা যমুনা সেতু পশ্চিম মহাসড়কের ঝাঐল ওভারব্রীজ এলাকায় পৌঁছায়, পুলিশ তাদের আটকানোর চেষ্টা করে। এ সময় ডাকাতরা তাদের ট্রাকটি কনস্টেবল রফিকুল ইসলামকে চাপা দিয়ে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, তবে অবস্থার অবনতি হলে ঢাকার ইবনে সিনা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর