ফরিদপুরের মধুখালীতে সাংবাদিক সৌগত বসু নামে এক সাংবাদিকের বাবা বীর মুক্তিযোদ্ধা শ্যামলেন্দু বসু (৬৮) ও মা কাকলী বুস (৬০) দুর্বৃত্তদের ধারাল অস্ত্রের আঘাতে আহতের ঘটনা ঘটেছে। এ সময় তাদের গৃহপরিচিকা প্রীতি মালো (১৫) নামে এক তরুণীও গুরুতর আহত হয়েছে বলে জানা গেছে।সৌগত বসু ঢাকায় একটি জাতীয় পত্রিকায় নিজস্ব প্রতিবেদক হিসেবে কর্মরত আছেন। শুক্রবার (৩ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ডুমাইন ইউনিয়নের ডুমাইন গ্রামে এ ঘটনা ঘটেছে। ঘটনার সময় আহতদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। আহতদের উদ্ধার করে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে গেলে সেখানে তাদের অবস্থা অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এলাকা সূত্রে জানা যায়, শুক্রবার দিবাগত রাত সাড়ে ৮টার...
ফরিদপুরে সাংবাদিকের মা-বাবাকে কুপিয়েছে দুর্বৃত্তরা
অনলাইন ডেস্ক
আজহারীর মাহফিলে মানুষের ঢল, পদদলিত হয়ে আহত ৫
অনলাইন ডেস্ক
যশোরে ড. মিজানুর রহমান আজহারীর মাহফিলে গিয়ে পদদলিত হয়ে অন্তত ৫ জন আহত হয়েছেন। তাদের যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার বজলুর রশিদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, তারা সবাই এখন শঙ্কামুক্ত। শুক্রবার (৩ জানুয়ারি) রাতে শহরতলীর পুলেটহাটের আদ-দ্বীন সকিনা মেডিকেল কলেজ হাসপাতাল চত্বর ও আশপাশ এলাকায় তারা পদদলিত হন। তবে সামাজিক যোগাযোগমাধ্যম ও মাহফিলে দায়িত্বরত স্বেচ্ছাসেবীদের দাবি অন্তত ৩০ জন আহত হয়েছেন। আহত ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শুক্রবার রাতে মাহফিলস্থলের প্রধান ফটকের সামনে যশোর-বেনাপোল মহাসড়কে অতিরিক্ত মানুষের সমাগমে বন্ধ হয়ে যায় চলাচল। এ সময় ভেতরে আগে যাওয়া-আসাকে কেন্দ্র করে হট্টগোল শুরু হয়। এতে ধাক্কাধাক্কিতে অনেকেই পড়ে যান। এতে পদদলিত হয়ে তারা আহত হন। পরে আহতদের স্থানীয়রা...
ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ
রাজবাড়ী প্রতিনিধি
ঘন কুয়াশায় রাজবাড়ীর দৌলতদিয়াও মানিকগঞ্জের পাটুরিয়া নৌ-রুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। মাঝ নদীতে আটকা পড়েছে ছোট-বড় ৪টি ফেরি। শুক্রবার (৩ জানুয়ারি ) দিবাগত রাত ১১টা থেকে ফেরি চলাচল সম্পূর্ণ বন্ধ ঘোষণা করে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। এতে দুর্ভোগে পড়েছেন যাত্রী, শ্রমিক ও ব্যবসায়ীরা। বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ জানায়, শুক্রবার রাত ১০টা থেকে কুয়াশার কারণে এ নৌ-রুটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছিল। রাত ১১টার দিকে কুয়াশা তীব্র আকার ধারণ করলে চ্যানেলের বিকন বাতি এবং মার্কিং পয়েন্টের কিছুই দেখা যাচ্ছিল না। ফলে দুর্ঘটনা এড়াতে এ নৌ-রুটে ফেরি চলাচল সম্পূর্ণ বন্ধ ঘোষণা করে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। এ সময় মাঝ নদীতে আটকে পড়েছে ছোট-বড় ৪টি ফেরি। বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট শাখার ম্যানেজার মো.সালাউদ্দিন বলেন, দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে।...
সড়ক দুর্ঘটনায় আহত যুবককে পুলিশে দিল জনতা
শেখ রুহুল আমিন, ঝিনাইদহ
ঝিনাইদহে এক মোটরসাইকেল আরোহীর সাথে ইজিবাইকের ধাক্কা লাগে। এতে মোটরসাইকেল আরোহীর পা ভেঙে যায়। এলাকাবাসী তাকে উদ্ধার করতে গিয়ে দেখেন তার বাইকে রাখা কার্টুনে ২০০ বোতল ফেনসিডিল। পরে পুলিশে খবর দিলে মাদকসহ তাকে গ্রেপ্তার করা হয়। আজ শুক্রবার (৩ জানুয়ারি) দুপুরের দিকে ঝিনাইদহের কালীগঞ্জে এমন ঘটনা ঘটে। ফেন্সিডিলসহ গ্রেপ্তার ব্যক্তির নাম মিন্টু হোসেন (৪০)। তিনি চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার ঘোষ নগর এলাকার শুকুর আলী মন্ডলের ছেলে। বর্তমানে তিনি ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসাধীন বলে নিশ্চিত করেন কালীগঞ্জ থানার ওসি শহিদুল ইসলাম হাওলাদার। পুলিশ ও স্থানীয়রা জানায়, শুক্রবার (৩ জানুয়ারি) দুপুরের দিকে কালীগঞ্জ-কোটচাঁদপুর রোডের লাউতলা এলাকায় মিন্টু নামে ওই মাদক কারবারির মোটরসাইকেলের সাথে ইজিবাইকের ধাক্কা লাগে। এতে মোটরসাইকেল আরোহী মিন্টুর পা...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর