চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় পাওয়া গেছে। পুলিশ জানিয়েছে, নিহত মোহাম্মদ নেজাম উদ্দিন (৪৫) ও মোহাম্মদ ছালেক (৩৫) দুজনই জামায়াতে ইসলামীর কর্মী। তাঁদের বিরুদ্ধে সাতকানিয়া থানায় বিভিন্ন অপরাধের অভিযোগে একাধিক মামলা আছে। স্থানীয় জামায়াত নেতারা অভিযোগ করেছেন, সালিস বৈঠকের নামে ডেকে নিয়ে তাঁদের দুজন কর্মীকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। উল্লেখ্য, সোমবার রাতে সাতকানিয়া উপজেলার এওচিয়া ইউনিয়নের চূড়ামণি গ্রামের ছনখোলা এলাকায় গণপিটুনিতে দুজন নিহত হন। এ সময় গোলাগুলিতে পাঁচজন গুলিবিদ্ধ হন। পুলিশ ও স্থানীয় লোকজন জানিয়েছে, সোমবার রাত সাড়ে ৯টার দিকে চার-পাঁচটি সিএনজিচালিত অটোরিকশায় করে নেজাম, ছালেকসহ অন্তত ১২ জন যুবক ছনখোলা এলাকায় যান। তাঁরা ওই গ্রামের দোকানের সামনে অটোরিকশা থেকে নামেন। তখন মসজিদের মাইক থেকে এলাকায়...
সাতকানিয়ায় গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় মিলল
অনলাইন ডেস্ক

দিনের বেলায় সিগারেট বিক্রি না করায় দোকানদারকে মারধর
অনলাইন ডেস্ক

দিনের বেলায় সিগারেট বিক্রি না করায় দোকানদারকে মারধরের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৪ মার্চ) দুপুরে কক্সবাজারের টেকনাফ পৌরসভার ২নং ওয়ার্ডের পুরাতন পল্লান পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। টেকনাফ মডেল থানা এসআই আব্দুস সালাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পরিদর্শন করেছি। দিনের বেলায় সিগারেট বিক্রি না করাকে কেন্দ্র করে মারধরের ঘটনা ঘটে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। দোকানদার আলী বলেন, দুপুরের নামাজ শেষে দোকান খোলার পর রুবেল এসে সিগারেট চায়। রমজান উপলক্ষে সিগারেট বিক্রি করতে অপারগতা প্রকাশ করায় ক্ষিপ্ত হয়ে দোকানে হামলা চালিয়ে মারধর এবং লুটপাট করে। এ বিষয়ে টেকনাফ মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছি। প্রত্যক্ষদর্শী কেফায়েত উল্লাহ নামের এক ব্যক্তি বলেন, দোকানদার সিগারেট না দেওয়াতে তাঁকে মারধর করা হয়। এসময় দোকানে বসা তিনজন...
পীরগঞ্জে দুই আ.লীগ নেতা গ্রেপ্তার
ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে উপজেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক ও পাইলট উচ্চ বিদ্যালয়ের সাময়িক বরখাস্ত হওয়া প্রধান শিক্ষক মফিজুল হক সহ এক সাবেক ইউপি চেয়ারম্যান ও একজন আওয়ামীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার সেনগাঁও ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান ও সাবেক যুবলীগ ও কৃষকলীগ নেতা হারুন উর রশিদ পারুলকে সোমবার দিবাগত রাতে পৌর শহরের রঘুনাথপুরের নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। এদিকে মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ গেটে থেকে উপজেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক ও পাইলট উচ্চ বিদ্যালয়ের সাময়িক বরখাস্ত হওয়া প্রধান শিক্ষক মফিজুল হককে এবং হাজীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গয়া নাথ রায়কে খটশিংগা গ্রামের বাড়ি থেকে গ্রেপ্তার করেছে থানা-পুলিশ। পীরগঞ্জ থানার ওসি তাজুল ইসলাম জানান, বৈষম্যবিরোদী ছাত্র আন্দোলন দমাতে...
গোপালগঞ্জে নসিমন ও মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১
অনলাইন ডেস্ক

গোপালগঞ্জে নসিমনের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সাহেব আলী খন্দকার (৫৫) নামে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত এক সার্জেন্ট নিহত হয়েছেন। আজ মঙ্গলবার রাতে গোপালগঞ্জ-টেকেরহাট সড়কের সদর উপজেলার উলপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মির মো. সাজেদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত সাহেব আলী খন্দকার নড়াইল জেলার নড়াগাতি থানার যোগানিয়া গ্রামের মাহবুব আলী খন্দকারের ছেলে। সে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট। ওসি মির মো. সাজেদুর রহমান জানান, আজ সকালে ব্যবসায়ীক কাজে যোগানিয়া গ্রামের নিজ বাড়ি থেকে মোটরসাইকেলে করে ঢাকা যান সাহেব আলী। কাজ শেষে ফেরার পথে গোপালগঞ্জ সদর উপজেলার উলপুরে পৌঁছালে বিপরীতমুখি দ্রুতগামী একটি নসিমনের সাথে মোটরসাইকেলের সংঘর্ষ ঘটে। এতে সে মারাত্মক আহত হলে স্থানীয়রা উদ্ধার করে গোপালগঞ্জ...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর