‘ডিম ও মুরগির দাম বাড়িয়ে বাজারকে অস্থির করে ডিলার-আড়তদাররা’

বিপিএর বিক্রয় কার্যক্রম উদ্বোধনকালে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান।

ভোক্তা অধিকার মহাপরিচালক 

‘ডিম ও মুরগির দাম বাড়িয়ে বাজারকে অস্থির করে ডিলার-আড়তদাররা’

নিজস্ব প্রতিবেদক

ডিলার ও আড়তদাররা হাতবদলের সময় ডিম ও মুরগির দাম বাড়িয়ে বাজারকে অস্থির করে তোলে বলে জানিয়েছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান।  

বুধবার রাজধানীর শনির আখড়ায় বাংলাদেশ পোল্ট্রি অ্যাসোসিয়েশন-বিপিএর উদ্যোগে সরাসরি খামারি ও পাইকারি আড়ৎ এর মাধ্যমে বিক্রয় কার্যক্রম উদ্বোধনকালে তিনি এ কথা জানান।  

সফিকুজ্জামান বলেন, ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের পর্যবেক্ষনে দেখা যায় পোল্ট্রি খাদ্যের দাম এখনো প্রতি কেজিতে ২০ টাকা বেশি। আর পোল্ট্রি খাদ্যের দাম ১ টাকা বাড়লে প্রতিটি ডিমের দাম ১০ পয়সা বৃদ্ধি পায়।

 

অনুষ্ঠানে বিপিএর সভাপতি সুমন হাওলাদার জানান, তাঁরা সরাসরি খুচরা বিক্রেতাদের কাছে ডিম ও মুরগি পৌঁছে দেবে। এতে বিক্রেতাদের পরিবহণ খরচ না হওয়ায় ভোক্তারা কম দামে এসব পণ্য কিনতে পারবে। কারওয়ান বাজার, যাত্রাবাড়ীসহ রাজধানীর ১০টি পয়েন্টে ক্রমান্বয়ে ন্যায্যমূল্যে পণ্য বিক্রি করা হবে বলেও জানান তিনি।

news24bd.tv/aa