রাজধানীতে মাদক, চাঁদাবাজি, প্রতারণা ও গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামিসহ ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৯ মার্চ) সংবাদমাধ্যমকে পাঠানো এক বার্তায় এ তথ্য দিয়েছে পুলিশ। মঙ্গলবার (১৮ মার্চ) তাদেরকে গ্রেপ্তার করা হয়। ওই বার্তায় বলা হয়, রাজধানীর মোহাম্মদপুর থানা পুলিশ মঙ্গলবার দিনব্যাপী অভিযান পরিচালনা করে থানা এলাকার বিভিন্ন পয়েন্ট থেকে তাদের গ্রেপ্তার করেছে। গ্রেপ্তাররা হলেন— ইমরান (৩০), তানভীর (২৭), শফিকুল ইসলাম (৩০), জনি খান (৩০), রাহাত (২২), রিপন (৩৫), গোলাপ (৪০), হাফিজুর রহমান (২৫), নুর ইসলাম (৫০), ইউসুফ (৪০)। গ্রেপ্তার আসামিদের আদালতে সোপর্দ করেছে বলে জানিয়েছে পুলিশ। news24bd.tv/MR
রাজধানীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১০
নিজস্ব প্রতিবেদক

খিলক্ষেতে ধর্ষণের অভিযোগে গণপিটুনির শিকার কিশোরটি বেঁচে আছে
নিজস্ব প্রতিবেদক

রাজধানীর খিলক্ষেত এলাকায় ধর্ষণের অভিযোগে আটক এক যুবককে পিটিয়ে হত্যার খবর ভাইরাল হয় গতকাল রাতে। তবে আজ বুধবার জানা যায়, অভিযুক্ত ওই কিশোর মারা যাননি। আজ বুধবার (১৯ মার্চ) রবিউল হাসান নামের ওই কিশোরকে দেখা গেছে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় আছেন। এছাড়া তার পরিবারের দাবি ধর্ষণের মতো কোনো ঘটনাও ঘটেনি। আজ রবিউল দাবি করেন , সন্দেহের বশে তাকে আটক করা হয় এবং পরে গণপিটুনির শিকার হন তিনি। সব অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, আমি নির্দোষ, শুধু সন্দেহের বশে আমাকে মারধর করা হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিকেল অফিসার শিশির কুমার ঘোষ জানান, খিলক্ষেতে ধর্ষণের অভিযোগে মারধরের শিকার অভিযুক্ত রবিউল হাসানের শারীরিক অবস্থা স্থিতিশীল আছে। তবে শঙ্কামুক্ত নয়। এর আগে, গতকাল রাতে ধর্ষণের অভিযোগ ওঠা রবিউলকে পুলিশি হেফাজতে থাকা অবস্থাতেই গণপিটুনি দেয়...
বুধবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ
অনলাইন ডেস্ক

ঢাকা যানজটের শহর। রাজধানীর বাসিন্দাদের যানজট থেকে কিছুটা স্বস্তি দিতে সপ্তাহে একদিন একেক এলাকায় মার্কেট-শপিংমল বন্ধ রাখা হয়। এ বিষয়ে আগে থেকে না জেনে গিয়ে দেখলেন মার্কেট বন্ধ রয়েছে। এমন অবস্থায় মেজাজ ও মন দুটোই খারাপ হওয়া স্বাভাবিক। আসুন জেনে নিই বুধবার (১৯ মার্চ) রাজধানীতে যেসব এলাকার মার্কেট ও দোকানগুলো বন্ধ থাকে। যেসব এলাকার দোকানপাট বন্ধ: বসুন্ধরা আবাসিক এলাকা, মধ্য এবং উত্তর বাড্ডা, জগন্নাথপুর, বারিধারা, সাঁতারকুল, শাহজাদপুর, নিকুঞ্জ-১, ২, কুড়িল, খিলক্ষেত, উত্তরখান, দক্ষিণখান, জোয়ার সাহারা, আশকোনা, বিমানবন্দর সড়ক ও উত্তরা থেকে টঙ্গী সেতু। যেসব মার্কেট বন্ধ থাকবে: যমুনা ফিউচার পার্ক, নুরুনবী সুপার মার্কেট, পাবলিক ওয়ার্কস সেন্টার, ইউনিটি প্লাজা, ইউনাইটেড প্লাজা, কুশল সেন্টার, এবি সুপার মার্কেট, আমির কমপ্লেক্স, মাসকট প্লাজা।...
ধর্ষণের অভিযোগ, তরুণকে পুলিশের গাড়ি থেকে নামিয়ে গণপিটুনি
অনলাইন ডেস্ক

রাজধানীর খিলক্ষেতে ধর্ষণের অভিযোগে জান মিয়া নামে এক তরুণ গণপিটুনির শিকার হয়েছেন। তার অবস্থা গুরুতর। মঙ্গলবার (১৮ মার্চ) রাতে এই ঘটনা ঘটে। জানা যায়, পুলিশ খবর পেয়ে জান মিয়াকে আটক করে থানায় নিয়ে আসছিল। পরে খিলক্ষেত বাজার এলাকায় এলে বিক্ষুব্ধ জনতা পুলিশের গাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে। এতে পুলিশের সাত সদস্য আহত হন। খিলক্ষেত থানার ডিউটি অফিসার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ইসমাইল হোসেন জানান, মধ্যপাড়া এলাকায় শিশু ধর্ষণের অভিযোগে এক তরুণকে মারধরের সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তাকে আটক করে থানায় নিয়ে আসার পথে বিক্ষুব্ধ জনতা পুলিশের গাড়িতে হামলা চালায়। তিনি জানান, বিক্ষুব্ধ জনতা একপর্যায়ে জান মিয়া নামে ওই তরুণকে পুলিশের গাড়ি থেকে নামিয়ে নেয় এবং মারধর করে। পরে উপস্থিত পুলিশ সদস্যদের ওপরও হামলা চালায় বিক্ষুব্ধ জনতা। খিলক্ষেত থানার...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর