পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার সোয়াত ও তার আশপাশের এলাকায় দুপুরে ৪.৪ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে, যার ফলে এলাকাবাসী ঘরবাড়ি ছেড়ে বাইরে বেরিয়ে আসে। আজ রোববার (২৭ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম দ্য ডন। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল হিন্দুকুশ অঞ্চলে, যার গভীরতা ছিল ১৮৫ কিলোমিটার। পাকিস্তান ভূতাত্ত্বিক গবেষক মুহাম্মদ রেহান জানান, পাকিস্তান তিনটি বড় তাত্ত্বিক প্লেটআরবীয়, ইউরেশীয় এবং ভারতীয়এবং এই প্লেটগুলো দেশটির মধ্যে পাঁচটি সিসমিক জোন তৈরি করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, সোয়াতসহ আশপাশের অঞ্চলে এখন পর্যন্ত কোনো প্রাণহানি বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এর আগে, ১৯ এপ্রিল, খাইবার পাখতুনখোয়া, পাঞ্জাব, ইসলামাবাদ, রাওয়ালপিন্ডি এবং লাহোরে আবার ৫.৯ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছিল, যা আফগানিস্তান-তাজিকিস্তান সীমান্ত অঞ্চলে...
ভূমিকম্পে কাঁপলো পাকিস্তান
অনলাইন ডেস্ক

ইরানে বিস্ফোরণে নিহত বেড়ে ২৮, এখনও নেভেনি আগুন
নিজস্ব প্রতিবেদক

ইরানে ভয়াবহ বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮ জনে। এ ছাড়া আহত হয়েছে আরো এক হাজারের বেশি মানুষ। বিস্ফোরণের ২৪ ঘণ্টারও বেশি সময় পর রোববারও সেখানে আগুন জ্বলছে বলে জানিয়েছে রেড ক্রিসেন্ট। ঘটনার পর হরমুজগান প্রদেশে তিন দিনের শোক ঘোষণা করা হয়েছে। দেশটির দক্ষিণাঞ্চলের শহীদ রাজাই বন্দরে গত শনিবার বিস্ফোরণটি হয়, যা হরমুজ প্রণালির কাছে অবস্থিত। এ প্রণালি দিয়ে বিশ্বের মোট তেলের এক-পঞ্চমাংশ পরিবাহিত হয়। রেড ক্রিসেন্ট প্রধান পিরহোসেইন কুলিভান্দ রোববার সরকারের সরকারি ওয়েবসাইটে প্রকাশিত এক ভিডিওতে জানিয়েছেন, ২৮ জন নিহত ও এক হাজারের বেশি মানুষ আহত হয়েছে। রাষ্ট্রীয় টিভিতে সরাসরি সম্প্রচারে রোববার ঘটনাস্থল থেকে ঘন কালো ধোঁয়া উড়তে দেখা যায়। ঘটনাস্থল থেকে রাষ্ট্রীয় টিভির একজন সংবাদদাতা রোববার বলেন, আগুন নিয়ন্ত্রণে এলেও এখনো সম্পূর্ণ নেভানো...
কয়েকদিন পর ‘আমরা হয়তো বালু খাব’: গাজায় নারীর আক্ষেপ
অনলাইন ডেস্ক

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় টানা ৬০ দিন ধরে কঠোর অবরোধ চালিয়ে যাচ্ছে দখলদার ইসরায়েল। এ সময়ের মধ্যে কোনো খাবার, জ্বালানি বা ওষুধ প্রবেশ করতে দেওয়া হয়নি। ফলে চরম মানবিক সংকটে পড়েছে গাজার বাসিন্দারা। বর্তমানে গাজায় টিনজাত শাকসবজি, ভাত, পাস্তা ও মশুর ডাল খেয়েই বেঁচে আছে মানুষ। মাংস, দুধ, পনির ও ফল সম্পূর্ণ অনুপস্থিত। এমনকি রুটি ও ডিমও এখন দুষ্প্রাপ্য। বাজারে যেসব সামান্য পণ্য পাওয়া যাচ্ছে, সেগুলোর দাম এত বেশি যে বহু মানুষ তা কিনতে পারছেন না। ফিলিস্তিনি পরিবারগুলো জানিয়েছে, তারা এখন শিশুদের মুখেও খাবার তুলে দিতে পারছেন না। গত শুক্রবার মরিয়ম আল-নাজ্জার নামের এক নারী জানান, তার পরিবারের ১১ জন সদস্য সেদিন শুধু একবেলা ভাত, টিনজাত মটর দানা ও গাজর খেয়ে দিন কাটিয়েছেন, বাকি সময় তারা না খেয়েই ছিলেন। বার্তাসংস্থা এএফপিকে এই নারী বলেন, ফিলিস্তিনিদের কাছে...
পাক-ভারত উত্তেজনা, ইরানের যে প্রস্তাবে সাড়া দিলেন শেহবাজ শরিফ
অনলাইন ডেস্ক

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ও ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান শনিবার সন্ধ্যায় এক টেলিফোন আলাপে পারস্পরিক আলোচনায় অংশ নেন। আলোচনায় প্রধানমন্ত্রী শেহবাজ পাকিস্তান-ভারত উত্তেজনা প্রশমনে ইরানের সহায়তার প্রস্তুতিকে স্বাগত জানান বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ। গত ২২ এপ্রিল জম্মু-কাশ্মীরের পাহেলগামে ভয়াবহ হামলায় ২৬ জন নিহত হন। এটিকে ২০০০ সালের পর অঞ্চলটির সবচেয়ে মারাত্মক হামলা হিসেবে বিবেচনা করা হচ্ছে। এই হামলার দায় এক অজ্ঞাত সংগঠন দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট স্বীকার করেছে বলে দাবি করা হচ্ছে। এই ঘটনার পর থেকেই ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। ভারত একতরফাভাবে গুরুত্বপূর্ণ সিন্ধু জলচুক্তি স্থগিত করেছে, আর এর পাল্টা প্রতিক্রিয়ায় পাকিস্তান সিমলা চুক্তি সাময়িকভাবে বাতিলের হুমকি দিয়েছে। ভারত...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর