কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ হামলার পর ভারতশাসিত কাশ্মীর এবং ভারত-পাকিস্তান সীমান্তের ১০ কিলোমিটারের মধ্যে ভ্রমণ না করার পরামর্শ দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। ভ্রমণ নিরুৎসাহিত করা হয়েছে মণিপুর এবং মধ্য ও পূর্ব ভারতের বিভিন্ন অংশেও। স্থানীয় সময় বুধবার (২৩ এপ্রিল) মার্কিন পররাষ্ট্র দফতর ভারত ভ্রমণের বিষয়ে নতুন নির্দেশনা জারি করে। এতে ভারতের যেকোনো জায়গা ভ্রমণে ন্যূনতম দ্বিতীয় মাত্রার সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে। তবে দেশটির চারটি অঞ্চল ভ্রমণে সর্বোচ্চ চতুর্থ মাত্রার, অর্থাৎ ভ্রমণ না করার নির্দেশনা দিয়েছে মার্কিন কর্তৃপক্ষ। পেহেলগামে মঙ্গলবারের হামলায় অন্তত ২৬ জন নিহত হয়েছে, যাদের বেশিরভাগই পর্যটক। ২০১৯ সালের পুলওয়ামা হামলার পর এটিই কাশ্মীর উপত্যকায় সবচেয়ে প্রাণঘাতী হামলা। যুক্তরাষ্ট্রের সতর্কবার্তায় বলা হয়েছে, ভারতের...
ভারত ভ্রমণে যুক্তরাষ্ট্রের সতর্কতা জারি
অনলাইন ডেস্ক

কাশ্মীরে হামলা: ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট’ সম্পর্কে যা জানা গেল
অনলাইন ডেস্ক

কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর চালানো প্রাণঘাতী সন্ত্রাসী হামলার দায় স্বীকার করেছে দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট (টিআরএফ)। এই ঘটনায় অন্তত ২৬ জন নিহত ও বহু আহত হওয়ার পর ভারতীয় সরকারের কাশ্মীর নীতি নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। হামলার খবর যখন সামাজিক যোগাযোগমাধ্যম ও টেলিভিশনের পর্দায় ছড়িয়ে পড়েছে, তখন টেলিগ্রাম বার্তায় হামলার দায় স্বীকার করেছে সশস্ত্রগোষ্ঠী দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট (টিআরএফ)। সুত্র: আল-জাজিরা। ২০১৯ সালে কাশ্মীর অঞ্চলে স্বল্প-পরিচিতি সশস্ত্র গোষ্ঠী দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট (টিআরএফ) নামের একটি সংগঠন আত্মপ্রকাশ করে। যদিও ভারত থেকে কাশ্মীরকে আলাদা করতে লড়াই করা সশস্ত্র বিদ্রোহীরা সাম্প্রতিক বছরগুলোতে পর্যটকদের ওপর তেমন কোনো হামলা চালায়নি। উল্লেখ্য, মঙ্গলবার বিকেলে পেহেলগামের পর্যটনকেন্দ্র ঘুরতে আসা পর্যটকদের ওপর অতর্কিত...
ভারতের পদক্ষেপের জবাবে যা ভাবছে পাকিস্তান

ভারতকে দোষারোপের খেলা বন্ধ করতে বলছে পাকিস্তান। পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিটির (এসএসসি) বৈঠকে ভারতকে এমন বার্তা দিয়েছে পাকিস্তান। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দুপুরে দুই ঘণ্টারও বেশি সময় ধরে চলা ওই বৈঠকে ভারতের একের পর এক আক্রমণাত্মক পদক্ষেপের জবাব নিয়ে আলোচনা হয়েছে। পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয় জানায়, ভারতের একতরফা ও দায়িত্বজ্ঞানহীন পদক্ষেপের প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বৈঠকে। রেডিও পাকিস্তান জানায়, এই বৈঠকে পাহালগাম হামলার মিথ্যা নাটকের পর ভারতের হঠকারী ও দায়িত্বহীন পদক্ষেপগুলো বিশদভাবে আলোচনা করা হয়েছে এবং সিন্ধু জলচুক্তি নিয়ে ভারতের তাড়াহুড়ো করে নেওয়া বাস্তববর্জিত পদক্ষেপগুলোর জবাব নিয়ে পর্যালোচনা করা হয়েছে। প্রধানমন্ত্রী কার্যালয় থেকে প্রকাশিত এক ছবিতে দেখা যায়, সেনাপ্রধান...
পাকিস্তান নিয়ে নতুন সিদ্ধান্ত ভারতের
অনলাইন ডেস্ক

কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ হামলার পর নিরাপত্তা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আরও কড়া পদক্ষেপ নিল ভারত সরকার। এবার পাকিস্তানি নাগরিকদের জন্য ভিসা পরিষেবা তাৎক্ষণিকভাবে স্থগিত ঘোষণা করেছে নয়াদিল্লি। আজ বৃহস্পতিবার (২৪ এপ্রিল) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়। আরও পড়ুন গাজাকে যেভাবে ইসরায়েল শেষ করেছে আমরাও শেষ করবো, মোদির বাচ্চা আমরা ২৪ এপ্রিল, ২০২৫ ওই সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ভারতের দেওয়া সব বিদ্যমান বৈধ ভিসা ২৭ এপ্রিল ২০২৫ থেকে বাতিল বলে গণ্য হবে। যদিও বিশেষ বিবেচনায় মেডিকেল ভিসা ২৯ এপ্রিল ২০২৫ পর্যন্ত কার্যকর থাকবে। এছাড়া ভারতে অবস্থানরত সব পাকিস্তানি নাগরিকদের সংশোধিত ভিসা মেয়াদ অনুযায়ী দেশ ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। আরও পড়ুন কাশ্মীরে কেন ভয়াবহ প্রাণঘাতী...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর