খোলা বাজারে খাদ্যশস্য বিক্রিতে (ওএমএস) নতুন নীতিমালা জারি করছে সরকার। এতে অনিয়ম ও শর্ত ভঙ্গের জন্য ডিলারদের কঠোর শাস্তির ব্যবস্থা রাখা হয়েছে। সম্প্রতি খোলা বাজারে খাদ্যশস্য বিক্রয় (ওএমএস) নীতিমালা-২০২৪ জারি করে খাদ্য মন্ত্রণালয়। ২০১৫ সালের নীতিমালাটি বাতিল করা হয়েছে। নতুন নীতিমালা অনুযায়ী অনিয়মের জন্য ডিলারদের বিরুদ্ধে ফৌজদারি মামলা করা যাবে। আগের নীতিমালায় ওএমএস ডিলারদের অনিয়ম কিংবা শর্ত ভঙ্গের জন্য কোনো শাস্তির ব্যবস্থা ছিল না। নতুন নীতিমালায় বলা হয়েছে, কোনো শর্ত লঙ্ঘন করলে বা দেশের প্রচলিত কোনো আইন অমান্য করলে, ডিলারশিপ বাতিল করা যাবে এবং অঙ্গীকারনামার শর্ত মোতাবেক তাঁর কাছ থেকে অর্থ আদায় করা যাবে। এ ছাড়া তাঁর বিরুদ্ধে ফৌজদারি বা দেওয়ানি মামলা দায়ের করা যাবে। ডিলার নিয়োগের সময় ডিলারের কাছ থেকে ৫০ হাজার টাকার ফেরতযোগ্য জামানত...
খোলা বাজারে খাদ্যশস্য বিক্রয়ের নতুন নীতিমালা, যা জানা গেল
অনলাইন ডেস্ক
ছোট ব্যবসায়ীরাও আসছেন ভ্যাটের আওতায়
অনলাইন ডেস্ক
গত বৃহস্পতিবার আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) চাপে ইন্টারনেটসহ ৬৭ পণ্য ও সেবার ভ্যাট-সম্পূরক শুল্ক বাড়িয়ে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) অধ্যাদেশ জারি করেছে। একই অধ্যাদেশে টার্নওভারের তালিকাভুক্তি ও ভ্যাট নিবন্ধনের সীমা কমানো হয়েছে। এতে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসাপ্রতিষ্ঠানকেও ভ্যাটের বিধি-বিধান পরিপালন করতে হবে, যা ব্যবসার পরিচালন খরচ বাড়াতে পারে। অধ্যাদেশে বলা হয়েছে, বছরে ৩০ লাখ টাকার বেশি টার্নওভার থাকলে ভ্যাটের খাতায় (টার্নওভার করের তালিকাভুক্তি) নাম লেখাতে হবে, যা আগে ছিল ৫০ লাখ টাকা। অর্থাৎ ২০ লাখ টাকা কমানো হয়েছে। এতে ছোট ব্যবসায়ীরাও ভ্যাটের আওতায় চলে আসবেন। একই সঙ্গে ভ্যাট নিবন্ধনের সীমা তিন কোটি থেকে কমিয়ে ৫০ লাখ টাকা করা হয়েছে। ভ্যাট আদায় বাড়াতে জীবন রক্ষাকারী ওষুধেও হাত দিয়েছে এনবিআর। সরবরাহ পর্যায়ে ওষুধের ভ্যাট ২.৪ শতাংশ থেকে...
পদোন্নতি পেয়ে মহাব্যবস্থাপক হলেন ৩৩ কর্মকর্তা
অনলাইন ডেস্ক
রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ৩৩ জন উপমহাব্যবস্থাপককে পদোন্নতি দিয়ে মহাব্যবস্থাপক করা হয়েছে। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপসচিব আফরোজা আক্তার রিবার স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপনে এই তথ্য প্রকাশ করা হয়। প্রজ্ঞাপনে জানানো হয়, রাষ্ট্রমালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক, বিশেষায়িত ব্যাংক এবং অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের নিম্নবর্ণিত উপমহাব্যবস্থাপকগণকে মহাব্যবস্থাপক পদে পদোন্নতি দেওয়া হয়েছে এবং তাদের সংশ্লিষ্ট কর্মস্থলে পদায়ন করা হয়েছে। এ আদেশ জনস্বার্থে জারি করা হয়েছে এবং তা অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। news24bd.tv/তৌহিদ
আরও চড়েছে মুরগি ও মাছের বাজার
নিজস্ব প্রতিবেদক
রাজধানী ঢাকার বাজারে আরও বেড়েছে মুরগি ও মাছের দাম। সপ্তাহের ব্যবধানে লেয়ার মুরগি ও সোনালি ককের দাম প্রতি কেজিতে বেড়েছে ১০ টাকা। তবে সবজির দাম ক্রয়ক্ষমতার মধ্যে। শুক্রবার (১০ জানুয়ারি) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে। বাজার ঘুরে দেখা গেছে, সোনালি কক মুরগি প্রতি কেজিতে ১০ টাকা বেড়ে ৩৬০ টাকায় বিক্রি হচ্ছে। সোনালি হাইব্রিডেও বেড়েছে ১০ টাকা। লাল লেয়ার মুরগি ৩২০ টাকা ও সাদা লেয়ার ৩১০ টাকায় বিক্রি হচ্ছে। ব্রয়লার মুরগি ২১০ টাকা ও দেশি মুরগি ৫৫০ টাকা কেজি বিক্রি হচ্ছে। এদিকে, সব ধরনের মাছে কেজিপ্রতি ৫০ থেকে ১০০ টাকা পর্যন্ত বেড়েছে। ৫০০ গ্রামের ইলিশ ১১০০ টাকা, ৭০০ থেকে ৮০০ গ্রামের ১৭০০ টাকা, এক কেজি ওজনের ২০০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। বাজারগুলোতে চাষের এক কেজি শিং মাছ আকারভেদে ৪০০ থেকে ৬০০ টাকায় বিক্রি হচ্ছে। প্রতি কেজি রুই মাছ...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর