প্রাণিসম্পদ মন্ত্রণালয়কে গণঅধিকার পরিষদের ১৫ প্রস্তাবনা

মাছ-মাংস-ডিমের দাম নিয়ন্ত্রণ

প্রাণিসম্পদ মন্ত্রণালয়কে গণঅধিকার পরিষদের ১৫ প্রস্তাবনা

নিজস্ব প্রতিবেদক

আগামী ১০ দিনের মধ্যে মৎস ও প্রাণি সম্পদ মন্ত্রণালয়ের সকল কর্মকর্তাদের সম্পদের হিসাব গ্রহণ, মাছ-মাংস ও ডিম ক্রয় ক্ষমতার মধ্যে আনাসহ মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়কে ১৫ দফা প্রস্তাবনা দিয়েছে গণঅধিকার পরিষদ।

আজ রোববার সকালে সচিবালয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতারের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এসব প্রস্তাবনা দেওয়া হয়।

সৌজন্য সাক্ষাৎ শেষে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক জানান, মাছ ও মুরগী দ্রুত বড় করতে ক্ষতিকর উপাদান ব্যবহার করা হয়। যেখানে ক্যান্সারসহ নানা রোগের ঝুঁকি থাকে।

অন্যান্য দাবির পাশাপাশি এসব ক্ষতিকর উপাদান ব্যবহার বন্ধ করার দাবি জানায় গণ অধিকার পরিষদ।

গণঅধিকার পরিষদের পেশ করা দাবির প্রেক্ষিতে মৎস ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার জানান, সকল দাবিই যৌক্তিক। মন্ত্রণালয়ের প্রথম প্রায়োরিটি হবে দ্রব্যমূল্য কমানো এবং উৎপাদন বাড়ানো। নিরাপদ মাছ-মাংস-ডিম দিতে পারি কি না সেটা এখন মূল বিষয়।

আগামী ১০ দিনের মধ্যে মৎস ও প্রাণি সম্পদ মন্ত্রণালয়ের সকল কর্মকর্তাদের সম্পদের হিসাবের বিষয়ে গণঅধিকার পরিষদের দাবি নিয়ে উপদেষ্টা বলেন, এককভাবে না দিয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে বিষয়টি তুলবেন।

news24bd.tv/তৌহিদ