বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ শুক্রবার (৪ এপ্রিল) ব্যাংককে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। দক্ষিণ এশিয়ার প্রধানতম দুই দেশের সরকার প্রধান পারস্পরিক শ্রদ্ধা প্রদর্শন করে খোলামনে শুভেচ্ছা বিনিময় করেন। দুই সরকার প্রধানের ৪০ মিনিটব্যাপী আলোচনা ছিল খোলামেলা, ফলপ্রসূ এবং গঠনমূলক। অধ্যাপক ইউনূস বলেন, বাংলাদেশ ভারতের সঙ্গে সম্পর্ককে অত্যন্ত গুরুত্ব দেয়। আমাদের দুটি দেশের বন্ধুত্ব সুদৃঢ় ইতিহাস, ভৌগলিক নৈকট্য এবং সাংস্কৃতিক সাদৃশ্যের ওপর ভিত্তি করে গড়ে উঠেছে। ১৯৭১ সালের আমাদের কঠিন সময়ে ভারত সরকার ও জনগণের অকুণ্ঠ সমর্থনের জন্য আমরা চিরকৃতজ্ঞ। যদিও এটি দুই নেতার প্রথম সরাসরি বৈঠক, তবে অধ্যাপক ইউনূস জানান, গত আট মাসে দুই দেশের মধ্যে বহুবার দ্বিপাক্ষিক যোগাযোগ হয়েছে। দুই...
৪০ মিনিটের বৈঠকে যেসব বিষয়ে আলোচনা করেন ড. ইউনূস-মোদি
অনলাইন ডেস্ক

বাংলাদেশের কোনো নির্দিষ্ট দলকে সমর্থন নিয়ে ড. ইউনূসকে যা বলেন মোদি
অনলাইন ডেস্ক

বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে ভারত সর্বোচ্চ অগ্রাধিকার দেয় বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি সাফ জানিয়ে দেন যে, বাংলাদেশের কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলকে তার দেশ সমর্থন করে না। আজ শুক্রবার (৪ এপ্রিল) ব্যাংককে বিমসটেক সম্মেলনের ফাঁকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে মোদি এ কথা বলেন। মোদি বলেন, বাংলাদেশ ও ভারতের ইতিহাস একে অপরের সঙ্গে গভীরভাবে জড়িত; যা বাংলাদেশের স্বাধীনতার সময় থেকে চলে আসছে। বাংলাদেশের কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলকে ভারত সমর্থন করে না দাবি করে মোদি বলেন, আমাদের সম্পর্ক জনগণের সঙ্গে জনগণের, কোনো ব্যক্তি বা রাজনৈতিক সংগঠনের সঙ্গে নয়। প্রসঙ্গত, প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস শুক্রবার ব্যাংককে অনুষ্ঠিত ষষ্ঠ বিমসটেক সম্মেলনে অংশগ্রহণ শেষে স্থানীয়...
আমি প্রতিবার এসব মৃত্যুতে কষ্ট অনুভব করি, মোদিকে ড. ইউনূস
অনলাইন ডেস্ক

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস থাইল্যান্ডে বিমস্টেক সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকের সময় সীমান্তে হত্যাকাণ্ডের বিষয়টি উত্থাপন করেন। ড. ইউনূস বলেন, এ ধরনের মৃত্যু রোধে যৌথভাবে কাজ করলে তা শুধু পরিবারগুলোর বেদনা কমাবে না, বরং দুই দেশের মধ্যে আস্থা ও সম্পর্ক আরও দৃঢ় করবে। আমি প্রতিবার এসব মৃত্যুতে কষ্ট অনুভব করি। তিনি মোদিকে অনুরোধ জানান, ভারত যেন এ ধরনের ঘটনা প্রতিরোধে উপায় খুঁজে বের করে। এ সময় প্রধানমন্ত্রী মোদি বলেন, ভারতীয় সীমান্তরক্ষীরা শুধু আত্মরক্ষার জন্য গুলি চালায় এবং মৃত্যুর ঘটনাগুলো ভারতের ভেতরেই ঘটে। উভয় নেতা বিষয়টি নিয়ে একসঙ্গে কাজ করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। ড. মুহাম্মদ ইউনূস ও নরেন্দ্র মোদি আজ ব্যাংককে দ্বিপাক্ষিক বৈঠক করেন। দক্ষিণ এশিয়ার প্রধানতম দুই দেশের সরকার...
বাংলাদেশকে সহযোগিতা ও সমর্থন দিতে প্রস্তুত চীন
অনলাইন ডেস্ক

চীন বাংলাদেশকে সমর্থন ও সহযোগিতা করতে প্রস্তুত বলে জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সম্প্রতি চীন সফরে বেইজিংয়ে চায়না মিডিয়া গ্রুপ (সিএমজি)কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। সাক্ষাৎকারটি নিয়েছেন সিএমজি বাংলা বিভাগের পরিচালক ইউ কুয়াং ইউয়ে আনন্দী। ড. ইউনূস বলেন, বাংলাদেশের বড় রকমের সংস্কার দরকার। তিনি বলেন, চীন সরকার, চীনা ব্যবসায়ী ও জনগণ সবার কাছ থেকে বড় ধরনের সমর্থন পাওয়া গেছে। এই সমর্থন খুবই দরকারি। এটা আনন্দেরও। সব মিলিয়ে সাম্প্রতিক চীন সফর সুন্দর ও সফল হয়েছে বলে মনে করেন তিনি। প্রায় এক দশকেরও আগে চীন সফরে এসে দেশটির গ্রামাঞ্চলের নারীদের দারিদ্র্যতা দেখেছিলেন ইউনূস। তিনি বলেন, পৃথিবীর সব জায়গায় দারিদ্র্যের চেহারা একই রকম। এটি জয়ের সমাধান হলো, মানুষের সৃজনশীলতাকে স্বীকৃতি দিয়ে তাকে...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর