স্টেফি গ্রাফ এবং আন্দ্রে আগাসি টেনিস ইতিহাসের অন্যতম প্রিয় দম্পতি। খেলার সময়ে এবং কোর্ট থেকে সরে দাঁড়ানোর পরও বারবারা এই টেনিস দম্পত্তি সংবাদের শিরোনামে উঠে এসেছেন। একসময় আন্দ্রে আগাসি যেমন টেনিস দুনিয়াকে শাসন করতেন, তেমনই স্টেফি গ্রাফ দীর্ঘদিন মহিলাদের একনম্বর জায়গা দখল করে রেখেছিলেন। খেলতে খেলতে দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তাঁদের সম্পর্কের কথা প্রথম প্রকাশ্যে আসে ১৯৯৯ সালে ফ্রেঞ্চ ওপেনের পর। সে বছর দুজনেই চ্যাম্পিয়ন হয়েছিলেন। এরপর ২০০১ সালে দুজনে বিয়ে করেন। সেই থেকে তাঁরা একসঙ্গে রয়েছেন। সম্প্রতি জার্মানির ভোগ পত্রিকার প্রচ্ছদে স্টেফি গ্রাফের একটা মিষ্টি ছবি জায়গা পেয়েছে। সেই ছবিটা টুইটারে একজন ভক্ত শেয়ার করে স্টেফির সৌন্দর্য সম্পর্কে মন্তব্য করেছেন। পালটা জবাবও দিয়েছেন আগাসি। ডাউগ প্রতিভানস্কি নামে এক ভক্ত ভোগ পত্রিকার...
টেনিস
এমন বউ থাকলে অন্য নারীর সঙ্গে সম্পর্ক গড়ার দরকার পড়ে না : আগাসি
অনলাইন ডেস্ক
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর