পশু কোরবানি ছাড়াই সৌদির সঙ্গে মিল রেখে শরীয়তপুরে ৩০ গ্রামে ঈদ পালন

সংগৃহীত ছবি

পশু কোরবানি ছাড়াই সৌদির সঙ্গে মিল রেখে শরীয়তপুরে ৩০ গ্রামে ঈদ পালন

অনলাইন ডেস্ক

কোনো পশু কোরবানি ছাড়াই সৌদি আরবের সঙ্গে মিল রেখে শরীয়তপুরের ছয় উপজেলার অন্তত ৩০ গ্রামের শাহ্ সুরেশ্বরী পীরের অনুসারীরা ঈদুল আজহা উদযাপন করেছেন। রোববার (১৬ জুন) সকাল সাড়ে ৯টায় ও ১০টায় তাদের জেলার ঈদের নামাজের প্রধান জামাত অনুষ্ঠিত হয় নড়িয়া উপজেলার সুরেশ্বরী দরবার শরীফ মাঠে।

নামাজ শেষে ভুনা খিচুড়ি, সেমাইসহ মিষ্টি খাবার খেয়ে ঈদ উদযাপন করেন।

পশু কোরবানির ব্যাপারে সুরেশ্বরী দরবার শরীফের গদীনশীন পীর সৈয়দ তৌহিদুল হোসাইন শাহীন নূরী বলেন, ‘ঈদুল আজহা, ঈদুল ফিতরসহ সব ধর্মীয় উৎসব সৌদি আরবের সঙ্গে মিল রেখে আমরা পালন করে থাকি।

নিজের ভেতর যে পশুত্ব থাকে, সেই পশুকে কোরবানি দেওয়াই মনে করি কোরবানি। বায়াতের মাধ্যমে আমরা পীরের হুকুম পালন করে থাকি। আমরা রোজা রাখি, নামাজ পড়ি। আমরা মনে করি পশু কোরবানি প্রকৃতি কোরবানি নয়।
নিজের ভেতর যে পশুত্ব থাকে, সেই পশুকে কোরবানি দেওয়াই আমাদের লক্ষ্য। ’

সুরেশ্বরী দরবার শরীফের সূত্র জানায়, ১৯২৮ সাল থেকে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে শরীয়তপুরের অন্তত ৩০ গ্রামের শাহ্ সুরেশ্বরীর অনুসারীরা ঈদুল আজহা উদযাপন করে আসছেন। এই অনুসারীরা পশু কোরবানি দেন না।

news24bd.tv/TR    

এই রকম আরও টপিক