রাজধানীর যাত্রাবাড়ীর দয়াগঞ্জে হুমায়ুন (৪০) নামে এক পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যানবাহন শাখায় কর্মরত ছিলেন। সোমবার (২৮ এপ্রিল) সকালে খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। পরে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়। যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান তালুকদার বলেন, আমরা সকালে খবর পেয়ে ঘটনাস্থলে যাই। সেখানে গিয়ে দেখতে পাই বাড়ির নিচ তলায় গেটের সাথে গলায় ফাঁস দিয়ে ঝুলে আছে। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে খবর দেওয়া হলে তারা ঘটনাস্থলে আসেন এবং মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলের মর্গে পাঠানো হয়। তবে সে নিজে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে নাকি তাকে অন্য কেউ গলায় ফাঁস দিয়ে ঝুলিয়ে রেখেছে সে বিষয়টি এখনো জানতে...
যাত্রাবাড়ীতে পুলিশ সদস্যের রহস্যজনক মৃত্যু
অনলাইন ডেস্ক

সব প্রকল্পের তথ্য ওয়েবসাইটে প্রকাশ হবে: ডিএনসিসি প্রশাসক
নিজস্ব প্রতিবেদক

ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ জানিয়েছেন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) সব প্রকল্পের তথ্য ওয়েবসাইটে প্রকাশ করা হবে। আজ সোমবার (২৮ এপ্রিল) দুপুরে ডিএনসিসির ১৪ নম্বর ওয়ার্ডের অন্তর্গত পশ্চিম শেওড়াপাড়া, পশ্চিম কাজীপাড়া ও সেনপাড়া পর্বতা এলাকায় মোট ৪ কিলোমিটার রাস্তা, ৫ কিলোমিটার নর্দমা ও ১.৫ কিলোমিটার ফুটপাত নির্মাণ কাজের উদ্বোধন ও গণশুনানি অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। ডিএনসিসির প্রশাসক বলেন, ডিএনসিসির সব প্রকল্পের তথ্য ওয়েবসাইটে প্রকাশ করা হবে। প্রকল্পটি কবে শুরু হবে, কবে শেষ হবে, কত টাকা বরাদ্দ আছে এসব তথ্য ওয়েবসাইটে দেওয়া হবে। এছাড়া রাস্তা ও ড্রেন নির্মাণ হলে নির্মাণ সামগ্রী কী সেটা জনগণের জানা দরকার। যখন জনগণ জানবে তখন তারা জবাবদিহিতা করতে পারবে। তিনি আরও বলেন, আমি গত সপ্তাহে কাউকে না জানিয়ে পূর্ব...
৭ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
অনলাইন ডেস্ক

পাইপলাইন সংস্কার কার্যক্রমের জন্য রাজধানীর কিছু এলাকায় সাত ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। আজ সোমবার (২৮ এপ্রিল) সকালে এ তথ্য জানানো হয়। তিতাস জানায়, রাজধানীর মিরপুর-১৪ নম্বরে অবস্থিত প্রিন্সবাজার সংলগ্ন সড়কে নবনির্মিত গ্যাস পাইপ লাইনের টাই-ইন কার্যক্রম সম্পন্নের জন্য মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুর ১টা হতে রাত ৮টা পর্যন্ত শতাব্দি সিএনজি, এমবিএম গার্মেন্টসের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এছাড়া এ সময়ে ঢাকা ক্যান্টনমেন্ট, মহাখালী ডিওএইচএস, শাহীনবাগ, আরজতপাড়া, নাখালপাড়া ও তৎসংলগ্ন এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করবে। এজন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস। news24bd.tv/তৌহিদ
দিনের আলোয় ‘ভয়ংকর’ এক ছিনতাই, ভিডিও ভাইরাল
অনলাইন ডেস্ক

রাজধানীর সিদ্ধেশ্বরীতে দিনের আলোয় ভয়ংকর এক ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। শনিবার সকালে গ্রিনল্যান্ড টাওয়ারের সামনে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা এক নারী হামলার শিকার হন। প্রত্যক্ষদর্শী ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা যায়, শাড়ি পরিহিত ওই নারী হাতে ভ্যানিটি ব্যাগ ও পাশে একটি ট্রলি ব্যাগ নিয়ে দাঁড়িয়ে ছিলেন। হঠাৎ সাদা রঙের একটি প্রাইভেট কার তাঁর সামনে এসে থামে। চলন্ত গাড়ি থেকে সামনের বাঁ পাশের জানালা দিয়ে এক ব্যক্তি ঝুঁকে পড়ে হঠাৎ ভ্যানিটি ব্যাগটি টান দেন। ব্যাগটি আঁকড়ে ধরে রাখতে গিয়ে ওই নারী মাটিতে পড়ে যান এবং চলন্ত গাড়ির সঙ্গে টেনেহিঁচড়ে কিছুটা দূর পর্যন্ত গড়িয়ে যান। এ সময় তাঁর ট্রলি ব্যাগটি ঘটনাস্থলেই পড়ে থাকে। ভিডিওতে দেখা যায়, ঘটনার মুহূর্তে আশপাশের তিনজন ব্যক্তি দৌড়ে এসে ছুটে আসেন। তাঁদের মধ্যে একজন ট্রলি ব্যাগের কাছে দাঁড়িয়ে...
সর্বশেষ
সর্বাধিক পঠিত